নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ আবুল হোসেন

সাদা বক চকচক উড়ে যায় ডাকিয়া মাটিতে অস্পৃশ্য ছায়াটুকু রাখিয়া

মোহাম্মদ আবুল হোসেন › বিস্তারিত পোস্টঃ

থাই জোড়া খোলা

১৪ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৯

নাম কেন থাইল্যান্ড ভেবে হই সারা
সকালে বিকালে পথে হাঁটে ললনারা
আঁটোসাটো পোশাকে থাই জোড়া খোলা
উপরে থই থই দিয়ে যায় দোলা।
বসে নেই কেউ সেথা রাত থেকে দিন
ঝলসানো আলোতে রাত হয় রঙিন।
কাউবয়, বণিতা পথে পথে ঘোরে
ঘুম ভেঙে বাকিরা ছোটে কাজে ভোরে
হাতে তার স্নাকস আর কাঁধে ঝোলে ব্যাগ
একটু ভাল থাকতে এতবড় ত্যাগ!
ফুটপাথে আছে সব প্রয়োজন মতো
কিনে নেয় পর্যটক যতো।
দোকানে দোকানে নারী বলে সুদেখা
বিনয়ে ওরা অতি, শেষে পড়ালেখা
বিকালে ছোটে কাজে পার্টটাইম জব
ক্লান্তি নেই, আছে কলরব।
রাজপথে চলে গাড়ি নেই বড় জ্যাম
পথে পথে বসানো আছে ওয়‌েবক্যাম
পাল্টালে ট্র্যাক অমনি হবে জরিমানা
একথা প্রতিটি গাড়োয়ানের রয়েছে জানা।
স্কাই ট্রেন চলে যায় সা সা সা
সব কিছু দেখে তো হয়ে গেলাম হা।
.....................................
ঢাকা, বাংলাদেশ
১৪-০৮-১৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.