![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
একদিন শুঁয়োপোকার স্মৃতি বুকে ধরে,
তোমাকে সুখী প্রজাপতি ভেবে ভুলে যাবো!
একদিন বিরহকে প্রেম ভেবে,
সান্ত্বনার গ্যাসবেলুন আকাশে উড়াবো।
একদিন লাল ফড়িং এর বায়না ধরা ছেলেটির,
পাথর চোখের অশ্রু দেখতে দেখতে আমিও অন্ধ হয়ে যাবো।
অথবা...
না ফেরার দসখত দেইনি কোথাও,
তবু বৃথা ভাবলে চলে গেছি ফিরবো না!
আঁধারে মিশে গেছি আলোর আশায়,
কায়াতে মায়া পায়নি যা পেয়েছি ছায়ায়।
দূর হতে দূরত্ব বাড়েনি,
পাশাপাশিতে ছিল যত বিস্তর ব্যাবধান!
তেমনি আছি অব্যাক্ত রেখে...
কত সস্তা আমার সময়
চাইলেই সে তোমার হয়,
অনেক হয়েছে আর নয়।
প্রাপ্য না পাওয়ার অভিযোগ নয়,
বরং আত্ম অপমানেই যত ভয়!
- স্বপ্ন
সবটা আকুতি নিয়ে ফিরে যাও ফাগুনের কাছে,
ফিরে যাও তুমি গোলাপের কাছে
এখানে ভালবাসা নেই।।
ব্যক্তিগত দোষে
নীল আগুন বুকে পুষে
পুড়ে পুড়ে অবশেষ যা আছে বাকি
এখানে নিঃসঙ্গতা আর আমি ভালো থাকি।।
সবটা কান্না দু\'চোখে নিয়ে...
কিছু কথা থাকে বলা যায় না,
আর কিছু কথা ভোলা যায় না।
এই না ভোলা আর না বলার
মাঝেও কিছু তো থেকেই যায়.…
সেটা হল বিশুদ্ধ নিরবতা !
এখেত্রে এসব কিছু বুঝতে হবে শুধুই অনুভবে…
-...
বুক ঝাঁঝাঁলো দেশী মদে
বুঁদ হয়ে আকন্ঠ মাতাল উদভ্রান্ত বোধে,
অতোটাও মাদকতা নেই!!
যতোটা থাকে চুড়ান্ত উন্মাদনা শেষে নিথর ঘামে!
ঘোলাটে চোখে কেবলই বিভীষিকা রাত আসে নেমে…
নেশাক্ত তৃষীত ঠোঁটে নেশা জমে,
মৃত প্রেম পরে থাকে...
ক্ষয়ে যাওয়া পাথরও সয়ে যায় ভাঙনের ব্যাথা।
প্রথাগত আদর্শ প্রেমিকের বিপরীতে আমার অনুভূতি!
যে কুৎসিত বার্তায় দুমড়ে মুচড়ে যাওয়ার কথা ছিল ভেতর বাহির,
অথচ নির্মম সময়ের মুখোমুখি দাঁড়িয়ে আমি এখনো নির্বিকার।।
তবে কি লিরা,...
ভেতরে নিরবতার তুফান বইছে,
মৃত্যুর মতো হিমশীতল ঘুম নিয়ে
তবু কেন জেগে আছি?
শিথানে নিঃসঙ্গ কষ্টবোধ নেই
নেই দীর্ঘতম দীর্ঘশ্বাস,
স্বার্থপর কেবলই "তুমিহীন" ভাবনা।।
রাত্রির অন্ধকূপ এ ব্যর্থতা সপে
বেঁচে থাকাটাই জরুরী এখানে।।
তোমার উচ্ছাসে ভরা দিন শেষে,
নিতান্ত...
এরপর হুট করেই নিখোঁজ হব.…
..…তারও অনেক পরে আমাকে ভুলে যাওয়ার ঠিক খানিক আগে,
সহসাই উদয় হব কোন এক আলো নেভা সন্ধায়,
কথাহীন কথা হবে অভিমানি নিরবতায়…
যদি চেনা এই শরীরের ঘ্রানে
ফের শিহরণ জাগে...
©somewhere in net ltd.