নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিশাপ! তাই কবিতা লিখি। কলঙ্ক! তবু ভালবেসে গায়ে মাখি।- স্বপ্ন

স্বপ্ন ফেরারী

অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!

সকল পোস্টঃ

রাতের গল্প

২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩৯

ঘুমের পিঠে স্মৃতির বোঝা
নিদ্রাহীন নিজেকে খোঁজা
একই নিয়মে রাতের গল্প জমছে রোজ।
অভ্যাস এর আয়ু বাড়ছে বলেই
অভ্যাসটা আজ নিয়ম মেনেই,
আমার মাঝে করি আমার খোঁজ।।

মুয়াজ্জিনের আযান ধ্বনি
স্নিগ্ধতার শব্দ শুনি,
আসসালাতু খাইরুম.....
আমার শহর জাগলো বুঝি,
পাখীদেরও...

মন্তব্য০ টি রেটিং+০

জলাশয় হৃদয়

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৫

বেলা শেষে পাখী মেলে ডানা
তীক্ষ্ণ চোখ সুনিশ্চিত নিশানা
খোঁজে নেয় আপন ঘর।

ঝড় থেমে গেলে
আবার জাহাজ চলে
গুটিয়ে নোঙর।

বানভাসি চোখ
তবুও ভুলে সব শোক
দেখে ওপারে জাগা নতুন চর।।

এখনো কোন কোন হৃদয়
স্রোতহীন এক জলাশয়
নিজস্ব বলয়ে...

মন্তব্য২ টি রেটিং+০

গন্তব্য

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯

কোন কারণ নেই
কোন ব্যাখ্যা নেই

অভিমান অভিযোগ প্রশ্ন রেখো না।
আমি কোথায় যাবো?
আমি কোথাও যাবো না।।
আমার কোন গন্তব্য নেই!

নিষ্ফল ভাবনার গারদে বন্দী স্নায়ুকোষ
প্রেম তুমিও এসোনা নিয়ে নতুন মুখোশ।।

রাতদিন এক করে প্রাণপণ এখানেই...

মন্তব্য৪ টি রেটিং+০

উপলব্ধির ক্রমিক নাম্বার

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৭

নিরলস ভাবনার নিষ্ফল চেম্বারে,
ব্যক্তিগত কিছু উপলব্ধি ঝুলে আছে ক্রমিক নাম্বারেঃ

১।
ভুলটা কেমন ছোট নাকি বড় সেটা বিষয় না,
বরং তোমার হৃদয়ে দাগ কাটল কতটা,
ক্ষতের গভীরতা কেমন সেটাই বিবেচ্য।

২।
সময়ের একটা নিজস্ব শক্তি আছে,...

মন্তব্য২ টি রেটিং+০

ছিল…

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৬

আধ ফোঁটা এক গোলাপ ছিল
নাটুকে সব সংলাপ ছিল
মিষ্টি প্রেমের প্রলাপ ছিল…

গোলাপী ঠোঁটে খুব ছোট তিল ছিল
তোমাতে আমাতে বেশ মিল ছিল…

ঘরে ফেরার টান ছিল
তার এলো চুলের ঘ্রান ছিল
বেঁচে থাকার গান ছিল
বুকের...

মন্তব্য৬ টি রেটিং+০

প্রশ্ন চিহ্ন সব আমার!

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৫

বয়ে যাওয়া সময়ে অনুভূতি যেখানে পাথর
জীবনের মানে এখানেও প্রশ্নের না পাওয়া উত্তরঃ

১।
কি করে শুকায় চোখের সবটা জল?
কেন বুকে পোষা এতো অনল?

কেন জেতার খেলায় ইচ্ছে করেই হারি?
কেন কথা চেপে বুকে চুপচাপ...

মন্তব্য০ টি রেটিং+০

আমি শুধু আমাকেই ভালবাসি

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৬

যৌবন! এখন আমার শ্রেষ্ঠ সময়,
সমস্ত অস্থি মজ্জায় প্রেমের নেশায় উন্মাতাল আমি।
ষোড়শী তরুনীর নেশাক্ত প্রণয়ে প্রেমের তৃষ্ণা নিবারনে ব্যাস্ত আমি।
উদ্দ্যেম যৌবনে প্রেমিক পুরুষ আমি! আমি শুধু আমাকেই ভালবাসি।

ভালবাসার ভাগা-ভাগিতে প্রিয়তম স্বহধর্মীকে...

মন্তব্য০ টি রেটিং+০

অতঃপর সে এখন!

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৪

শৈশবে এক মেঘবালিকার দেখা পেয়েছিলাম।
মেঘে মেঘে ছুটে বেড়াত মেঘবালিকা।
আমাকেও ভাসিয়ে নিয়ে যেত সেই মেঘের দেশে।
এ যেন অন্যজগত চারিদিকে ফেনা ফেনা মেঘ, যেন স্বপ্নের এক দেশ।

শৈশব-কৈশোর পেরিয়ে আমি এখন যৌবনে,
মেঘবালিকাও আর...

মন্তব্য২ টি রেটিং+০

শরৎ অপেক্ষা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৮

একটি জীবনের ব্যবধান মাত্র
ওপারে ঈশ্বর আমার সমর্থনে,
আমার চাওয়াকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিবে
মদ বাইজিতে মূখর রংমহল!
এটাই কি আমার চাওয়া ছিল?

এখানে আমি অতলে বিলীন
ব্যর্থ বীর্যের ফেনীল জলে হারায় অস্তিত্ব!
নিজেকে নিঃশেষ করার কোন সীমা...

মন্তব্য১ টি রেটিং+০

অভিমান

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

বড্ড জটিল অতীত; আহত হলেও ফিরব না!
টুকরো টুকরো স্মৃতি আর নিংড়াবো না।

ক্লান্ত যখন এতোটা পথ ছুটে
এসব দেখে পরিচিত সেই বাদামওয়ালাও মজা নিল ঠিক লুটে!

আর যে ছিল বোকা মেয়ে, রিকশা উল্টে...

মন্তব্য৪ টি রেটিং+০

আমি মানুষ ভালো না!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১১

মাঝে মাঝেই ইচ্ছে হয় যদি পারতাম,
সব ছেড়ে দিয়ে সাইবেরিয়ার পাখিদের দলে ভিড়ে যেতে।
হাজার মাইল পথ উড়ে দূরে বহু দূরে জিড়িয়ে নিতাম।
অন্যের রুঢ় কথায় কষ্ট নয়,
বরং নিজের সত্তার কাছে নিজস্বত্তার কাছে
খুব...

মন্তব্য০ টি রেটিং+০

ভালো থেকো

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৯

গোলাপের হৃদপিণ্ড নিংড়ে রক্ত কণার শেষ বিন্দুটাও শুষে নিয়ে,
তোমার তৃষ্ণা মিটালে!
আর আমাকে শুনালে ভালোলাগার কথা-
\'\'লাল নয় শাদা গোলাপই নাকি তোমার প্রিয়\'\'

আমার স্বচ্ছ আকাশে কালিমা এঁকে,
তুমি বললে-
\'\'বৃষ্টিতে ভিজবো বলেই আকাশকে মেঘ...

মন্তব্য১৬ টি রেটিং+০

ষড়যন্ত্র

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১১

নিঃশ্বাসকে বিশ্বাস পাইনা আজকাল,
প্রতিটা শ্বাস কি যেন হাহাকার রেখে যায়!
হৃদযন্ত্রেও আমার বড্ড সন্দেহ,
প্রতিটা স্পন্দনেই কি যেন আকুতি আর্তনাদ!
মন তুমি এতো বোকা কেন?
ভুল বাতাসেই দোলা দেও!
অনুভুতি তুমিও ভয়ানক উন্মাদ!
ভুল স্পর্শ বিরহে...

মন্তব্য০ টি রেটিং+০

নিখোঁজ হব!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫১

এরপর হুট করেই নিখোঁজ হব.…

..…তারও অনেক পরে আমাকে ভুলে যাওয়ার ঠিক খানিক আগে,
সহসাই উদয় হব কোন এক আলো নেভা সন্ধায়,
কথাহীন কথা হবে অভিমানি নিরবতায়…

যদি চেনা এই শরীরের ঘ্রানে
ফের শিহরণ জাগে...

মন্তব্য২ টি রেটিং+০

আমি কাউকে বলিনি

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫২

আমি কাউকে বলিনি,
কার ঠোঁট চুষে শুধুই বিষ পেয়েছিলাম!
গোপন প্রিয়ার সে নাম,
আমিও ভুলতে চেয়েছিলাম।।

আমি কাউকে বলতে পারিনি,
কেন ঘুমখেকো জল্লাদ প্রতিরাতে
ব্যথাহত গল্প শোনায় স্মৃতির অজুহাতে?

আমি কাউকে বলি না,
কেউ জানে না যে আছে...

মন্তব্য৬ টি রেটিং+১

full version

©somewhere in net ltd.