![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসুস্থ শব্দ প্রসবে যতটা বদনাম ছড়িয়েছি কবিতায়, তারও অধিক কলঙ্ক ধরেছি বুকের গভীরতায়!!
ধরো মুঠো ভরে ক্ষমা দিয়ে দিলাম,
কি লাভ তাতে?
আমিতো জানি অলস অক্ষম সান্ত্বনার আরেক নাম ক্ষমা!!!
এই যে দু\'হাত ভর্তি সান্ত্বনা জড়ো করছো,
জানো কি দিন শেষে এসব করুণা হয়ে যায়!
ক্ষমা সান্ত্বনা করুণা...
যে টান থাকার কথা ছিল
ফিরে যাওয়া ফেরানোর…
যে শিকল থাকার কথা ছিল
মায়ায় বেধে রাখার…
যে প্রশ্ন থাকার কথা ছিল
পথ আগলে দাড়ানোর...
যে ভালোবাসা থাকার কথা ছিল
পাথর হৃদয় ছুঁয়ে যাওয়ার..
তার কিছুই হয়তো ছিল না।।
আছে...
জীবন মানে হিসেবের প্রচণ্ড গরমিল
কাটাকাটি শব্দের অবান্তর অন্ত্যমিলঃ
১।
নিরন্তর অবকাশ জবাই করল বিরক্তির কসাই,
মন্থর সময় ধীরেধীরে হয়ে যাচ্ছে অসহ্য বনসাই!
২।
রাত আর আমি মিলে
ঘুম খেয়েছি গিলে...
৩।
মাথার ভেতর ব্যথার পোকা খুবলে খাচ্ছে মগজ,
কাব্য...
জ্বর কি রোমান্টিক ব্যাধি?
উষ্ণ হাত ছুঁয়ে পাশে থাকতো কেউ যদি!
- স্বপ্ন
"তোমাকে ভালবাসি"
এই অশ্লীল শব্দটি যদিও তোমার নিষ্পাপ ঠোঁট ছুঁয়ে,
আমার কানকে স্পর্শ করেনি কখনওই!
তবু তোমার দু\'চোখে খুন হই যত্রতত্র।
দু\'চোখে এতো সাহস কেন তোমার
প্রনয়ের দাবী আদায়ের মিছিল নিয়ে সামনে আসো!
দু\'চোখে এতো আকুতি...
জানি থাকবে বাতাস বৈরি
দিনক্ষণ মেপে আমিও তৈরি,
ছেড়ে পিছুটান ভুলে মায়াজাল
ঠিকঠিক উড়াবো নতুন পাল।।
চেনা এ শহর
একঘেয়ে রাত প্রহর,
স্মৃতির আগুন জ্বেলে
কবিতায় বিষ ঢেলে
নিজেকে আর খোঁজবো না
নীল নীল ব্যথায় নতুন করে ভিজবো...
সময়ের স্মৃতিপটে
দেখেছি মানুষ বদলায় অকপটে।।
স্পর্শহীন ব্যাকুল ব্যথিত হৃদয়
এই বুঝি অনাকাঙ্ক্ষিত পরাজয়!
ভাঙন নয় তবুতো পাথরের হয় ক্ষয়।।
বিশ্বাস জমা রেখে মুঠো খুলে দেখেছি আপন হল পর!
যখন আকাশ নেমেছে মাথার উপর,
নিরুপায় কচ্ছপ সেজে...
ক\'পেগ গিলে,
বোধ হারায় মাতালে?
তারও অধিক স্মৃতি মৈথুন শেষে,
কেউ কেউ থাকে দিব্যি হুশে।।
কতগুলো দীর্ঘশ্বাস জমা রেখে রাত,
বিষাক্ত ভোর ফিরে আসে হঠাৎ?
তারও অধিক হাহাকার আড়াল করে গোপনে,
কেউ কেউ থাকে আত্মকেন্দ্রিক অভিমানে।।
- স্বপ্ন
একটি ঘুম অদ্ভুত জেগে আছে,
তুমি ভাবলে নির্ঘুম।।
নিরবতারও কথা থাকে রাতের কাছে,
তুমি ভাবলে নিঝুম।।
- স্বপ্ন
তুমি যেখানে চোখ রাখো,
বাইরে থেকেই শুধু নিজেকে দেখো!
"আমি" কে দেখার এই চূড়ান্ত উপায়,
তাইতো নির্ঘুম চোখ রাখছি রাতের আয়নায়।।
এমনও নীরবতার উত্তাপে
মুঠো ভরে যায় কিছু অযাচিত পাপে,
শুদ্ধ হবার অনুরাগে জ্বলছি আমিও অনুতাপে।
-...
জীবন মানে হিসেবের প্রচণ্ড গরমিল
কাটাকাটি শব্দের অবান্তর অন্ত্যমিলঃ
৫৬।
আত্মপাপের ঘেন্না দেখি নিজেই নিজের চোখে,
চিৎ হয়ে থুঃ থুঃ ছিটাই নিজেই নিজের মুখে!!
৫৭।
মগজ জুড়ে ক্লান্তি পোকা অসাড় মন আর দেহ,
দুয়ার এঁটে ঘুমিয়ে গেছি...
জীবন মানে হিসেবের প্রচণ্ড গরমিল
কাটাকাটি শব্দের অবান্তর অন্ত্যমিলঃ
১।
নিরন্তর অবকাশ জবাই করল বিরক্তির কসাই,
মন্থর সময় ধীরেধীরে হয়ে যাচ্ছে অসহ্য বনসাই!
২।
রাত আর আমি মিলে
ঘুম খেয়েছি গিলে...
৩।
মাথার ভেতর ব্যথার পোকা খুবলে খাচ্ছে মগজ,
কাব্য...
গলির মোড় থামিয়ে সাইকেল ক্রিং ক্রিং
কখনো চকবার কখনো লাল ফড়িং
অপেক্ষা ভেঙে তোমার পায়ের আওয়াজ
রঙিন স্বপ্নের অদল বদল সে চিঠির ভাজ
অভিমান অভিযোগ হাজার বায়নায়
সুখ ছুঁয়ে দেখা তার চোখের আয়নায়
গল্প নয়! তবে...
এতোটা অপচয়
জন্মের কাছে জীবনের এতো ক্ষয়,
তাবৎ হিসেব কষে শেষে শুধুই পরাজয়।।
কত কত দিন
স্মৃতির কাছেই জমে থাকে ঋণ,
আরও কিছুদিন
নিরস কাব্যহীন,
এভাবে আর কতদিন?
অনুশোচনাহীন বিশ্বাসী ভুল
আচমকা ঝড়ে ঝরে যায় ফুল,
আজকাল লিখছিনা কিছু কবিতায়।
দাউদাউ...
আমার খোঁজ
করি রোজ।।
নিজের কাছেই ফিরে এসে
সত্য জেনেছি অবশেষে।
হৃদস্পন্দন উঠে কেঁপে কেঁপে
জীবনের ভাগ দিতে হয় মেপে মেপে।।
আমার সবটা আমার নয়
এই হল আমার পরিচয়!
- স্বপ্ন
©somewhere in net ltd.