নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.. আমি অভ্র দিয়ে লিখি ...

~ ভাষা হোক উন্মুক্ত ~

~স্বপ্নজয়~

তোমায় যতটা জানি, তুমি জলে আগুন জ্বালো! বৃস্টি খোঁজোনি তুমি, তাই বৃস্টি তোমায় খোঁজে! প্রতিশোধ নেবে বলে, অভিমানে পুড়ছে নদী! চলনা,একটু কাঁদি....চলনা একটু কাঁদি....চলনা একটু কাঁদি ।।

~স্বপ্নজয়~ › বিস্তারিত পোস্টঃ

জীবনের কিছু ভৌতিক অভিজ্ঞতা :|

১৮ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৯





সবার জীবনেই হয়তো প্রচণ্ড ভয়ের কিছু কিছু ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে ভয় পেলেও পরে চিন্তা ভাবনা করে অনেক সময়েই এই সব ঘটনার গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়, কিন্তু কিছু ঘটনার কোন ব্যাখ্যা মেলেনা। অনেকেই জেনে অবাক হবেন যে, এই সিডনীতেও এমন কিছু জায়গা রয়েছে যেখানে রীতিমত টিকেট কেটে মানুষ ভুত দেখতে যায়। হ্যাঁ ... আপনার আমার মতই অনেকেই আছেন যারা এসবের পেছনের মূল ঘটনা অথবা ফাঁকিটা ধরার চেষ্টা করেন। কাজেই ধোঁকা দিয়ে সে সব ব্যবসা বেশী দিন চলতে পারতো না, কিন্তু তারা বছরের পর বছর শত শত মানুষকে ভুত দেখিয়ে আসছে। যাক সেসব কথা। আমি আমার জীবনের কিছু কথা বলি আজকে ...







সময়: জুন অথবা জুলাই মাস, ১৯৯২ স্থান: কুড়িগ্রাম



আমার এইচএসসি পরীক্ষা চলছিলো। হোস্টেলে ঝামেলা হয়, তাই পড়াশুনার সুবিধার জন্য একটা বাসায় উঠেছি। বাসাটা কলেজের কাছেই। সে সময় প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়তে মসজিদে যেতাম। মসজিদটা ছিল পুলিশের এসপি সাহেবের বাসার ঠিক বিপরীতে (কুড়িগ্রামের কেউ থাকলে চিনতে পারবেন)। তো ... সেদিন ভোরবেলাতে অভ্যাস মত উঠে নামাজ পরতে যাচ্ছি। বাসা থেকে মসজিদে যেতে দুই তিন মিনিট সময় লাগে। মাঝে একটা রেললাইন পার হতে হয়। রেললাইন পার হবার পরে আমার বেশ কিছুটা সামনে একজন আলখাল্লা পড়া মুসুল্লিকে দেখলাম নামাজ পড়তে যাচ্ছেন। হটাত খেয়াল করলাম লোকটা অস্বাভাবিক রকম লম্বা। গড়পড়তা মানুষের চাইতে অনেক বেশী উচ্চতা তার। কাছাকাছি হতেই মনে হলো লোকটি ডানে ঘুরে কোথায় যেন চলে গেল। অথচ মসজিদ আরও কিছুটা সামনে, আর যেখানে সেই লোক ডানে ঘুরেছেন, সেখানে রাস্তার পাশে মোটামুটি বড় একটা ডোবা, বৃষ্টির পানি জমে পুকুরের আকার ধারণ করেছে। কিন্তু কোন বাড়িঘর নেই। অবাক হয়ে গেলাম, একটা মানুষ এভাবে কোথায় চলে গেল? ভাবলাম হয়তো তাড়াতাড়ি হেঁটে মসজিদে চলে গেছেন। যখন মসজিদের গেটে পৌছুলাম, তখন দেখি মসজিদের ভেতর এক মুয়াজ্জিন ছাড়া আর কেউ নেই। রাস্তার অপরদিকে এসপি সাহেবের বাড়ীর বিশাল লোহার গেট। সেখান থেকেও একজন সেন্ট্রি রোজ সকালে আসেন নামাজ পড়তে, কিন্তু সে গেট খুলতে লাগাতে যে শব্দ হয়, তা বেশ কিছুটা দূর থেকেই শোনা যায়। কাজেই লোকটি সেখানেও ঢুকে যায়নি এটা নিশ্চিত। যা হোক, নামাজ আদায় করে বাসায় আসবার পথে বুড়ো বাড়ীওয়ালা চাচাকে বললাম ঘটনা। উনি বললেন যে, আমি একা না, আরও অনেকেই না কি দেখেছে এমন একজন বিশাল লম্বা লোককে মসজিদের আশেপাশে :| :|







সময়: ফেব্রুয়ারি মাস, ১৯৯৫ স্থান: সিডনী



তখন নতুন এসেছি সিডনীতে। কাজ করি সিডনীর সবচাইতে উঁচু অফিস কমপ্লেক্সে। কমপ্লেক্সটি ৬৭ তলা। আমি মূলত নীচের তলায় কাজ করতাম। সে সময় মাঝে মাঝেই কোন না কোন ফ্লোর রিনোভেশন হতো। মানে একটা অফিস চলে যেত, অন্য অফিস আসতো। এদের অফিস স্পেসগুলো আমাদের দেশের মত নয়। অফিসের জন্য ফ্লোর ভাড়া নেয়া মানে শুধুই ফ্লোরটুকু নেয়া, তারপর ওয়াল, সিলিং, দরজা, জানালা, কিচেন - যার যেমন দরকার সে সেভাবে তৈরি করিয়ে নেয়। আমাদের দেশের মত তৈরি করা ঘরে এসে ওঠেনা ওরা। একটা অফিসে হয়তো ৫টা ছোট ঘর ছিল, পরের অফিস এসে বানিয়ে নেবে ২ টা ছোট ঘর আর একটা বড় ঘর। একটা অফিস চলে যাবার পর অনেক জিনিস ফেলে যাবে, কনস্ট্রাকশনটাও ভেঙ্গে ফেলবে। আমরা সেসব অফিসে যেতাম আসলে ব্যবহারযোগ্য জিনিসপত্রের খোঁজে। কম্পিউটার থেকে শুরু করে ভাল ভাল চেয়ার (যেগুলোর বাজার মূল্য ১০০ ডলারের ওপর), মাইক্রোওয়েভ, মনিটর, টিভি, বাসন কোসন, কার্পেট, ফ্রিজ ... হেন জিনিস নেই যা ওসব ফ্লোরে পাওয়া যেত না। তো ... সেদিন তখন রাত ১২টার বেশী বাজে। আমার কাজ শেষ করে বন্ধুর কাজ শেষের অপেক্ষায় আছি, ওর কাজ শেষ হলে সে আমাকে বাসায় নামিয়ে দেবে বলে। বন্ধুটির কাজ শেষ হলে সে বললো - "চল ৫৩ তলায় যাই, দেখি কিছু পাওয়া যায় কিনা"। আমি সানন্দে রাজি হলাম। গ্রাউন্ড ফ্লোরে সিকিউরিটির অনুমতি নিয়ে আমরা গেলাম ৫৩ তলায়। কিন্তু সেদিন কপাল ভাল ছিল না। কিছুই পেলামনা খুঁজে নেবার মত। তো ভাবলাম - এসেছি যখন, তখন কিছু দিয়েই যাই, দুই বন্ধু তাই ঢুকে পড়লাম টয়লেটে। ছোট টয়লেট সেরে বের হবার সময়ই শুনলাম টয়লেটের দরজার সামনে দিয়ে কে যেন হেঁটে যাচ্ছেন। সিকিউরিটি হতে পারে, কিন্তু দরজা খুলে দেখলাম কোট প্যান্ট আর ধুসর হ্যাট পরা একটা লোক করিডোরে বাঁক নিয়ে চলে গেল। এত রাতেও অফিসে কেউ কেউ কাজ করেন, কিন্তু ফাকা ফ্লোরে তো কারও থাকার কথা নয়। তাই সিকিউরিটিকে ওয়ারলেস রেডিওতে বললাম যে ৫৩ তলায় লোক দেখেছি। সিকিউরিটি সাথে সাথে আমাদের নীচে নেমে আসতে বললো, আমরা নেমে এলে সে চোখ মুখ অন্ধকার করে (এমনিতে লোকটা খুব হাসিখুশি থাকে) পুরো ঘটনার বর্ণনা লিখে নিলো ও আমাদের চলে যেতে বললো। পরদিন রাতে কাজে এলে চাবি নেবার সময় সিকিউরিটি বললো আমরা যেন এর পর থেকে বেশী রাতে কোন ফাঁকা ফ্লোরে গেলে সাথে একজন সিকিউরিটি নিয়ে যাই। এই ঘটনার অনেকদিন পর আরেকজন সিকিউরিটির মুখে যা শুনলাম, তাতে ভয় পেলাম। ওই ফ্লোরে ঢোকার বা বের হবার দুটি পথ আছে, এক হলো লিফট, আরেকটা ফায়ার ডোর। করিডোরে, লিফটের ভেতর, ফায়ার ডোরে ক্লোজ সার্কিট ক্যামেরা আছে। তারা সবগুলো ক্যামেরা চেক করেও কাউকে সে ফ্লোরে যেতে দেখেনি, এবং আমাদের ঠিকই দেখেছে যে আমরা দুজন অবাক চোখে করিডোরের অপর প্রান্তে কিছু দেখছি। অথচ একই ক্যামেরার ছবিতে আমরা যে সময় লোকটাকে হেঁটে যেতে দেখেছি, সেখানে কিছুই নেই :| :|







সময়: নভেম্বর মাস, ২০১০ স্থান: সিডনী



আমাদের এক ছোট ভাই সিডনী মুল শহর থেকে একটু দূরে (জায়গাটার নাম ডবল বে) একটা ব্যাঙ্কে রাতের বেলায় কাজ করে। সেখানে সে মাঝে মাঝেই ভুত বাবাজির দেখা পায়। না না রকম শব্দ করে আর মাঝে মাঝে চেয়ার টেবিল ধাক্কাধাক্কি করে ভুতে। এমন হলে সেই ছেলে দৌড়ে বের হয়ে যায়। কিছুক্ষণ পর আবার এসে কাজ শেষ করে। সে কারণে আমরা ওকে আর একা পাঠাইনা। সাথে কেউ না কেউ থাকে। তো ... একদিন সেই ছেলে দোতলায় কাজ করছে, তার সাথের ছেলেটি কাজ করছে নীচতলায়। দোতলায় থাকা ছেলেটি নীচে নেমে আসার সময় ওর ভ্যাকুয়াম মেশিনটি সিঁড়ির ওপর রেখে কাজ করছিলো। মেশিনের কর্ডটি লাগানো ছিল উপরের তলায়। হটাত সে দেখতে পায় ভ্যাকুয়াম মেশিনটি উপরের দিকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। ছেলেটি সোজা দৌড়ে বাইরে বেরিয়ে আসে, তার দেখাদেখি সাথের ছেলেটিও দৌড় দেয়। ওরা বাইরে বেরিয়ে এসে ব্যাঙ্কের গার্ডকে সব খুলে বলে। পরে দুজন গার্ডের সাথে ওরা আবার আসে ব্যাঙ্কের ভেতর। উপরে উঠে দেখে ভ্যাকুয়াম মেশিনটি সিঁড়ির সামনে একটি রুমের ভেতর, অথচ ওই রুমের চাবি আমাদের কাছে নেই। একমাত্র ব্যাঙ্কের ম্যানেজারই সেই রুম খুলতে পারেন। তখন ছেলেরা গার্ডের উপস্থিতিতে কাজ শেষ করে চলে আসে। পরদিন সকালে মেশিনটি পাওয়া যায় সেই রুমের দরজার সামনে। অথচ আমাদের ছেলে দুটোই নয়, দু দুজন বাইরের লোক, মানে গার্ডেরা দেখেছে যে মেশিনটা ছিল রুমের ভেতর ... :| :|



আমার নিক স্বপ্নজয় হলেও আমি স্বপ্ন বিলাসী মানুষ না। আমি যথেষ্টই বাস্তববাদী। অতিপ্রাকৃত কোন ঘটনা ঘটলে আমি তার ব্যাখ্যা খুঁজতে চেষ্টা করি। কিন্তু এসব ঘটনার কোন ব্যাখ্যা আমার জানা নেই।



বিশেষ দ্রষ্টব্য: ভয়ের চোটে কেউ রাত্রে ঘুমাইতে না পারিলে সামহয়ারইন কর্তৃপক্ষ অথবা লেখক কোন ভাবেই দায়ী হইবেন না :|

মন্তব্য ১০১ টি রেটিং +৪০/-০

মন্তব্য (১০১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৩

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ভূতের গপ্পো পড়ি না, ডর লাগে B:-) :-&

২০ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৩৭

~স্বপ্নজয়~ বলেছেন: খেক খেক খেক :P :P

২| ১৮ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৩

kisuna বলেছেন: আমি ঘুমাতে পারব। তোমার মত ভীতু নাকি?

২০ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৪২

~স্বপ্নজয়~ বলেছেন: তাইলে তো ভালুই, কিন্তু ঘুমানোর আগে বিছানার নীচে দেইখা নিও ;) ;)

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:০০

রাজীবসাদ্দাম বলেছেন: ভালই লাগল অভিজ্ঞতা শেয়ার করার জন্য ।

২৫ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৮:৪৬

~স্বপ্নজয়~ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :)

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:০৯

কেএসরথি বলেছেন: :|| #:-S #:-S

আমার জীবনের সত্য ভৌতিক ঘটনা


:| :| :| :|

২৫ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৮:৪৭

~স্বপ্নজয়~ বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা ... মজা পাইছি রে ভাই :D :D :D

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:১৫

চাঁপাবাজ বলেছেন: কিছুই বোঝলাম না। আবার বলেন।.. /:)

২৫ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৮:৪৮

~স্বপ্নজয়~ বলেছেন: খিক খিক ... এইটা রেডিও স্বপ্নজয়, এখানে একবারই বলা হয় :#) :#)

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:১৮

চাঁপাবাজ বলেছেন: বিদেশেও ভুত থাকে এই প্রথম শুনলাম।, /:) কথা বলে দেখা দরকার তারা কোন ভাষায় কথা বলে.. :|| :-&

২৫ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৮:৪৯

~স্বপ্নজয়~ বলেছেন: আপনে আসেন, দুই বাজ (আপনে চাঁপাবাজ, আমি আড্ডাবাজ) মিলা ওদের সাথে আড্ডা উড্ডা মাইরা আসি ;)

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:২১

মেঘকন্যা বলেছেন: ভয় পাইসি।

২৫ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৮:৫০

~স্বপ্নজয়~ বলেছেন: খিক খিক খিক :P :P

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:৩১

ফারা তন্বী বলেছেন: Durrr, pora uchit hoynai!

২৫ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৪৭

~স্বপ্নজয়~ বলেছেন: মুহাহাহাহাহাহাহাহাহা B-) B-) B-)

৯| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:৩৯

সাইফ বাঙ্‌গালী বলেছেন: ভূতেরে ভালা পাই.. :D

২৫ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৫০

~স্বপ্নজয়~ বলেছেন: আমিও ... আসেন হাত মিলাই :) :)

১০| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:০০

সুস্ময় পাল বলেছেন: আপনার লেখা ভালো হয়েছে।সাথে ছবিগুলোও দারুণ হয়েছে।সব মিলিয়ে তাই বলব, ভালোই!
লেখাটা পড়ে অদ্ভুত ধারণার সৃষ্টি হচ্ছে।আমি মনে প্রাণে বিশ্বাস করার চেষ্টা করি যে ভূত বলে কিছু নেই।কিন্তু মাঝে মধ্যেই এসব আজব লেখা পড়ে কনফিউজড হয়ে যাই।তখন কিছু ভালো লাগে না।
যাই হোক,শেয়ার করলেন।তাই ধন্যবাদ।

২৫ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৫১

~স্বপ্নজয়~ বলেছেন: আমি এখানে এসে এখন বিশ্বাস করতে শুরু করেছি, পরের পর্বে আরও কিছু ঘটনা থাকবে ;)

১১| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:০৮

দ্রীঘাংচু বলেছেন: ভাচাাাাাাাাাাাাাাাাঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊঊ
বুথ............

২৫ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৫২

~স্বপ্নজয়~ বলেছেন: হাহাহাহাহাহা ... ভুই দেখাইতে পাইরা আমি আনন্দিত :-B

১২| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০১

বড় বিলাই বলেছেন: টিকিট ছাড়া এত ভূত দেখছেন ক্যান, এইবার জরিমানা দেন।

২৫ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৫৪

~স্বপ্নজয়~ বলেছেন: অ্যাঁ ... আপনারে জরিপানা দিতে হপে? আইচ্ছা ... ছোট একটা ভুত পাঠায় দিবানে ;)

১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০৭

আলিম আল রাজি বলেছেন: বুই পাইচি!

২৫ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:০৮

~স্বপ্নজয়~ বলেছেন: ভালু হইছে :D :D

১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:১৯

জুন বলেছেন: জানো জয় বিদেশে অনেক বাসা যেগুলো একটু রিমোট সেগুলো বেশীরভাগই হন্টেড হাউস। আমি এ বিষয়ে অনেক রিয়েল ছবি দেখেছি। ভয়ই লাগে ঐ রকম বাসায় থাকার কথা ভাবলে।
খুব সুন্দর লিখেছো।
১২ নং পিলাচ ডর দেখানোর জন্য :P

২৫ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:১৪

~স্বপ্নজয়~ বলেছেন: তুমারে ডর দেখামু আমি? কি যে কও, তুমি সেই পিরামিডের ভুত দেখা পাবলিক :P :P

১৫| ১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৩০

সায়েম মুন বলেছেন: বিদেশী ভূত দেইখা ভয়ে অস্থির হয়ে গেলাম। :|

২৫ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:১৫

~স্বপ্নজয়~ বলেছেন: খাটের নীচে আশ্রয় নেন :| :|

১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৩

ডেইফ বলেছেন: ২য় কাহিনীটা দারুন লাগলো।

২৫ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:২৫

~স্বপ্নজয়~ বলেছেন: বলেন কি? :|

১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪১

সুরঞ্জনা বলেছেন: অনেক সময় অনেক ঘটনার কোন ব্যখ্যা খুজে পাওয়া যায়না।
ভালো লাগলো পোস্টটি।

আমি পেত্নির পোস্ট লিখুম ঠিক কর্ছি। :D

২৫ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:২৬

~স্বপ্নজয়~ বলেছেন: লেখো তাত্তারি আফা, অপেক্ষায় বইসা থাকলাম B-) B-)

১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৫২

সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: একটু একটু ভয় পেতে মজাই লাগে ...... হি: হি: ভাল লেগেছে জনাব।

২৫ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:২৭

~স্বপ্নজয়~ বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)

১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১০:১১

শায়মা বলেছেন: বুঝলাম তুমি ভুতের ভয়ে ভীতু একটা মানুষ।:)

২৫ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:২৮

~স্বপ্নজয়~ বলেছেন: আর বলিসনা :(

২০| ২০ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:১৭

অপ্‌সরা বলেছেন: :P

২৫ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:২৮

~স্বপ্নজয়~ বলেছেন: ভূৎ B:-) B:-) B:-)

২১| ২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪৪

নীল ভোমরা বলেছেন: সিডনীতেও ভুতের বাস আছে তাহলে?!

২৫ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:২৯

~স্বপ্নজয়~ বলেছেন: প্রচুর পরিমান :|

২২| ২৩ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:০৫

""শ্রাবণী"" বলেছেন: সিডনীকে তো ভূতের শহর বানিয়ে ফেললেন! :D

২৫ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:২৯

~স্বপ্নজয়~ বলেছেন: আমি বানাই নাই :| উহারা অনেক আগেই মাইগ্রেশন নিছে এইখানে :|

২৩| ২৩ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৯

আলী আরাফাত শান্ত বলেছেন: ভৌতিক ভালো লাগা!

২৫ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৩০

~স্বপ্নজয়~ বলেছেন: হা হা হা ... ধন্যবাদ শান্ত :)

২৪| ২৩ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৮

বাবুনি সুপ্তি বলেছেন: পড়ব না কিন্তু আমি আপনার এই লেখাটা। কারন পড়লেই আমার খবর হয়ে যাবে!

২৫ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৩১

~স্বপ্নজয়~ বলেছেন: সাবধান বাবুনি, সব সময় খাটের নিচে, জানালার পর্দার পিছে, কাবার্ডের মধ্যে ভুত আছে না কি দেখে নিবি :|

২৫| ২৫ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৪১

অদ্বিতীয়া সিমু বলেছেন: #:-S :P

২৫ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৩১

~স্বপ্নজয়~ বলেছেন: ডরাইছেন? খেক খেক খেক :#) :#)

২৬| ২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:০৫

রেজোওয়ানা বলেছেন: ওপস.......... শেষের দুটো আসলেই ভয়ংকর......

২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৩৬

~স্বপ্নজয়~ বলেছেন: তাই না কি আফা? :| :|

২৭| ২৬ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:১২

আসিফ মুভি পাগলা বলেছেন: আমার নিজের একটা কাহিনী বলি । বছর চারেক আগে সকালে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাসায় ফিরছিলাম । রাস্তার পাশে একটা কবরস্থান আছে । তার বিপরীতে আবার একটা বিল্ডিং । আমার সাইজ প্রায় ৬ ফুট ৩ ইঞ্চি । গায়ে ধবধবে সাদা পাঞ্জাবী ও পায়জামা । যেই কবরস্থানের পাশ দিয়ে হেটে যাচ্ছি পাশের বিল্ডিং এর মেয়ে চিৎকার দিয়ে উঠল ভূত ভূত বলে ।

ওই মেয়ে মনে হয় সারাজীবন মনে করবে ফজরের ওয়াক্তে কবরস্থানের আশেপাশে ভূত ঘোরাঘুরি করে

২৭ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৩৮

~স্বপ্নজয়~ বলেছেন: পাইছি একটা ভূৎ :| :| :| :|

২৮| ২৮ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:০২

ঝড়ো হাওয়া বলেছেন: এতো বার ভুত দেখছেন ! আপনেতো বিরাট ভাগ্যবান লোক !!

২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৯

~স্বপ্নজয়~ বলেছেন: বলেন কি? :|

২৯| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৮

শায়মা বলেছেন: কেমন আছো ভীতুভাইয়া?:P

২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৪

~স্বপ্নজয়~ বলেছেন: ভয়ে ভয়ে আছি রে :( :| :|

৩০| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫২

ইউনুস খান বলেছেন: গা ছমছম করা ব্যাপার। শেষের দুটো বেশী ভয়ংকর।


ভূত নিয়ে একটি সত্য ঘটনা.....
ভূত নিয়ে দ্বিতীয় সত্য ঘটনা.....
ভূত নিয়ে তৃতীয় সত্য ঘটনা.....
মানুষ খেকো দানব -ভয়ংকর অভিজ্ঞতা - ১
মানুষ খেকো দানব -ভয়ংকর অভিজ্ঞতা - ২
মানুষ খেকো দানব -ভয়ংকর অভিজ্ঞতা - শেষ পর্ব
রক্তখেকো - ভয়ংকর এক রাক্ষসীর কাহিনী
নারীবেশী ভূতটি দু দাঁত বের করে শুধুমাত্র একবার হাসলো
ভূত নিয়ে চতুর্থ সত্য ঘটনা..... ১ম পর্ব
ভূত নিয়ে চতুর্থ সত্য ঘটনা..... (শেষ পর্ব)
আলৌলিক যত সব ভৌতিকতা - ১
আলৌলিক যতসব ভৌতিকতা - ২
আলৌলিক যতসব ভৌতিকতা ( সম্পূর্ণ )
ভয়ংকর এক রাত
খাঁচার ভিতর অচিন পাখী-ভৌতিক
ভূতাভিযান
ভূতাভিজান - শেষপর্ব
কানাওয়ালা ভূত ধরেছে
ভূত নিয়ে ভূতানি (আমার ভূতবেলা) - ১
ভূত নিয়ে ভূতানি (আমার ভূতবেলা) - ২
ভূত নিয়ে ভূতানি (আমার ভূতবেলা) - ৩
ভূত নিয়ে ভূতানি (আমার ভূতবেলা) - ৪
ভূত নিয়ে ভূতানি (আমার ভূতবেলা) - ৫
....................একটি ভৌতিক রাতের কাবজাব শিৎকার-চিৎকার....................

২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৭

~স্বপ্নজয়~ বলেছেন: খাইছে আমারে :| :|

৩১| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০২

ক্যামেরাম্যান বলেছেন: ভূত য়খন ঘাড় মটকাবে তখন বুঝবেন - হাউ মেনি প‌্যাডিতে হাউ মেনি রাইস B-)

২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৮

~স্বপ্নজয়~ বলেছেন: দোয়া কইরেন দাদা, যেন মেয়ে ভূৎ হয় :!> :!>

৩২| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১১

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: প্রিয়তে নিলাম সরাসরি...আর সাথে + তো আছেই
আমি আবার এই প্যারানরমাল,সুপার ন্যাচারাল জিনিষ ভালো পাই...
হনটেড জিনিষ ভালো লাগে...
ধন্যবাদ

২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৯

~স্বপ্নজয়~ বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা :)

৩৩| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৪

নিলু বলেছেন: এতো বেশি ভয়ের না। আমার সাথে আরো ভয়ংকর ঘটনা ঘটছে।

২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২০

~স্বপ্নজয়~ বলেছেন: বইলা ফেলেন, ডরাইতে ইচ্ছা করে :|

৩৪| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৮

ইউনুস খান বলেছেন: @নিলু তাহলে আরো ভয়ংকর ঘটনার বর্ণনা দেওয়া হোক পোস্ট আকারে। আমরা পড়তে চাই, জানতে চাই।

২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২১

~স্বপ্নজয়~ বলেছেন: আমরা পড়তে চাই, জানতে চাই, ভয় পাইতে চাই :|

৩৫| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৩

নিলু বলেছেন: আচছা দিব।

২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:১৬

~স্বপ্নজয়~ বলেছেন: :)

৩৬| ২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩১

জুন বলেছেন:
এখনো ভুতগুলো আছে নাকি চলে গেছে জয় :-&
পেত্নী হলে ভালো হতো :-P

২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:১৬

~স্বপ্নজয়~ বলেছেন: দোয়া কইরো আফা ;)

৩৭| ২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৩৪

শাহেদ_আহমেদ বলেছেন: ভুতটুত নিয়া ঘটনা আমারো আছে।। কেলাস ফাইভে পড়ার সময়।।

২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:১৮

~স্বপ্নজয়~ বলেছেন: বইলা ফেলেন :)

৩৮| ৩১ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৪৪

জুন বলেছেন: নতুন বছর তোমার জীবনে অনেক অনেক শুভ ঘটনা বহুল হয়ে উঠুক সেই কামনা করছি জয়।

০১ লা জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪১

~স্বপ্নজয়~ বলেছেন: তোমাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ঝুনাফা :)

৩৯| ৩১ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:০৫

সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: হ্যাপি নিউ ইয়ার :)

০১ লা জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪১

~স্বপ্নজয়~ বলেছেন: ধন্যবাদ ... শুভেচ্ছা নতুন বছরের :)

৪০| ৩১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:৩৭

অগ্নিশিখা বলেছেন: হ্যাপি নিউ ইয়ার

০১ লা জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪২

~স্বপ্নজয়~ বলেছেন: নতুন বছরের একরাশ শুভেচ্ছা :)

৪১| ০১ লা জানুয়ারি, ২০১১ রাত ১২:১৩

বড় বিলাই বলেছেন: Happy new year. !:#P !:#P !:#P

০১ লা জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪২

~স্বপ্নজয়~ বলেছেন: হ্যাপ্পি বিলাই ইয়ার আফা :)

৪২| ০১ লা জানুয়ারি, ২০১১ সকাল ৯:৩৬

জিসান শা ইকরাম বলেছেন:
শুভ নববর্ষ :)

০১ লা জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪৩

~স্বপ্নজয়~ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই :)

৪৩| ০১ লা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০২

রিতা ইসলাম বলেছেন: হ্যাপি নিউ ইয়ার :)

০৩ রা জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৪

~স্বপ্নজয়~ বলেছেন: হ্যাপ্পি নিউ ইয়ার :)

৪৪| ০২ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:২১

টানজিমা বলেছেন: "The page you requested was not found"

তাই তো কই, মেলা দিন চোখে পরে না কেন?? :|

পরে ভাবলাম, হয়ত আইডি চেন্জ। জিগাইবার মত কাউরে না পাইয়া শেষ মেশ আমার এক শত্রুরে জিগাইলাম। হেতে খুইজা দেখে যে ঠিকই আছে। তখন ৩৬টা দাত বাইর কইরা কইল "তরে ব্লক করছে"। আর ব্লক করে কেমনে জানা থাকলে আমারে ক, আমিও তরে ব্লক করুম... :|

আপনে আমারে দেক্তারেন্না জানতাম, তাই বলে এইভাবে?? :(( :((
কি ফরাদ ছিল আমার?? :(( :(( আমি কন্টিনিও আপনের পোষ্টে পেলাচ দেই (বিভিন্ন নিক দিয়ে, যেমন এই পোষ্টে চাঁপাবাজ) মন্তব্যও করি। কোন কালের শত্রুতামি আচিল?? :(( :(( X((

০৩ রা জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৫

~স্বপ্নজয়~ বলেছেন: আমি কোনখানে আপনারে ব্লক করলাম? :| :|

৪৫| ০৩ রা জানুয়ারি, ২০১১ দুপুর ১:২৭

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ভুলে আয়া পড়ছি আবার, পলাই :-& :-&

০৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৫

~স্বপ্নজয়~ বলেছেন: :#) :#) :#)

৪৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:৩২

চানাচুর বলেছেন: হেলুসিনেশন একই সাথে দুই বা ততোধিক ব্যক্তির হতে পারে। অর্থাত্‍ দুই বা ততোধিক ব্যক্তি একই সময়ে একই ধরনের ভূত মার্কা কিছু দেখতে পারে। আবার বিভিন্ন সময়ে বিভিন্ন জনের চোখে একই বস্তু বা ব্যাপারই ঘুরিয়ে ফিরিয়ে দেখা দিতে পারে। এগুলো অস্বাভাবিক কিছু না। দুই বা ততোধিক ব্যক্তির হেলুসিনেশন হলে সেটাকে বলে ডিলিউজন। এগুলো বিভিন্ন কারণে হতে পারে। নানারকম গুজব, মাতাল অবস্থা, অতিরিক্ত ওয়ার্কলোড, বদহজম, ডিপ্রশান ছাড়াও বিভিন্ন প্রভাবক মানুষের মনে এসব ঘটনা জন্ম দিতে পারে।
অতিপ্রাকৃত ঘটনার উপর হাবিজাবি মার্কা একটা আর্টিকেল আমি বহুতদিন আগে পড়ে জ্ঞান লাভ করেছিলাম। কিন্তু বিশ্বাস করেন আপনার পোস্ট ছাড়া আমি আর কোনো জায়গাই পাইনি যেখানে এগুলো বলে ভাব মারতে পারি

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:৪৯

~স্বপ্নজয়~ বলেছেন: হা হা হা হা ... জানলাম অনেক কিছু :P :P

৪৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:৩৮

চানাচুর বলেছেন: এই হাবিজাবি জিনিসগুলো আমি মনে প্রাণে বিশ্বাস করি বলেই আজ চোর ছাড়া পৃথিবীর কোনো কিছুকেই ভয় পাইনা আমি :P

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:৪৮

~স্বপ্নজয়~ বলেছেন: ঘুমানোরে আগে খাটের নীচে দেইখেন, আলমারীর ভিতর দেইখেন, ইভেন জানালার পর্দার পিছেও চোর থাকতে পারে ;) ;)

৪৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৪:০২

চানাচুর বলেছেন: আমি চোর বলতে মোবাইল চোরদের ভয় পাই সামান্য।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২৭

~স্বপ্নজয়~ বলেছেন: সামান্য? আমার তো মনে হয় চানাচুর চুরদের ব্যাপক ভুই পায় :P :P

৪৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৪:৩১

দ্যা ডক্টর বলেছেন: ভয় পাইছি।
আমি অতিপ্রাকৃত কিছু বিশ্বাস করি। অনেকবার ভয় পাইছি, এবং ভয় পাওয়ার কারণ পরে ক্লিয়ার হয়েছিল আবার অনেক ঘটনা/কারণ কখনো মেলাতে পারিনি।
আগে যে বাসায় থাকতাম সেটা ছিল ৩র্ড ফ্লোর। বাসাটা ভাড়া বেশি বা অন্য কোন কারণে ৩ তলা ৪ তলা আর উপরের তলা মিলিয়ে শুধু আমরাই ভাড়াটে ছিলাম কিছুদিন, বাকি ফ্লাট গুলো খালি। অনেকসময় বাসায় কেউ না থাকলেও পাশের রুমগুলোতে অদ্ভুদ কিছু আওয়াজ শুনতে পাওয়া যেত। ইভেন বিকেল বেলাতেও খালি ফ্ল্যাটের অন্য প্রান্তে হাঁটার শব্দ, ঘুটঘাট শব্দ পাওয়া যেত। পরে ঐ বাসা ছাড়ার পেছনে ঐ ব্যপারটা কাজ করেছিল।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২৯

~স্বপ্নজয়~ বলেছেন: দুনিয়াতে অনেক বিচিত্র ঘটনা ঘটে রে ভাই :| :|

৫০| ২৫ শে মার্চ, ২০১১ রাত ৩:৪৩

নীরব 009 বলেছেন: শেষের দুটার মধ্যে দ্বিতীয়টা চরম।অনেক আগে পড়েছি এবং প্রিয়তে নিয়েছি।তখন পর্যবেক্ষনে ছিলাম।আজ মন্তব্য করে গেলাম।

আমার পেজে আমন্ত্রন রইল।

ভাল থাকবেন।শুভ রাত্রি।

৫১| ১২ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:০৯

টুমটি বলেছেন: ভয় পেলাম, তবে আমিও কোন কোন সময় ভূত দেখেছি, মনে হলে ভয় পাই।

কেমন আছেন?

৫২| ০৭ ই মার্চ, ২০১২ দুপুর ১:০২

রেজোওয়ানা বলেছেন: টমাস তোমার প্রথম গল্পটা সেদিন "ভুতের গল্প" নামের ফেইসবুকের একটা জনপ্রিয় পেইজে সেদিন শেয়ার করেছে কে জানি, তোমার নাম ছিল অবশ্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.