নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উদ্দেশ্যহীন ব্লগ

অজানা অভিযানে অচিন পথের পথিক

বিবর্তনের সাক্ষী

উদ্দেশ্যহীন

বিবর্তনের সাক্ষী › বিস্তারিত পোস্টঃ

BTCL এর ADSL Internet সম্পর্কে জানতে চাই , ADSL user রা আও্য়াজ দেন

৩০ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৫৮

ADSL সম্পর্কে কিছু তথ্য জানতে চাই।:|



১। Speed কি রকম উঠানামা করে ? :P

২। Unlimited package গুলার কি কোন ডাউনলোড লিমিট আছে বা কোন fair usage policy আছে ? ;)

৩। লাইন কি ঘেকোন সময় পাওয়া ঘায়? লাইন কি হঠাৎ হঠাৎ disconnect হইয়া ঘায় ? X(

৪। বিল ক্যামনে আসে? টি এন্ড টি ফোন বিলের সাথে নাকি আলাদা ? :|

৫। কোন লাইন রেন্ট আছে? প্রতিবার connect/dial করতে কোন call charge লাগে ? X(

৬। প্যাকেজে কি কি ডিভাইস থাকে (ADSL Modem/ External Splitter/ Adapter/ USB Cable/ Ethernet Cable ইত্যাদি ) ? B-)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১১ রাত ২:৪৮

মান্ুষ মরণশীল বলেছেন: http://www.btcl.gov.bd/

২৪ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৮

বিবর্তনের সাক্ষী বলেছেন: [link|http://www.btcl.gov.bd/|] :(

২| ২৪ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:৪১

ভেপু বলেছেন: ১। Speed কি রকম উঠানামা করে ? :P

>>স্পিড উঠানামা করে না।

২। Unlimited package গুলার কি কোন ডাউনলোড লিমিট আছে বা কোন fair usage policy আছে ? ;)
>> কোন ডউনলোড লিমিট নাই।


৩। লাইন কি ঘেকোন সময় পাওয়া ঘায়? লাইন কি হঠাৎ হঠাৎ disconnect হইয়া ঘায় ? X(
>> লাইন সবসময় পাওয়া যায়। আপনার ফোনের কেবলে সমস্যা থাকলে লাইন কেটে যেতে পারে। এই জন্য লাইনম্যান দিয়ে drop cable বদলায়ে নেয়া ভাল। (১০০০-১২০০ টাকা খরচ পড়বে)


৪। বিল ক্যামনে আসে? টি এন্ড টি ফোন বিলের সাথে নাকি আলাদা ? :|
>> বিল টিএনটি ফোন বিলের সাথে আসবে।



৫। কোন লাইন রেন্ট আছে? প্রতিবার connect/dial করতে কোন call charge লাগে ? X(
আলাদা কোন লাইন রেন্ট, call charge নাই।



৬। প্যাকেজে কি কি ডিভাইস থাকে (ADSL Modem/ External Splitter/ Adapter/ USB Cable/ Ethernet Cable ইত্যাদি ) ? B-)
>> উপরের সবগুলাই থাকে।



২৪ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫২

বিবর্তনের সাক্ষী বলেছেন: অনেক Thanks. আগামি মাসে একটা Try করবো। B-)

৩| ২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৬

কুন্তল_এ বলেছেন: এই পোষ্ট থেকে ভেপু ভায়ার পিছে পিছে আমিও এসে পড়ছি। উনার কমেন্ট পড়লাম এবং উনার ১নং পয়েন্টের সাথে একটু দ্বিমত করছি - স্পিড উঠানামা করে তবে সেটায় মন খারাপ হবে না আপনার। আমি ৫১২ কেবি, ১২ গিগা লিমিট প্যাকেজ ইউজ করি। ১০০০ টাকা দেই। আমার গড় স্পিড থাকার কথা ৬৪ কেবিপিএস (বড় বি)। সেখানে আমি সর্বনিম্ন পাই ৫৫ কেবিপিএস (বড় বি)। সর্বোচ্চ পাই ৮০ থেকে ১৩০+ কেবিপিএস (বড় বি)। কারণ, বিটিসিএল অব্যহৃত ব্যান্ডউইদ ইউজারদের মধ্যে ভাগ করে দেয়। ৬৯১ মেগার একটা তেলেগু ছবি ডাউনলোড করতে আমার সাড়ে তিন ঘন্টার মতো লাগছে, তাও দিনের বেলা। ইউজার অনেক কম দেখে এরকম সার্ভিস পাওয়া যায়।

৩ নং ... আপনার পাড়ার লাইনম্যানের সাথে একটু ভাব-ভালবাসা রাখবেন আর চুটাইয়া ডাউনলোডাইবেন। :D

২৬ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:২৫

বিবর্তনের সাক্ষী বলেছেন: থ্যাংকু। :)

৪| ২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:০৫

মান্ুষ মরণশীল বলেছেন: আমি নিতে চাই, কিন্তু নিয়ম জানি না,,,,, বলবেন কি কেউ a to z......

২৬ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৩

বিবর্তনের সাক্ষী বলেছেন: View this link

৫| ২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:১৮

ডেমিয়েন থর্ন বলেছেন: এইখানকার কমেন্ট গুলা পড়েন

২৬ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৩০

বিবর্তনের সাক্ষী বলেছেন: ভাই, TP-Link এর একটা 54Mbps version router +ADSL আছে Ryans -এ। ঐটার পার্ফর্মেন্স কি একই রকম? এইসব Router দিয়ে কি একই সাথে desktop ও Laptop -এ Use করা যায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.