| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
![]()
বাংলাদেশে একটা আইন করা হয়েছিল জনসম্মুখে ধূমপান করলে ৫০ টাকা জরিমানা করা হবে। সেই আইন নিয়েই এবার আমার ছোট পোষ্ট। যেটুকু লিখব সেটা শুধু গল্প নাকি রম্যগল্প হবে বা আদৌ দুটোর কোনটাই হবে কিনা এখনো জানিনা।
১.
প্রচন্ড গরম। সূর্য তার সমস্ত তাপটুকু মনে হয় মাটিতে ঢেলে দিচ্ছে। আনিস মিয়া আজকে বেশি খ্যাপ নেয় নাই। দুপুর বেলা এত রোদে রিকশা চালাতে বড় অস্থির লাগে তাঁর। কয়েকদিন ধরে শরীরটাও ভাল যাচ্ছেনা। গলা থেকে গামছাটা নামিয়ে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে ফেলে তিনি ময়লা শার্টটার বুকপকেটে হাত রাখলেন। তাঁর মুখে হালকা স্বস্তির হাসি ফুটে উঠল। কালকে কেনা বিড়িটা এখনো পকেটে আছে,খাওয়া হয়নি। এখন গাছের ছায়ার বসে আরাম করে টান মারা যাবে। বিড়িটাতে আগুন ধরিয়ে মুখে দেওয়া মাত্র একটা কর্কশ কন্ঠস্বরে কেঁপে ওঠে আনিস মিয়া!
--ওই মিয়া! ভাল-ই তো বইয়া বইয়া বিড়ি ফুকতাছ!
আনিস মিয়া সাধের বিড়িটা মাটিতে ফেলে ধরমর করে রিকশা থেকে নেমে দাঁড়ায়। পুলিশ গুলো কোন কারণ ছাড়া আজকাল বড় ঝামেলা করে। আজকে না জানি ভাগ্যে কি আছে।
--সালাম ছার। ভালা নি? শরীর ভালা?
--আরেব্বাস! কি ভাবছ? খাতির জমায়া কথা কইলেই আমি ও তোমার লগে বিড়ি ফুকুম? তাড়াতাড়ি ৫০ টাকা বাইর কর কইলাম।
--ছার! আমি কি করছি? আমি তো এইহানে রিকশাতে বইসা ছিলাম।
--কি করছ? থানায় নিয়া দুইটা বাড়ি মারলে বুঝবা কি করছ? আমারে চিন? আমি পুলিশ কনন্সটেবল হারুন খান। এক কথার মানুষ। ওই! টাকা বাইর কর। জানস না এখন রাস্তাঘাটে বিড়ি খাইলে ৫০ টাকা দিতে হইব? এইসব মূর্খ রিকশাওয়ালাদের লাইগ্যা দেশটা গোল্লায় গেল গ্যা!
--মাফ করেন ছার! আর বিড়ি খামুনা। খাই-ও নাই। মাত্র টান দিবার লাগছিলাম।
--তোদের মত ছোটলোকরা জীবনেও বিড়ি খাওয়া ছাড়বিনা টাকা না খসাইলে। দে টাকা!
--আইজক্যা খ্যাপ বেশি মারি নাই ছার। হারাদিনে সত্তুর টেহা পাইছি।
--এত কিছু শোনার সময় নাই,বিড়ি খাইছস রাস্তায়,আমারে অহন টাকা দিবি। আর নাইলে জেলে যাবি।
আনিস মিয়ার মন প্রচন্ড খারাপ হয়ে যায়। আজকে এমনিতেই আয়-রোজগার এখনো বেশি হয়নাই। তার উপর এই ঝামেলা। এখন হাতে-পায়ে ধরলে লাভ হতে পারে কিন্তু সেটা করতে আনিস মিয়ার ইচ্ছা করল না। বউটা খুব শখ করে একটা মুখে মাখা পাউডার চেয়েছিল সেটা আর কেনা হবে না আজ। আনিস মিয়া ৫০ টাকা বাড়িয়ে দেয় পুলিশ কনন্সটেবল হারুন খানের দিকে। হারূন খান সন্তুষ্ট চিত্তে সামনে এগিয়ে যায় নতুন শিকারের আশায়। আনিস মিয়া আকাশের দিকে তাকায়। তপ্ত আকাশটা কি একটু মেঘলা এখন? দীর্ঘশ্বাস বেড়িয়ে আসে আনিস মিয়ার বুক চিরে—“আল্লাহ গো আল্লাহ,সব নিয়ম ক্যান গরীবগো লাইগ্যা বানাইছে?”
২.
হারূন খান বেশ চিন্তিত। কয়েকদিন ধরে তাঁর ঘুষ খাওয়া নিয়ে থানায় তোলপাড় চলছে। হয়ত বদলিও হয়ে যেতে পারে অন্য কোথাও। কিন্তু ঢাকায় থাকাটা তাঁর জন্য খুব দরকার। বাড়িতে অসুস্থ স্ত্রী। মেয়েটাও ছোট। বড় সাহেবের সাথে একবার দেখা করা দরকার। যদি বদলিটা ঠেকানো যায়! বড় সাহেবের সাথে দেখা করতে গেলে কিছুতেই খালি হাতে যাওয়া যাবেনা। তাই হারূন খান বড় সাহেবের বাসায় যাওয়ার আগে একটা ফ্রুটিকা আর দুই প্যাকেট বেনসন কিনে নিলেন। হারুন খান ভাল করেই জানেন বড় সাহেবের সবচেয়ে পছন্দের জিনিস সিগারেট। সারাদিন টানতেই থাকেন। সিগারেট কিনতে গিয়ে অনেকগুলো টাকা বেরিয়ে গেল। যাইহোক,টাকা ব্যাপার না—যেই কাজে যাওয়া হচ্ছে সেই কাজ হলেই হয়!
বড় সাহেবের বাসায় কলিংবেল টিপতেই একটা কিশোরী মেয়ে এসে দরজা খুলে দিল। স্যারের কাজের মেয়ে হবে হয়ত! বাসার ভেতর থেকে ঠান্ডা বাতাস আর মিষ্টি সুঘ্রাণ আসছে। বড়লোকি ব্যাপার। কাজের মেয়েটি হারূন খানকে ড্রইংরূমে বসতে দিল। কিছুক্ষন পরে বড় সাহেব ড্রইংরূমে ঢুকামাত্র হারূন খান লাফ দিয়ে সোফা থেকে উঠে দাড়ালেন। স্যারকে দেখে এয়ারকন্ডিসনের হিমেল হাওয়াতেও তিনি কুল কুল করে ঘামতে লাগলেন। স্যারকে যেভাবেই হোক কনভিন্স করতে হবে যেন বদলিটা না হয়!
--স্যার আসসালামু ওয়ালাইকুম। ভাল আছেন?
--ওয়াইকুমআসসালাম। হারূন মিয়া,এত বদনাম রটল কেন তোমারে নিয়া?
--স্যার আমি কিছু করিনাই বিশ্বাস করেন। মানুষের শত্রুর তো অভাব নাই। কে কখন কি রটায়...
--থাম থাম। তোমার জায়গাতে আমি ও ছিলাম একদিন। তা মিয়া ঘুষ খাও ভাল,লুকায়-চুরায় খাইতে পারনা?
--স্যার বেশি তো খাইনা। তারপর্ও লোকজন কথা রটায়। স্যার এ যাত্রায় যদি বদলিটা ঠেকানো যায় স্যার। আপনি আমার মা-বাপ স্যার। একটু দেখেন প্লীজ। বঊটা বার মাস অসুস্থ থাকে। একা রেখে ঢাকার বাইরে যাই কিভাবে?
--ঘুষ খাওয়ার সময় এগুলা তো ভাবনাই। আচ্ছা দেখি কি করতে পারি। তোমাকে স্নেহের দৃষ্টিতে দেখি মিয়া বুঝলা। এই জন্য তোমার ব্যাপারটা দেখব। তা আমার জন্য কিছু আনছ নাকি? তোমার ম্যাডামের জ্বালায় তো সব বাদ দিয়া দিসি।
এই মুহূর্তটার জন্য-ই অপেক্ষা করছিলেন হারূন খান। খুব দ্রুত প্যান্টের পকেট থেকে বেনসনের চকচকে প্যাকেট দুইটা বের করে বড় সাহেবের দিকে বাড়িয়ে দেন তিনি। বড় সাহেবের লোভী চকচকে চোখ দেখে হারূন আনন্দিত হন। তাঁর একবারও মনে পড়েনা সেই গরীব রিকশাওয়ালাটার কথা,যার কাছ থেকে রাস্তায় বিড়ি খাওয়ার অপরাধে তিনি দুইদিন আগে ৫০ টাকা নিয়ে নিয়েছিলেন। মনে পড়বেই বা কেন? ওরা তো ছোটলোক,ছোটলোকদের বিড়ি-সিগারেট খাওয়া মানায় নাকি?
----------------------------------------------------------------------------------
সংবিধিবদ্ধ সত্র্কীকরণঃ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
বাংলাদেশে প্রথম ধূমপানের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির সফল উদ্যেগ নেন জাতীয় অধ্যাপক প্রফেসর ডঃ নুরুল ইসলাম এবং গড়ে তোলেন আধূনিক (আমরা ধূমপান নিবারণ করি) নামক জাতীয় প্রতিষ্ঠান। নিয়মিত ধূমপানে মানুষ ক্যান্সার,হৃদরোগ,প্যারালাইসিস,পচন রোগে বা অন্যান্য জটিল রোগে আক্রান্ত হতে পারেন। তাই অবশ্যই ধূমপায়ীদের ধূমপান বর্জন করতে হবে। ধূমপানের বিরুদ্ধে আইন করার প্রয়োজন এবং তারপর অবশ্যই দেখা দরকার সেই আইনের সঠিক প্রয়োগ সকল শ্রেনী ও পেশার মানুষের মাঝে সমানভাবে হচ্ছে কিনা!
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:০৮
সরলতা বলেছেন: হাহা!
না ভাইয়া,আপনার প্রোপিকটা দেখিনি আমি। আমি ওয়ার্ডেই লিখি,তারপর ব্লগে কপি-পেষ্ট করি।
প্রোপিকে কিন্তু ধূমপানের ব্যাপারটা খুব খেয়াল না করলে বোঝা যাচ্ছেনা।
আস্তে আস্তে ছেড়ে দিন।
২|
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:১৪
আসফি আজাদ বলেছেন: যেটুকু লিখব সেটা শুধু গল্প নাকি রম্যগল্প হবে বা আদৌ দুটোর কোনটাই হবে কিনা এখনো জানিনা - আমার তো মনে হয় অসাধারণ কিছু হয়েছে।
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৩৯
সরলতা বলেছেন: ধন্যবাদ আজাদ ভাই।
ভাল থাকুন। আপনার জন্য শুভকামনা এবং শুভ নববর্ষ!
৩|
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:১৭
আমি সুখ পাখি বলেছেন: ধুম পান স্বাস্হ্যের জন্য ক্ষতিকর।
প্রতিদিন জেনে শুনেই আমি বিষ পান করি।
পোস্ট খুব ভালো লাগলো আপু।
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৪০
সরলতা বলেছেন: সুখ পাখি আমার সব পোষ্ট পড়েন দেখে ভাল লাগছে।
বিষপান করা ধীরে ধীরে ছেড়ে দিন না!
ভাল থাকুন।
৪|
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:১৭
চশমখোর বলেছেন: সচেতনতামূলক পোষ্ট।
পড়ে ভালোই লাগলো।
তবে ছোট্ট একটা প্রবলেম আছে। আমার নাম চশমখোর আর আমি একজন বিড়িখোর।
অনেক চেষ্টা করছিলাম ছেড়ে দেবার। আজ অবধি সফল হতে পারলাম না।
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৪২
সরলতা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাই।
নিশ্চয়-ই পারবেন। আধূনিক এর উদ্যোক্তা অধ্যাপক নূরল ইসলাম নিজেই চেইন স্মোকার ছিলেন। একসময় ২০ বছর পর তিনি ধূমপান ছাড়তে সফল হন।
ভাল থাকুন।
৫|
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:১৮
মাহী ফ্লোরা বলেছেন: অনেক ভাল লিখেছো আপু সোনা।খুব ভাল লাগলো পড়তে।শুভকামনা...
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৪৩
সরলতা বলেছেন: ধন্যবাদ মাহীপু! তোমার কমেন্ট গুলো খুব আদর আদর হয়। :!> :!>
৬|
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:২০
ভুত. বলেছেন: যা লিখেছ তা রম্য হতে পারে না, আপু।
সুন্দরভাবে ফুটিয়ে তুলেছ সমাজের একটা জঘন্য দিক।
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৪৩
সরলতা বলেছেন: ধন্যবাদ ভুতনি।
আমার মনে হয় তুমিই মূল ব্যাপারটা ধরতে পেরেছ।
৭|
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:২৪
জয় রাজ খান বলেছেন: খুব সুন্দর করে গুছিয়ে লিখেছো আপু! অনেক ভাল লাগলো।
ধুমপান মানে বিষপান!! এর জন্য অবশ্যই গনসচেতনতা দরকার।
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৪৪
সরলতা বলেছেন: ধন্যবাদ জয় ভাইয়া!
ধুমপান মানে বিষপান!! এর জন্য অবশ্যই গনসচেতনতা দরকার।--সহমত।
৮|
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:২৭
চেম্বার জজ বলেছেন: গল্প হোক আর গপ্পো হোক-সচেতনতামূলক পোষ্ট।
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৪৪
সরলতা বলেছেন: ধন্যবাদ ভাই।
৯|
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৩৩
তাহিন বলেছেন: আইনটিতে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়নি। প্রাথমিক পর্যায়ে নির্দিষ্ট স্থান যেমন পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। আইন শুধুমাত্র মাত্র অপরাধীদের ধরার জন্য নয়। কিছু আইনের লক্ষ্য থাকে মানুষের কল্যাণ। এ আইনটিও তাই্ এ আইনের মাধ্যমে ধূমপায়ী ও অধূমপায়ীদের দুই জনকে রক্ষার জন্য করা হয়েছে। পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান নিষিদ্ধে ধারা বাস্তবায়নে মানুষের মাঝে সচেতনতা প্রয়োজন। এ জন্য সময় দিতে হবে। তবে এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে যেমন মানুষ বাসে ধূমপান করে না । অনেক প্রতিষ্ঠান ও রেষ্টুরেন্ট হয়েছে যা ধূমপানমুক্ত।
আইনটি একটি অপর অংশ হচ্ছে ধূমপানে উদ্ধুদ্ধকারীদের নিয়ন্ত্রণ করা জন্য। আর তা হলো তামাক কোম্পানি। কোম্পানিগুলো বিজ্ঞাপন এবং প্যাকেটে ও নানা কার্যক্রমের মাধ্যমে মানুষকে ধূমপানে উৎসাহী করছে। কোম্পানিগুলোর উপর চাপ সৃষ্টি করতে হবে। যাতে কোম্পানিগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ হয়।
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৪৮
সরলতা বলেছেন: ভাইয়া আমি আইনের বিপক্ষে লেখাটা লিখিনি।
আইন টা সবার জন্য সঠিকভাবে পালন হচ্ছে না সেটা বলতে চেয়েছি। একজন পুলিশ সমাজের প্রভাবশালী ব্যক্তির হাতে সিগারেট তুলে দিচ্ছেন অথচ গরীব রিকশাওয়ালার থেকে আইন দেখিয়ে টাকা নিয়ে নিচ্ছেন। পার্থক্যটা এখানেই।
পাবলিক প্লেস কি প্রকাশ্য জায়গা না? তবুও আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
ভাল থাকুন।
শুভনববর্ষ!
১০|
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৩৯
আর.এইচ.সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকে .......... গল্পের মাধ্যমে এ ধরনের সচেতনতা বোধ মানুষের মাঝে ছড়ানোর প্রচেষ্টা চালানো যেতে পারে
ভাল থাকবেন .....। এমন লেখা আরও লিখবেন /
শুভকামনা ।
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৪৯
সরলতা বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।
সময় পেলে আমার পুরোনো লেখাগুলো পড়ার অনুরোধ রইল।
শুভকামনা আপনার জন্য!
১১|
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৪৩
আরিফ রুবেল বলেছেন: কলেজে থাকতে ২৭বার চেস্টা করছিলাম সিগারেট ছাইড়া দেওয়ার এরপর গোনা ছাইড়া দিছি মাগার সিগারেট ছাড়বার পারি নাই।
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৫২
সরলতা বলেছেন: চেষ্টা করুন। চেষ্টা বৃথা যাবেনা।
ধন্যবাদ।
১২|
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৪৯
সুনীল রায় বলেছেন: ধূমপান বন্ধ করতে হলে কঠোর আইন করতে হবে। ৫০টাকা জরিমাণা এখনকার দিনে কোন শাস্তিই না। কঠোর আইনের পাশাপাশি তামাক জাতীয় দ্রব্যের উপর ব্যাপক কর বসানো উচিত। একটি বিড়ি বা সিগারেটের সর্বনিম্ন মূল্য ২০টাকা হওয়া উচিৎ।
@লেখক
কনেস্টবল থেকে বড় জোর এসআই পর্যন্ত পদন্নোতি হয়। যারা পুলিশের বদলির মত কাজের সাথে জড়িত সেসব পদে কখনোই কনেস্টবল থেকে পদন্নোতি হয় না।
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৫৫
সরলতা বলেছেন: অবশ্যই কঠের আইন করতে হবে। এবং আইনের প্রয়োগ শুধু গরিবদের উপর হচ্ছে কিনা সেটাও দেখতে হবে।
ভাইয়া লেখককে যা বলেছেন মাথা পেতে নিচ্ছি। কারন লেখক ছোট মানুষ। সে এই ব্যাপার গুলো ঠিক বুঝেনা। কি লিখলে সঠিক হয় বলে দিলে ভাল হয়। আর আমি কিন্তু পদোন্নতির কথা বলিনি,বদলি লিখেছিলাম। যাই হোক,ব্যাপারগুলো আমি ভাল জানিনা। আপনার থেকে জানলে সংশোধন করতে পারব। আশা করি জানাবেন।
ধন্যবাদ।
১৩|
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১০:০৫
রেজা হামিদ বলেছেন: ছাড়া কোন ব্যাপারই না। অনেকবার ছেড়েছি। প্রয়োজনে আবার ছাড়ব।
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১০:০৮
সরলতা বলেছেন: ছাড়তে পারেন শুনে ভাল লাগল হামিদ ভাই। কিন্তু একেবারেই ছেড়ে দেন না।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৪|
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১০:০৮
আমি শুভ্র বলেছেন: ছাড়ার আগে এইটা একটু পড়ে দেখেন
১৫|
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১০:১৬
সরলতা বলেছেন: আপনি একটু নিচের লিঙ্কটা পড়ে দেখেন তারপর কষ্ট করে ছেড়ে দেন।
View this link
ভাইয়া,একটা ছোট্ট কথা বলি,যেটা আসলেই ভাল না,তা বর্জন করতে না পারেন--আপনার ক্ষতি হবে। কিন্তু সবাইকে উৎসাহিত করে অন্যের ক্ষতি করবেন না। আমি আপনাকে ধূমপানের অপকারিতার আরো অনেক লিঙ্ক দিতে পারি আপনি চাইলে।
১৬|
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১০:২০
সরল মানুষ বলেছেন:
ভাল লাগলো গল্পটা,,...গনসচেতনতা মূলক পোষ্ট
সেই ক্লাস নাইন থাইকা শুরু,,,,.... :-<
কতটা বছর হয়ে গেল,,,... এত দিনে অনেক কিছুই শেষ হয়ে গেছে,,,...
ছাড়ার চেষ্টা কোন দিন করা হয়নি,,,... হবেও না,,,...
পোষ্টে+++
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৪১
সরলতা বলেছেন: ছেড়ে দিন না ভাইয়া! অন্তত চেষ্টাটুকু করুন। নাহলে কিন্তু আমি ও আধা নিকের দাবি ছাড়বনা।
পোষ্টে প্লাস দরকার নেই সরল ভাই। যদি পারেন সিগারেট ছেড়ে দিন।
১৭|
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৩২
অন্ধ আগন্তুক বলেছেন:
রম্যটা ভালো হইছে । কিন্তু অপরাধী পক্ষে থাকায় কিছু না বলাটাই সমীচিন !
+++
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৪১
সরলতা বলেছেন: ধন্যবাদ অন্ধ আগন্তক।
১৮|
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৩৫
আমি শুভ্র বলেছেন: @লেখকঃভাই, আমি নিজেও জানি সিগারেট ভালোনা।কিন্তু কি আর করবো ছাড়তে তো পারিনা। যেহেতু পারিনা ,তাই ঐ লেখাটা পড়ে শান্তনা পাই। ভাই আপনি হয়তো একাকীত্ব জিনিসটা বোঝেন না। কিন্তু আমি বুঝি ,সিগারেটই আমার একাকীত্বের একমাত্র সঙ্গী। যারা আমার মত পারেনা আমি তাদের জন্যই ঐ পোস্টটা প্রচার করি। যাইহোক যদি কোনদিন ছাড়তে পারি ব্লগাতো ভাই হিসেবে আপনাকে মিস্টি খাওয়াবো,কথা দিচ্ছি।
(আর আপনি হয়টো জানেননা আপনার এই পোস্টে আমি কিন্তু আগে প্লাস দিয়ে পরে মন্তব্য করছি,কাউকে বলবেন না কিন্তু)
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৪৭
সরলতা বলেছেন: একাকীত্ব দূর করার সমাধান সিগারেট খাওয়া না।
আপনার মিষ্টির প্রতীক্ষায় রইলাম। আর একটা অনুরোধ আবার ও--পোষ্টটা প্রচার না করাই ভাল।
প্লাসের জন্য ধন্যবাদ ভাইয়া। তবে প্লাসের চেয়ে আপনার সিগারেট ছাড়াটা বেশি গুরুত্বপূর্ণ। চেষ্টা তো অন্তত করুন!
১৯|
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৪৯
সাকিন উল আলম ইভান বলেছেন: ভালো লাগলো বন্ধুদের মাঝে আমিই মনে হয় বিরল একজন যে এখন ও এই জিনিস টা ধরেও দেখিনি...........
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৩২
সরলতা বলেছেন: অনেক খুশি হলাম সাকিন ভাইয়া। খুব ভাল লাগল।
২০|
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৪৮
চশমখোর বলেছেন: আমি নিজেও একসময় চেইন স্মোকার ছিলাম।
এখন অনেকটা কমে এসেছে। তবে কোন ব্যাপারে মাথা আউলাইয়া গেলে আবর কেয়েকদিনের জন্য বেড়ে যায়।
তারপরও চেষ্টায় আছি ছেড়ে দেয়ার।
দেখা যাক কি হয়।
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৫২
সরলতা বলেছেন: তাহলে মাথা আউলানো কমান।
নিশ্চয়-ই একদিন শুনবো চশমখোর আর সিগারেট খাননা।
ভাল থাকবেন।
২১|
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:০১
ত্রিনিত্রি বলেছেন: চমৎকার!!!!
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:০৭
সরলতা বলেছেন: ধন্যবাদ ত্রিনিত্রি আপু!
২২|
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:০২
ভুত. বলেছেন: এ্যাই আপু তুমি কি কর? ব্যস্ত না থাকলে মেসেনজারে আসো না, তোমার সাথে কথা বলি। তোমার সাথে গল্প করতে ইচ্ছা করছে।
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:০৮
সরলতা বলেছেন: আচ্ছা আসছি আপু। কিন্তু আজকেও বেশিক্ষণ থাকবনা যে। ঘুম আসছে খুব।
কিন্তু আমার মিষ্টি ভুত আপুটার সাথে গল্প করতে আমার ও ভাল লাগে!
২৩|
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:২৩
সায়েম মুন বলেছেন: লেখাটা বিড়ি খাইতে খাইতে পড়লাম। কোন পাপ করছি কি
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৪০
সরলতা বলেছেন: দীর্ঘক্ষণ ধরিয়া পোষ্ট লিখিয়া আমি-ই পাপ করিয়াছি মনে হয়।
কবির মন্তব্যে কষ্ট পাইলাম।
২৪|
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৩৬
শূণ্য উপত্যকা বলেছেন: গান্জা খা্ওয়া কি বেশী ক্ষতিকর না সিগারেট?
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৪১
সরলতা বলেছেন: ভদকা।
২৫|
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৫৯
স্বাধীকার বলেছেন: বহুবার ছেড়েছি। দৈনিক ১ প্যাকেট(২০টি) লাগে। মা’র মাথা ছুয়েও কাজ হয়নি। পোস্টের বিষয়বস্তু সময়োপযোগী। তবে----গল্প বা অনুগল্পটিতে
কোথায় কোথায় ধুমপান নিষিদ্ধ-সে স্থান গুলোর সাথে সঙ্গতি রক্ষা হয়নি।
কে কে জরিমানা করার ক্ষমতা প্রাপ্ত আইনগত ভাবে, সেখানেও অসঙ্গতি আছে। প্লিজ আগামীতে খেয়াল রাখবেন আশা করি।
১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৭
সরলতা বলেছেন: মা'র মাথা ছোঁয়ার আগে নিজের আত্মবিশ্বাসটুকু বাড়িয়ে নেওয়া দরকার। আশা করি আপনি সফল হবেন।
গল্পতে বোঝাতে চেয়েছি আইনের প্রয়োগ সঠিকভাবে হচ্ছেনা। যে পুলিশ আইন দেখিয়ে ৫০ টাকা নিয়ে নিলেন তিনি-ই আবার সিগারেট তুলে দিচ্ছেন বড় সাহেবের হাতে।
আমি জানি গল্পে কিছু অসংগতি আছে কিন্তু সেটা কোথায় সেটা ঠিক বুঝতে পারছিনা। আমি এই ব্যাপারগুলোতে অজ্ঞ। ভাইয়া কষ্ট করে ভুলগুলো ধরিয়ে দিলে এডিট করে দিব।
ধন্যবাদ। ভাল থাকুন।
২৬|
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১:৫০
একরামুল হক শামীম বলেছেন: হুমমম
১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৮
সরলতা বলেছেন:
২৭|
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ২:০২
রাষ্ট্রপ্রধান বলেছেন: হুক্কা টানোন ভালা না
সংবিধিবদ্ধ সত্র্কীকরণঃ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৯
সরলতা বলেছেন: সংবিধিবদ্ধ সত্র্কীকরণঃ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
শুভ নববর্ষ ভাইয়া আবার ও!
২৮|
১৬ ই এপ্রিল, ২০১১ ভোর ৪:০৫
ডেইফ বলেছেন:
লেখাটা ভাল লাগলো অনেক।
এমন সচেতনতামূলক লেখা আসুক আরও।
১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৯
সরলতা বলেছেন: ধন্যবাদ দাইফ ভাই।
শুভ নববর্ষ!
২৯|
১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:১৯
পটল বলেছেন: বিড়ি খাইলে বুদ্ধি বাড়ে!
১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:০২
সরলতা বলেছেন: এই জন্যেই কি পটল ভাই-এর বুদ্ধি কম?
৩০|
১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৫৬
বৃষ্টিধারা বলেছেন: অনেক ভালো লিখেছ পরীপু .... ![]()
১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:০২
সরলতা বলেছেন: ধন্যবাদ ২০টি আপু।
৩১|
১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:১৬
আরিশ ময়ুখ বলেছেন: সচেতনতা মূলক পোস্ট। একমাত্র স্ট্রং ডিটারমিনেশন ছাড়া সিগারেট বাদ দেওয়া কঠিন, যারা অভ্যস্ত তাদের জন্য। সদিচ্ছা থাকতে হবে।
তুমি, যে আধুনিকের কথা বললে, আমাদের মেডিকেলে সেটা শিবিরের ছায়া সংঘটন। সচেতনতার নামে কেউ যদি কাউকে রাজনীতিক ভাবে ব্যবহার করে,সেটাও কাম্য নয়।
আমি নিজে কাউকে বলতে পারতাম না, ছাড়ার ব্যাপারটা। কারণ নিজেই একসময় প্রচুর খেতাম। এখন নেই,খুব কম। এখন তাই বন্ধুদের মাঝে মাঝে হলেও বলতে পারি
১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:০৬
সরলতা বলেছেন: সহমত ভাইয়া--সদিচ্ছা থাকতে হবে।
আধূনিকের ব্যাপারটা জানতাম না। এটা কি শুধু চিটাগাং মেডিকেলেই এরকম? অবশ্যই সচেতনতার নামে রাজনীতি কাম্য নয়।
আপনি এখন কম খান শুনে ভাল লাগল আরিশ ভাই। আপনার সদিচ্ছার কথাটুকু ছড়িয়ে দিন অন্যদের মাঝে।
শুভকামনা।
৩২|
১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:০৬
অনিক বলেছেন: ভাল লিখেছো। যে কোন প্রকার ধূমপান আমার কাছে অসহ্য এবং বিরক্তিকর।
১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:০৮
সরলতা বলেছেন: শুনে ভাল লাগল দাদা।
আমার কাছে কেন জানি মনে হয় (আমার ধারণা--ভুল হতে পারে) বেশিরভাগ কবি-লেখকরাই ধূমপান করেন। তাই আপনার কথা শুনে খুব ভাল লাগল।
শুভ নববর্ষ দাদা!
৩৩|
১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:১৭
রাজসোহান বলেছেন: ভাব ধরার জন্য বছরে দু একবার টান দেয়া হয় ![]()
১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:২৬
সরলতা বলেছেন: ধূমপানে স্মার্টনেসের কিছু নাই রাজসোহান ভাই। আপনার নতুন লেখাটা সুন্দর হয়েছে।
ভাল থাকুন।
৩৪|
১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:১১
গানচিল বলেছেন: মাঝেমধ্যে দু'একটা সুখ টান না দিলে মগজ ঠিক মত কাজ করেনা।
১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:২০
সরলতা বলেছেন: একটি ক্ষতিকর জিনিসের প্রতি নির্ভরশীলতা কমানো উচিত।
ভাল থাকুন।
শুভনববর্ষ!
৩৫|
১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:১৫
পটল বলেছেন: আমাগের দেশের ডাক্তারদের কি অবস্থা ! আবার আইজকা প্রমাণ হইলু!!
১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:১৯
সরলতা বলেছেন: ক্যান? আমি কি করছি?
৩৬|
১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:২২
পটল বলেছেন:
লেখক বলেছেন: এই জন্যেই কি পটল ভাই-এর বুদ্ধি কম?
প্রেসক্রিপশন উইদাউট এনি এক্সপেরিমেন্ট, জাস্ট টু লিসেন সিঙ্গল সেনটেনস!
১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:২৬
সরলতা বলেছেন: হাহাহা! সিগারেটের অপকারিতা বুঝানোর জন্য আমি আগে সিগারেট খাব?
আপনি সিগারেট খান কিনা জানিনা ভাইয়া,খেলে প্লীজ ছেড়ে দিন। সরলতা কে তো অনেক পঁচান। সেই পঁচানির দাবিতেই বলছি।
দেরিতে শুভ জন্মদিন!
৩৭|
১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:২৭
জারনো বলেছেন:
ধুমপান বিষপান যেনেও যারা একে পরিহার করেনা
তারা জ্ঞাণপাপী।
তাদের বলুন
নেশা খাবি খা,
মারা যাবি যা।
১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৩১
সরলতা বলেছেন: মানুষ অভ্যাসের দাস জারনো ভাই। এই জন্য হয়ত অনেকে চেষ্টা করেও ছাড়তে পারেন না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে আমার ভাইয়া একটা কথা বলে--যেটা আমার খুব পছন্দের--"যে কোন একদিন কঠোর সিদ্ধান্ত নিতে হবে আমি এই কাজ টা আর করব না। কোন কিছু ছাড়তে হলে হুট করেই ছাড়া ভাল"।
শুভ নববর্ষ!
৩৮|
১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:২৯
পটল বলেছেন: খাইয়া টেস্ট করতে পারু।
কেউ যদি কোন জিনিসকে ভালো করে না বুঝে চিকি
সা করবে ক্যামনে!
ভালো কইরা প্র্যাকটিক্যাল কইরা ডাক্তারি কইরু। মানুষের উপকারের সুযোগ পাবা
১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৩৪
সরলতা বলেছেন: পটল ভাইকে আগের কমেন্টে আপনি বলে ফেলছি। মাথায় শর্ট সার্কিট হইছে। এইটা আসলে হয়েছে একটা টান দিতে গিয়ে। এখন তো প্রাক্টিক্যালি বুঝলাম কেমনে ধূমপান বুদ্ধি কমায়!
এবার ধূমপান ছেড়ে দাওয়ার প্রেসক্রিপশন করলাম তোমার জন্য।
৩৯|
১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৩৯
পটল বলেছেন: টুমারে আরো কিচু টিপস পরে দিমুনে।
১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৪১
সরলতা বলেছেন: আচ্ছা।
৪০|
১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৫৬
জারনো বলেছেন: লেখক বলেছেন: মানুষ অভ্যাসের দাস জারনো ভাই।
যে অভ্যাস মানুষকে দাস বানায় কেন আমরা তা হলে সেই অভ্যাস করি?
আপনি জানেন কী ২০২০ সালের মধ্যে মৃত্যু এবং শারীরিক প্রতিবন্ধকতার প্রধান কারণ হবে ধুমপান।
লিংক দেখুনঃ
Click This Link
১৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:১৭
সরলতা বলেছেন: আমি তো জানিনা ভাই কেন মানুষ অভ্যাস করে। আমার পোষ্ট মানুষ কে সচেতন করার জন্য-ই দিয়েছি। আপনার লিংকটি আমার ব্লগে পোষ্ট করে ভাল করেছেন। অনেকেই এটা পড়ে সচেতন হবে।
ধন্যবাদ।
৪১|
১৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৫৬
ফাইরুজ বলেছেন: চমত্কার একটা পোস্ট আপু।আমার মনে হয় তামাকজাত দ্রব্যসামগ্রির উপর উচ্চ কর নির্ধারন করা উচিত।এটার দাম এতটা বাড়ানো উচিত যেন মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়।শুভ নববর্ষ আপু।
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৮:২৭
সরলতা বলেছেন: সহমত ফাইরুজ আপু!
আপু নতুন লেখা দিন।
শুভ নববর্ষ!
৪২|
১৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:০৫
সায়েম মুন বলেছেন: আমারে কুবি কৈয়েন্না। লইজ্জা পাই :!> :#>
জাষ্ট ট্রায়িং টু ডু সামথিং
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৮:২৮
সরলতা বলেছেন: আপনি তো অল রাঊন্ডার সায়েম ভাই। আপনার লেখায় এত্ত এত্ত কমেন্ট যে আমি কমেন্ট করতে ভয় পাই। শুধু অফলাইনে যেয়ে চুপিচুপি পড়ে আসি।
৪৩|
১৬ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০২
মোঃ জুলকার নাঈন বলেছেন: এভাবেই আমরা নিজের ভেতর পশু পুষে অন্যের ক্ষতির চেষ্টায় থাকি। সুন্দর লেখা-- খুব ভাল লেগেছে।
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৮:২৯
সরলতা বলেছেন: ধন্যবাদ জুলকার নাঈন ভাই। গল্পের মূল ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন।
৪৪|
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৩৮
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: খুবিই ভাল পোষ্ট।
আমি ওই বিষ খাইনা।
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৩৮
সরলতা বলেছেন: শুনে ভাল লাগল সকাল ভাই।
ধন্যবাদ আপনাকে।
৪৫|
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১০:০৬
অদৃশ্য সত্তার বাক্যালাপ বলেছেন: অনেক অনেক ভাল লাগল আপু।
অনেকটা ব্যাঙ্গ করেই ধরিয়ে দেয়া মানুষের বিচ্ছিরিতম অভ্যাসটা!
কেউ সিগারেট খেলে আমার যে কেমন কষ্ট লাগে! কাছের মানুষরা খেলে তো কথাই নাই।তবে আমার ফেমিলিতে কেউ বাবা,চাচা মামা-কেউ ধুমপান করেনা-এটা আমার অনেক গর্ব লাগে।
কিছু বন্ধুদের পিছনে লেগে আছি ছাড়ানোর জন্য।ওরা পাত্তাই দেয়না।
ওদের প্রোফাইলে এন্টি স্মোকিং কিছু দিলে ওরা পা্ল্টা লাইক দেয়![]()
ইউ এস এ তে সিগারেটের দাম ১২ডলারের মত,অনেক দাম।তাই মানুষজন কিনতে গেলে হিমশিম খায়।তবে যারা খাওয়ার তারা ঠিকই খায়
।
সব সিগারেটের ফ্যাক্টরিতে বোমা লাগায়ে দিতে পারতাম
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৪২
সরলতা বলেছেন: আপনার ফ্যামিলিতে কেউ সিগারেট খাননা জেনে ভাল লাগল আপু। আমাদের ফ্যামিলিতেও কেউ খাননা। আগে বাবা খেতেন। ১০ বছর হল ছেড়ে দিয়েছেন। বন্ধুদের পিছনে লেগে থাকুন, একদিন ঠিক সফল হবেন।
সিগারেটের ফ্যাক্টরিতে বোমা লাগানোর ব্যাপারটা পছন্দ হল।
ভাল থাকুন আপু।
৪৬|
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১১:২১
ত্রাতুল বলেছেন:
হুম! সুন্দর পোস্ট। তবে রম্য আর সিরিয়াসের মাঝামাঝি হয়ে গেছে! পুরাপুরি রম্য হলেই ভাল হতো! সিগারেটের প্যাকেটে যেমন লেখা থাকে...! ![]()
আইন ফাইন নিয়ে বেশি কথা না বললেও হত, কারণ আইনের ব্যাপারটাতে ঝামেলা আছে। আমি নিজেও তেমন ভাল বুঝি না, বোঝার চেষ্টাও করি নি অবশ্য ঐভাবে; কারণ কখনো ধূমপান করার চিন্তাও মাথায় আসে নি। সেকন্ড হ্যান্ড স্মোকার বলতে যা বোঝায় তা হয়তো অনেকটাই। এটা থেকে মুক্তি পেতে হলে দরকার অনেক বেশি জন-সচেতনতা। আমি নিজে হয়তো পারি আমার কাছের বন্ধু বা আপনজনের অভ্যাস বদলাতে। একদিনে হয়তো হবে না, সময় লাগবে, লাগুক; সদিচ্ছাটাই অনেক কিছু। এভাবে প্রত্যেকেই যদি চেষ্টা করে তাহলে একদিন পরিবর্তন আসতে বাধ্য। আর বোনেরা ভাইদের অভ্যাস দূর করতে পারে আমার মনে হয় চেষ্টা করলেই।
ও আরেকটা কথা, বদলির দায়িত্বে থাকা বড় সাহেব একদিন টহল পুলিশের জায়গায় ছিলেন এইটা কেমন হয়ে গেল! প্রমোশন পেয়ে এত উপরে ওঠা মনে হয় আমাদের পুলিশ বিভাগে হয় না। আমি অবশ্য ঠিক নিশ্চিত না। যাইহোক, এসব কোন ব্যাপার না! এই পোষ্ট পড়ে যদি একজন হলেও ধূমপান ছেড়ে দেন সেটাও অনেক বড় একটা পাওয়া।
অনেক শুভ কামনা রইল, আপু! ![]()
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৪৯
সরলতা বলেছেন: ত্রাতুল ভাইয়া,"আমি নিজে হয়তো পারি আমার কাছের বন্ধু বা আপনজনের অভ্যাস বদলাতে। একদিনে হয়তো হবে না, সময় লাগবে, লাগুক; সদিচ্ছাটাই অনেক কিছু। এভাবে প্রত্যেকেই যদি চেষ্টা করে তাহলে একদিন পরিবর্তন আসতে বাধ্য। আর বোনেরা ভাইদের অভ্যাস দূর করতে পারে আমার মনে হয় চেষ্টা করলেই। "
আপনার কথাটার সাথে সম্পূর্ন সহমত।
কিন্তু গল্প বোঝায় যে একটু ভুল হল। যে পুলিশের কথা বলেছি তিনি কনষ্টেবল ছিলেন। উনার নাম হারূন। বড় সাহেব ভিন্ন লোক। হারূন খান দুইদিন আগে এক রিকশাওয়ালার কাছে ৫০ টাকা নেন বিড়ি খাওয়ার অপরাধে। কিন্তু দুইদিন পরে প্রমোশন না,বদলি ঠেকানোর জন্য যান বড় সাহেবের কাছে এবং তাঁকে বেনসন দিয়ে আসেন খুশি করতে। আইনের প্রয়োগ সমান ভাবে হলনা। পুলিশ নিজেই আইন ভাঙলেন ক্ষমতাশালীকে খুশি করতে। ব্যাপারটা এমন--গরিবদের কাছ থেকে ঠিক-ই টাকা নেওয়া হল কিন্তু বড়লোকেদের আরো সেধে সেধে বলা হচ্ছে--"নেন,সিগারেট নেন"।
আমার এই গল্প লেখার ক্ষেত্রে মনে হয় কোথায় জানি একটা ব্যর্থতা আছে--অনেকেই গল্পের মূল ব্যপারটা বুঝতে পারছেন না। আস্তে আস্তে চেষ্টা করব ভাল লেখার।
৪৭|
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১১:২৭
নিভৃত নয়ন বলেছেন: ছোট লেখাঁটিতে একি সাথে সামাজিক সচেতনতা আবার বিভিন্ন শ্রেণীর উপর আইনের পার্থক্য সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৫১
সরলতা বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই।
আপনি মূল ব্যাপারটা ধরতে পেরেছেন তাই ভাল লাগছে।
৪৮|
১৭ ই এপ্রিল, ২০১১ রাত ১:০২
ত্রাতুল বলেছেন:
মন্তব্য বোঝায়ও মনে হয় একটা ভুল হয়েছে!
থাম থাম। তোমার জায়গাতে আমি ও ছিলাম একদিন। তা মিয়া ঘুষ খাও ভাল,লুকায়-চুরায় খাইতে পারনা?
ও আরেকটা কথা, বদলির দায়িত্বে থাকা বড় সাহেব একদিন টহল পুলিশের জায়গায় ছিলেন এইটা কেমন হয়ে গেল! প্রমোশন পেয়ে এত উপরে ওঠা মনে হয় আমাদের পুলিশ বিভাগে হয় না।
গল্প পড়তে এসেতো ভারি বিপদে পড়লাম মনে হয়! ![]()
আর আইন প্রয়োগে পার্থক্যের কথা বলছেন? এটা খুবই গতানুগতিক একটা কথা যেটা মানুষ শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে। আমার মনে হয় এখানকার এমন কোন পাঠক নেই যে এটা বোঝে নি বা ধরতে পারে নি!
এবার কি ঠিক আছে, পণ্ডিত? নাকি আবার কোন ভুল করে ফেললাম?
১৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:১১
সরলতা বলেছেন: না না ঠিক আছে ত্রাতুল ভাই।
তোমার জায়গায় ছিলাম বলতে আসলে ঘুষ খাওয়ার কথা বুঝাতে চেয়েছি। যাই হোক,টহল পুলিশ আর কনষ্টেবল এক কিনা আমি আসলে জানিনা। এই পদের ব্যাপার গুলো যে আমি জানিনা সেটা ১২ এবং ২৫ নং মন্তব্যে বলেছি।
মানুষ কি আমার গল্প পড়েও বিরক্ত হল? জানিনা!
যাইহোক ত্রাতুল ভাই,গল্প নিয়ে কেঊ তেমন মন্তব্য করেননি দেখে ভেবেছিলাম আমি বুঝাতে ব্যর্থ হয়েছি। পাঠকের দোষ দিই-নি,আমার নিজের-ই ব্যর্থতা বলেছি।
সর্বোপরি গঠনমূলক সমালোচনা আমার খুব পছন্দের। নাহলে নিজের ভুল-ত্রুটি গুলো বুঝা যায়না। আমার আগের লেখা ধারাবাহিকে অনেকেই গঠনমূলক সমালোচনা করেছেন। আশা করি আপনি ও আমার ভুল গুলো ধরিয়ে দিবেন।
ধন্যবাদ ত্রাতুল ভাই।
৪৯|
১৭ ই এপ্রিল, ২০১১ রাত ২:৩২
অচেনা রাজ্যের রাজা বলেছেন:
আমি যে চরম বিড়িখোর
১৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:১৭
সরলতা বলেছেন: ছেড়ে দিতে চেষ্টা করুন রাজামশাই। জানি কঠিন কাজ,কিন্তু কষ্ট করলে কেষ্ট মেলে!
সরলতার ব্লগে মন খারাপের ইমো দেওয়া নিষিদ্ধ!
৫০|
১৭ ই এপ্রিল, ২০১১ রাত ২:৩৮
সীমানা পেরিয়ে বলেছেন: +++
১৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:২০
সরলতা বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ সীমানা পেরিয়ে।
৫১|
১৭ ই এপ্রিল, ২০১১ রাত ২:৪৯
মেঘ_মেঘা বলেছেন: ত্রাতুল ভাইয়া তার মানে সবার গল্পের ভুল ধরে বেড়ায়।
খুব সুন্দর পোষ্ট সরলতা। অনেক ভালো লাগা রেখে গেলাম। আমি তো আর সিগারেট খাই না তাই বলতে পারলাম না ছেড়ে দেবো
১৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:২২
সরলতা বলেছেন: আমি জানতাম মেঘাপু দেরিতে হলেও আসবেন।
আমি ও সিগারেট খাইনা কিন্তু আশেপাশের মানুষদের সিগারেট ছাড়ানোর চেষ্টা করি। তুমি ও কর আপু!
ধন্যবাদ পড়ার জন্য। আপুনির মন ভাল এখন?
৫২|
১৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:২২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পকেটের টাকা নষ্ট করে নিজের ভিতর রোগ টেনে আনার মানে কি কোন সিগারেট খোর বলতে পারেন?
১৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৪
সরলতা বলেছেন: এই প্রশ্নটা আমারও দূর্জয় ভাই!
আসলে সবার সহযোগিতা ও সচেতনতা কাম্য।
৫৩|
১৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৩৮
ত্রাতুল বলেছেন:
হ! খেয়ে দেয়ে আরতো কাজ নেই আমার!
মাফ চাই! ভুল হয়ে গেছে একবার ভুল ধরে!
আবার কে যেন দেখলাম টিটকারি করতাছে! ![]()
১৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৫
সরলতা বলেছেন: নিচে মেঘাপু এর উত্তর দিয়ে গেছে ত্রাতুল ভাই!
ব্লগের সম্পর্ক গুলো এমন-ই মধুর হোক।
শুভকামনা!
৫৪|
১৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১০
আধাঁরি অপ্সরা বলেছেন: আইন তো গরীবের জন্য! বড়লোকের জন্য না!!
যাই হোক! কেমন আছ আপু মনি??
পোস্ট ভালো লাগল! সচেতনতামূলক পোস্টে প্লাস!![]()
১৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৬
সরলতা বলেছেন: ভাল আছি আপু। পরীক্ষা কেমন হচ্ছে?
প্লাসের জন্য থ্যাঙ্কু!
৫৫|
১৭ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৩৭
ৈহমনতী বলেছেন: খুব ভালো লিখছ আপু.।![]()
১৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৭
সরলতা বলেছেন: ধন্যবাদ হৈমন্তী আপু!
৫৬|
১৭ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৩৮
ৈহমনতী বলেছেন: প্লাসাইয়া গেলাম
১৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৭
সরলতা বলেছেন:
৫৭|
১৭ ই এপ্রিল, ২০১১ রাত ১০:২৭
অচেনা রাজ্যের রাজা বলেছেন: আইচ্ছা ওকে আর মন খারাপের ইমো দিমু না.
১৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৮
সরলতা বলেছেন:
৫৮|
১৮ ই এপ্রিল, ২০১১ ভোর ৪:৪৬
মেঘ_মেঘা বলেছেন: ত্রাতুল ভাইয়া রাগ করেন কেন? আপনার সাথে না আমার ভাই বোনের সম্পর্ক? আমি বলবো না তো কে বলবে?
আম্মু অনেক অসুস্থ তাই ভালো লাগে না রে আপু। তুমি ভালো আছো?
১৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৯
সরলতা বলেছেন: আন্টি নিশ্চয়-ই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আপু। তুমি মন খারাপ করোনা।
আমি আছি কোনরকম।
৫৯|
১৮ ই এপ্রিল, ২০১১ ভোর ৫:৩২
অদৃশ্য সত্তার বাক্যালাপ বলেছেন: 
এটা সরলতা আপুটার জন্য।
পেইন্টে আঁকলাম ল্যাপটপের টাচপ্যাড দিয়ে,জানিনা কেমন হয়েছে।
আমার কাছে এটাই সরলতার প্রকাশ।
ভাল থাকবেন আপু,অনেক বেশি ভাল![]()
নববর্ষ গিফট![]()
১৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩৩
সরলতা বলেছেন: আপু! আমার কিচ্ছু বলার ভাষা নাই।
আমি যে কি পরিমাণ খুশি হয়েছি। আজকে সারাদিন ক্লাস করে খুব টায়ার্ড লাগছিল। তোমার গিফট টা দেখে সব ক্লান্তি উড়ে গেছে। আমি এত খুশি আপু আমি বোঝাতে পাচ্ছিনা। আমার দুই মাসের ব্লগ জীবনের সবচেয়ে স্মরনীয় একটা ঘটনা!
আপু আমার তোমাকে কিচ্ছু দেওয়ার নেই। শুধু অনেক অনেক ভালবাসা আর শ্রদ্ধা থাকল তোমার জন্য। তোমার এই উপহার আমার কাছে অনেক কিছু অদৃশ্য আপু!
আজকেইএই ছবিটা আমি ফেইসবুকে প্রফাইল পিকচার করে দিব।
ধন্যবাদ দিবনা আপুনি! খুব কাছের মানুষদের থ্যাঙ্কু বলতে নেই!
৬০|
১৯ শে এপ্রিল, ২০১১ রাত ১২:২৩
রেজওয়ান তানিম বলেছেন: চমৎকার হয়েছে । এটা একটা সার্থক ছোটগল্প । ছোট গল্প বড়ই কঠিন । তার ডেফিনেশন ঠিক করাও কঠিন । তবে আমার বিবেচনায় এটা পারফেক্ট ।
বিড়ি সিগারেট বিষয়ক পোস্ট দেখা মাত্র আমি অতি আনন্দের সহিত ঢুকি, কারণ আমি বিড়ি খাই তা না, কারণ অন্য Click This Link
আমি কিন্তু বিড়ি খাই না
১৯ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৩৭
সরলতা বলেছেন: ধন্যবাদ তানিম ভাই।
আপনার কবিতাটা পড়ে খুব ভাল লাগল। খুব সুন্দর।
বিড়ি খাননা জেনে সত্যি খুব খুশি হলাম।
৬১|
১৯ শে এপ্রিল, ২০১১ সকাল ৭:৩৩
অদৃশ্য সত্তার বাক্যালাপ বলেছেন: আরে!!! আমার আপুটা এত খুশি হয়েছে??![]()
আমার এই ছোট একটা গিফটে সরলতা আপুটা যেভাবে নিল-আমি অনেক খুশি আপি।অনেএএএএএক!
আমি কারো মুখে একটু হাসির কারণ হতে পেরেছি,এটা ভাবতে যে কি ভাললাগছে।থ্যাংকস তোমাকে আপু।উফ! ধন্যবাদ আমিও দিব না![]()
ফেরত নিলাম!!![]()
তুমি যে কতটা ভাল তোমার এই ছোট একটা জিনিসে এত খুশি হওয়াতে বুঝা যায়।
এভাবে লক্ষ্মী হয়ে থাকো আমাদের সাথে।তুমি আমার ছোট না বড় জানিনা।কিন্তু তোমার সাথে তুমি শুরু হল আজকে।ইনশাল্লাহ,সেটা চলবে আরও অনেক অনেকদিন।ভাল থাকো আপু।দেশে ফিরলে কখনও ইনশাল্লাহ দেখাও হবে।সেই আশা রইল।
অনেক অনেক ভালবাসা সরলতাপুটার জন্য।
১৯ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৪০
সরলতা বলেছেন: আপু আমি মনে হয় আগের পোষ্টে বেশি খুশি হয়ে তুমি বলে ফেলেছি।
তুমি-টাই বহাল থাক এখন থেকে তাহলে?
তুমি দেশে ফিরলে অবশ্যই একদিন দেখা হবে। বাংলাদেশের বাইরে বেশিদিন থাকা ভালনা।
৬২|
১৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:০৬
জিসান শা ইকরাম বলেছেন:
১৯ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৪০
সরলতা বলেছেন: কেমন আছেন আঙ্কুল? কোথায় আছেন এখন? যেখানেই থাকুন ভাল থাকুন।
আবারো শুভ নববর্ষ!
৬৩|
১৯ শে এপ্রিল, ২০১১ রাত ৮:০৫
বাল্যবন্ধু বলেছেন: আসেন বিড়ি খাই আর ৫০ টাকা জরিমানা দেই।
১৯ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৪৭
সরলতা বলেছেন: এটি একটি ধূমপান বিরোধী পোষ্ট।
৬৪|
১৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:৩৮
আন্না০০৭ বলেছেন: চমৎকার আপুনির পোস্ট পড়ে যদি ধূমপায়ীরা সচেতন হয়
কেন যে এই সব ফালতু জিনিস মানুষ খায়...।
২০ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৪৩
সরলতা বলেছেন: ধন্যবাদ আন্নাপু।
ভাল থেক।
৬৫|
২০ শে এপ্রিল, ২০১১ রাত ১:৫৭
অদৃশ্য সত্তার বাক্যালাপ বলেছেন: তুমি আমাকে তুমি না বললে আমি ও কিন্তু আবার আপনি শুরু করব!ভেবে দেখো!! ![]()
আর কিছু দেয়ার নাই মানে কি??এই যে তুমি-টা দিলে,আপন করে নিলে এটা কম???
২০ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৪৪
সরলতা বলেছেন: তুমি টা ঐ সুন্দর গিফট টার চেয়ে খুব বেশি বড় না অদৃশ্য আপু।
তোমার জন্য শুভকামনা রইল।
৬৬|
২০ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৪৬
পটল বলেছেন:
বিড়ি ভালোবাসা ও উপকারিতা নিয়ে গবেষনা করতে করতে মানুষের মাথা নষ্টু!
২০ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৪৯
সরলতা বলেছেন: সেটাই পটল ভাই।
৬৭|
২১ শে এপ্রিল, ২০১১ রাত ১২:৪৭
ভিয়েনাস বলেছেন: ধুমপানে বিষপান।
ভালো লাগে ভাবতে আমার আশে-পাশের মানুষ গুলো ধুমপান মুক্ত।
সচেতনামুলক লিখা ,,,,, জনকল্যানে সরলতা
২১ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:২৮
সরলতা বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস আপু।
৬৮|
২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:১৪
পটল বলেছেন:
ডাক্তার, পুলিশ যখন বিড়ি টানে
আর হাসি কে কাকে কি বলে
২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:১৭
সরলতা বলেছেন: ডাক্তাররাও বিড়ি টানে। এটা ঠিক না।
৬৯|
২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:২০
পটল বলেছেন: হাজারবার ঠিক, সঠিক!
টুমি নিজে খাও সেইটা তু বুলি নি!
২১ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:২১
সরলতা বলেছেন:
৭০|
২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৪০
সাইমনরকস বলেছেন: চমৎকার পোস্ট। আমার ব্লগে স্বাগতম।
২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৫৩
সরলতা বলেছেন: ধন্যবাদ সাইমনরকস। যাচ্ছি আপনার ব্লগে।
৭১|
২১ শে এপ্রিল, ২০১১ রাত ৮:০৬
রিয়েল ডেমোন বলেছেন: পটল ভাই বিড়ি ধরাইছি।আসেন আপনিও টাইনা যান।
পাছে যেন আবার সরলতা না দেখে,এমনিতেই আমার প্র পি চেন্জ করার সাথে সাথেই পোষ্টাইয়া আমারে লজ্জায় ফালাইছে।
এখন আবার বিড়ি টানতে দেখলে নীতিবাক্য দেওয়া শুরু করবো।
২১ শে এপ্রিল, ২০১১ রাত ৮:১০
সরলতা বলেছেন: সরলতা মনে হয় একটু বেশি নীতিবাগিস হয়ে যাচ্ছে আজকাল।
সামুতে বিড়ি খাওয়া নিষেধ লেমন ভাই।
৭২|
২১ শে এপ্রিল, ২০১১ রাত ৮:০৮
রিয়েল ডেমোন বলেছেন: বিড়ি না হইলে আবার আমি চিন্তা করতে পারি না।নতুন পোষ্ট লিখতে এক প্যাকেট বিড়ি লাগে
২১ শে এপ্রিল, ২০১১ রাত ৮:১৩
সরলতা বলেছেন: দয়া করে একটা বিড়ি খেয়ে হলেও চারুলতা শেষ করেন ভাই। ঐ ধারাবাহিকটা পড়ার অপেক্ষায় আছি।
একটা বিড়ি! বেশি না!
৭৩|
২১ শে এপ্রিল, ২০১১ রাত ৮:১৩
রিয়েল ডেমোন বলেছেন: আইজকা খন্ড ভাইরে খাইছি...............
আমার নামটা পুরাই খেতাবি কইরা ফেলছে।
সামুতে স্মকিং জোন আছে
২১ শে এপ্রিল, ২০১১ রাত ৮:১৪
সরলতা বলেছেন:
৭৪|
২১ শে এপ্রিল, ২০১১ রাত ৮:১৭
রিয়েল ডেমোন বলেছেন: হ পরের পোষ্টেই চারুলতারে দিয়া দিমু তয় বিড়ি কয়েকটা বেশী টানার অনুমুতি না দিলে খপর আছে।
আইজকাতো নতুন পোষ্ট দিলাম।দেখেন নাই?
২১ শে এপ্রিল, ২০১১ রাত ৮:১৯
সরলতা বলেছেন: না তো দেখি নাই। কিন্তু আজকে তো আপনার ব্লগে গেলাম। যাই দেখে আসি নতুন পোষ্ট।
৭৫|
২১ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৫৯
রিয়েল ডেমোন বলেছেন: ঐ নতুন পোষ্ট লক মারছেন ক্যান?
যতই লক মারেন হিপো সম্পর্কে লেখা দেইখা ফেলছি
কমেন্ট দিতে না পাইরা ১ম ভালো লাগা দিছি।
আমারও একটা বন্ধু আছে নাম রানা।নাদুস নুদুস বইলা ওরে সবাই হিপ্পো(হিপোপটেমিয়া) বইলা ডাকি।
২১ শে এপ্রিল, ২০১১ রাত ১০:০৯
সরলতা বলেছেন: লেখাটা দেখার জন্য-ই দিয়েছি। আর কমেণ্ট কেন লক করে রেখেছি সেটা লেখাটাতেই লেখা আছে।
হিপো ও বেশ নাদুস নুদুস। তাই হিপো বলি।
প্রথম লাইকের জন্য ধন্যবাদ ডেমোন ভাই। রানা ভাইকে নিয়ে একটা পোষ্ট দেন।
৭৬|
২১ শে এপ্রিল, ২০১১ রাত ১০:২১
রিয়েল ডেমোন বলেছেন: আরে রানাকে নিয়ে যেসব মজার ঘটনা আছে সেগুলা শুনলে তো হাসতে হাসতে বারোটা বাইজা যাইবো।
আমি ও আমার বন্ধুরা ২ এ রানাকে নিয়ে ছোট একটু লিখেছি।
ওরে নিয়াও বিশদ লিখবো।
২১ শে এপ্রিল, ২০১১ রাত ১০:২৩
সরলতা বলেছেন:
৭৭|
২১ শে এপ্রিল, ২০১১ রাত ১১:৪০
পটল বলেছেন:
হিপোর
জন্মদিনের শুভেচ্চা
বন্ধু ভালো থাকুক। বন্ধুত্বটা দৃঢ় থাকুক।
২২ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৩
সরলতা বলেছেন: থ্যাঙ্কু পটল ভাই।
হিপোকে বলব তোমার উইশের কথা।
৭৮|
২২ শে এপ্রিল, ২০১১ সকাল ৮:৪৭
সাইমনরকস বলেছেন: সচেতনতামুলক পোস্টের জন্য ধন্যবাদ। ভাল লাগল। আমার ব্লগেও স্বাগতম।
২২ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৪
সরলতা বলেছেন: ৭০ নং কমেন্ট দ্রষ্টব্য।
আমি আপনার ব্লগে যেয়ে কমেন্ট করে এসেছি কিন্তু রিপ্লাই পাইনি।
ধন্যবাদ।
৭৯|
২২ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:১৮
দূর্বাঘাস বলেছেন: আমি সবুজে ধরিত্রী সাজাই, দুপেয়ে দৈত্যরা সেটা নষ্ট করে। আমি প্রতিবাদ করতে পারিনা। কারণ আমি প্রশান্তি চাই, অশান্তি নয়! যারা আমার বুকে দূষণ করে আপনি তাদের টুটি টিপে ধরেছেন আপনার লেখায়। ধন্যবাদ হে সচেতনা, নির্মল করুন এ ধরনীকে আগামী প্রজন্মের তরে. +++
পরীক্ষা ছিল বলে মন্ত্বব্যে বিলম্ব। ক্ষমা প্রত্যাশিত ।
২২ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৬
সরলতা বলেছেন: বাহ! আপনার মন্তব্যটা খুব সুন্দর।
ধন্যবাদ পড়ার জন্য।
৮০|
২২ শে এপ্রিল, ২০১১ রাত ৯:৪০
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: শেষ লেখাটি পড়েছিলাম।
বন্ধু যেখানেই থাকুক ভাল থাকুক।
২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫৭
সরলতা বলেছেন: জানি আপনি লেখাটা পড়েছেন সকাল ভাই। লেখা পোষ্ট করার পরে আপনি আমার ব্লগে এসেছিলেন।
কবিতা পড়ার জন্য এবং শুভকামনার জন্য ধন্যবাদ।
ভাল থাকুন।
৮১|
২২ শে এপ্রিল, ২০১১ রাত ৯:৫৬
চা সিগারেট বলেছেন: ক্ষতিকর ক্ষতিকর।
২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫৮
সরলতা বলেছেন: চা সিগারেট কে আমার কিছু বলার নাই।
৮২|
২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩০
শায়মা বলেছেন: মন্তব্য না নেওয়া কবিতাটা আমার খুব ভালো লেগেছে।
২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫৯
সরলতা বলেছেন: ধন্যবাদ শায়মাপ্পি।
আপনার মন্তব্য বড় পাওয়া।
৮৩|
২৩ শে এপ্রিল, ২০১১ রাত ১০:১৪
ছোট ভাই বলেছেন: খুব সুন্দর লিখেছেন আপু। লেখাটা পড়ে কাদের ওপর যেন ক্ষোভ লাগল।
২৪ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:২৬
সরলতা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ছোট্ট ভাইয়া।
৮৪|
২৪ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:৪২
ছোট ভাই বলেছেন: ধন্যবাদ আপু।
২৪ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:২০
সরলতা বলেছেন:
৮৫|
২৪ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:২০
মাহী ফ্লোরা বলেছেন: আপু কেমন আছো?![]()
২৪ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:২২
সরলতা বলেছেন: ভাল আছি মাহীপু।
৮৬|
২৪ শে এপ্রিল, ২০১১ রাত ৮:০০
ছোট ভাই বলেছেন: আপু আপনি যে একজন ভাল মানুষ সেটা আমার ব্লগেই প্রমাণ করলেন। অনেক ধন্যবাদ আপু।
২৪ শে এপ্রিল, ২০১১ রাত ৮:১১
সরলতা বলেছেন: আরে না ভাইয়া! এখানে ভাল মানুষের কিছু নেই। তুমি মনে হয় জাননা--আমি মেডিক্যালে পড়ি। তোমার পোষ্ট দেখে আমার মনে হয়েছে তোমাকে সাহায্য করাটা আমার দায়িত্ব। আর তাছাড়া তুমি আমার ব্লগে না আসলে আমি মনে হয় তোমার ব্লগে যেতাম না। ফলে পোষ্টটাও পড়া হতনা।
তুমি ঐ সাইটে অটিজম দিয়ে সার্চ দিলেই বইয়ের নাম পাবে।
আমি তোমার ব্লগে গিয়ে তোমার রিপ্লাই দেখে এসেছিলাম। তুমি শুধু শুধু আবার কমেন্ট করলে।
যাইহোক,থ্যাঙ্কু ভাইয়া।
৮৭|
২৫ শে এপ্রিল, ২০১১ রাত ১২:১৫
পাহাড়ের কান্না বলেছেন:
ভালোবাসা কি আমি জানি না।হয়ত ভালোবাসাকে অনুধাবন
করার মত ক্ষমতাই আমার নেই।তবুও আমি ভালোবেসেছি সিগারেট ও ক্ষয়কে।সিগারেটকে ভালোবাসি কারন সে নিজেও পুড়ে এবং আমাকেও পোড়ায়।এই বৈশিষ্ট্য সিগারেটকে মধ্যপন্থী বানিয়ে ফেলে।সে নিজে পুড়ে মানে সে স্বার্থপর নয়।আবার সে আমাকে পোড়ায় মানে সে নিঃস্বার্থ নয়।কি অদ্ভুত!সিগারেট ক্ষয়ের প্রতীক,তাই আমি ক্ষয়ও ভালোবাসি।
------------------ কবি অমিত চক্রবর্তী।।
মনের কথা বলার জন্য কবির প্রতি কৃতজ্ঞ। আর জনসচেতনমূলক পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ।
২৫ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:২২
সরলতা বলেছেন: কবি অমিত চক্রবর্তীর কথাগুলো সুন্দর পাকা ভাইয়া।
সেই কথাগুলো অনুসরনে কিছু লেখার চেষ্টা হয়ত দুঃসাহস হয়ে গেল--
ভালোবাসা কি আমি জানি। ভালোবাসাকে অনুধাবন করার ক্ষমতা আছে দেখেই আমি ভালবেসেছি আমার পরিবারের প্রত্যেকটা আপনজনকে। তাঁদের ভালবাসি কারন তাঁরা আমাকে ভালবাসে,আমাকে বেঁচে থাকার প্রেরণা যোগায় এবং আমিও তাঁদের ভালবাসি এবং তাঁরা আমার থেকে বেঁচে থাকার প্রেরণা পায়। তাঁরা আমাকে ভালবাসে কারণ তাঁরা স্বার্থপর নয়,আবার আমার থেকে তাঁরা বেঁচে থাকার প্রেরণা পায় মানে তাঁরা নিঃস্বার্থ নয়। কি অদ্ভুত! আমার আপনজনেরা আমার বেঁচে থাকার প্রতীক,তাই আমি ও বাঁচতে চাই,বেঁচে থাকতে ভালবাসি। তাই আমি ধূমপান করিনা।
পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
৮৮|
২৫ শে এপ্রিল, ২০১১ রাত ১২:২১
আহমেদ আরিফ বলেছেন:
মাইনাস..বিড়ি ভালা পাই
আসলেই বিড়ি ছাড়া দরকার ![]()
২৫ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:২৪
সরলতা বলেছেন: এত রাগ করে মাইনাস?
শেষের কথাটুকুর বাস্তবায়ন দেখতে চাই।
৮৯|
২৫ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:২৮
রিয়েল ডেমোন বলেছেন: নতুন পোষ্ট দিলাম তো
২৫ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:৩০
সরলতা বলেছেন: পড়েছি অফলাইনে। চারুলতা এবার ও ঝুলায় রেখেছেন দেখে আপনাকে মাইনাস।
৯০|
২৭ শে এপ্রিল, ২০১১ রাত ১:০৯
আলিম আল রাজি বলেছেন: লেখার মাঝে মাঝে ডাক্তার ভাব নিয়ে আসতে পেরেছেন আপু
অনেক ভালো লাগলো।
অফলাইনে পড়েছিলাম। আজ কমেন্ট করলাম ![]()
ভালো থাকুন অন্নেক অন্নেক।
২৭ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৩৫
সরলতা বলেছেন: আলিম আল রাজি আমার লেখা পড়েছেন। আমি ধন্য!
থ্যাংক্স ভাইয়া। তুমি ও ভাল থেক। ভাল করে প্রফের প্রিপারেশন নাও।
৯১|
২৭ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৪২
রোকন রাইয়ান বলেছেন: ভালো লাগলো।
২৮ শে এপ্রিল, ২০১১ ভোর ৪:০৪
সরলতা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৯২|
২৭ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:০৪
সাহাদাত উদরাজী বলেছেন: সমস্ত নেশার জনক বিড়ি সিগারেট।
২৮ শে এপ্রিল, ২০১১ ভোর ৪:০৪
সরলতা বলেছেন: সহমত!
৯৩|
২৮ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫২
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: সে অনেক আগে একবার বন্ধুদের সাথে একটা বিড়ি (গোন্ডলিফ) খেয়েছিলাম শীতের কুয়াশাঘন রাতে। জীবনে প্রথম, একটা টান দিই আর ভাবি মানুষগুলার মাথা আসলেই গেছে। এই বিষ কি ভাবে খায় ? যাক বন্ধুদের ফাঁদে রাতে খেয়ে ঘুমালাম। সকালে উঠে আমার মাত বের হয়না। কথা বলতে গেলেই ব্যথা। এমনকি পানিও খেতে পারিনা। অনেক যন্ত্রনা। পুরা ৩দিন ছিলো। সেই যে বিড়িরে মাইনাস দিলাম আর ধারে কাছেও যাইনাই। আমাদের ঘরের কেউ এই বদাভ্যাসের সাথে নাই। কিন্তু বদমাস দুলাভাইগুলান আসলেই বদমাস। বিড়ি ছাড়েনা। দুঃখে আছি।
২৮ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৭
সরলতা বলেছেন: প্রথম সিগারেট খাওয়ার ঘটনা শেয়ার করায় খুশি হলাম। কিন্তু বিড়ি খেয়ে ব্যথা হল কেন বুঝলাম না।
যাই হোক,দুলাভাইদের বিড়ি ছাড়ানোর চেষ্টা করুন।
ধন্যবাদ।
৯৪|
২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১২:২৮
সরল মানুষ বলেছেন: তালাবদ্ধ কবিতাটা খুব ভাল লেগেছে,,,.. ।
২৯ শে এপ্রিল, ২০১১ সকাল ৮:৫৮
সরলতা বলেছেন: ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে!
ধন্যবাদ সরল ভাই।
৯৫|
০১ লা মে, ২০১১ সকাল ১১:৩৯
ইষ্টিকুটুম বলেছেন: গল্পের আকারে গণসচেতনতামূলক পোস্টটা অনেক ভালো হয়েছে। আপনার যেই কবিতাটি আপনার বন্ধুকে উৎসর্গ করে লেখা; সেটা অসাধারণ একটি লেখা; কথাটি এখানে জানিয়ে গেলাম।
এইরকম আরো লেখা চাই।
সিগারেট এর গন্ধ আমার একেবারে অ-সহ্য!!!!!! জঘন্য লাগে। কত চেনা অচেনা মানুষকে যে ধুমপান ছেড়ে দিতে বলেছি তা গূণে বলা যাবেনা।
০১ লা মে, ২০১১ বিকাল ৪:১৫
সরলতা বলেছেন: সিগারেটের গন্ধ আমার ও অসহ্য লাগে আপু।
ঐ কবিতাটা ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম।
অনেক ভাল থাকুন। শুভকামনা।
৯৬|
১৪ ই মে, ২০১১ সকাল ১০:১৩
চতুষ্কোণ বলেছেন: এই পোস্টে কিছু না বলাই শ্রেয়..
১৪ ই মে, ২০১১ বিকাল ৫:০৬
সরলতা বলেছেন: হাহাহা! বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে।
৯৭|
১২ ই জুন, ২০১১ রাত ১০:২৬
নষ্টছেলে বলেছেন: যেদিন এই ওষ্ঠ ছোঁবে নারীর ওষ্ঠ
সেদিন থেকে এই ওষ্ঠ আর সিগারেট ছোঁবে না।
১২ ই জুন, ২০১১ রাত ১১:২২
সরলতা বলেছেন: ওরে বাবা! তাহলে তো নিঃসঙ্গতায় একশ বছর এবার বাদ দিতে হয় নষ্ট ভাইয়া!
আমি জানি আপনি স্মোক করেন। ভালু না। খুব খারাপ জিনিস। বিড়ি খেলে নারী ওষ্ঠ ছোঁবে কিনা সন্দেহ আছে!
৯৮|
১২ ই জুন, ২০১১ রাত ১১:৩৫
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: নষ্ট ভাইয়ের কমেন্টে ঝাঝা....
এক দফা এক দাবি
১২ ই জুন, ২০১১ রাত ১১:৪১
সরলতা বলেছেন: আমার কমেন্টেও ঝাঝা।
৯৯|
১২ ই জুন, ২০১১ রাত ১১:৪১
সাকিন উল আলম ইভান বলেছেন: ভালো লাগলো ,অনেক গুছিয়ে লিখেছেন .
১২ ই জুন, ২০১১ রাত ১১:৪২
সরলতা বলেছেন: থ্যাঙ্কু ভাইয়া।
১০০|
১২ ই জুন, ২০১১ রাত ১১:৪৮
এ হেলাল খান বলেছেন: জানি বিষ পান করতেছি। তারপরও ছাড়তে পারতেছিনা।
সচেতনতামুলক পোষ্ট। ধন্যবাদ
১২ ই জুন, ২০১১ রাত ১১:৫০
সরলতা বলেছেন: চেষ্টা করেন হেলাল ভাই। মানুষ কি না পারে?
আপনাকেও ধন্যবাদ।
১০১|
২২ শে মার্চ, ২০১২ দুপুর ১:০০
লেজকাটা বান্দর বলেছেন: আরও বড় হবে ভেবেছিলাম।
২০ শে মে, ২০১২ দুপুর ১:৩৮
সরলতা বলেছেন: তখন তো আমি নিজেই ব্লগে ছোট ছিলাম!
১০২|
১৫ ই আগস্ট, ২০১২ রাত ৩:০৪
লেখাজোকা শামীম বলেছেন: খুবই ভালো লেগেছ আপনার লেখাটা ।
Click This Link
১৫ ই আগস্ট, ২০১২ ভোর ৫:৫৫
সরলতা বলেছেন: ধন্যবাদ শামীম।
আপনার লেখাটা আমার আগেই পড়া হয়ে গিয়েছিল।
১০৩|
১৫ ই আগস্ট, ২০১২ ভোর ৬:০৬
সুদীপ্ত কর বলেছেন: সুন্দর
১৬ ই আগস্ট, ২০১২ সকাল ১০:২৪
সরলতা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:০৬
রিয়েল ডেমোন বলেছেন: অবশ্যই ধুমপানে বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলা দরকার।
সহমত
(প্রফাইল পিকটা একটু আগে চেন্জ করলাম আর তার
পরপরই পোষ্ট দিলেন?)