![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেদিন নিযামীর ফাঁসির রায় হল
আমি ভীষণ খুশি !
এক ছদ্মবেশী নারী
চাটগাঁয়ে তার বাড়ি ,
আমার খুশি দেখে জিগায় ব্যঙ্গ করি
নিযামী হত্যা ,লুণ্ঠন করছেন ,
আপনি দেখছেন ???
আমি ? -নাহ !
উত্তরে খুশিতে ডগোমগো
যেহেতু আমি দেখিনি
সেহেতু এ সব গাঁজাকুরি!
বলি কী -আমি তো '৭১ দেখিনি
তাই বলে কি যুদ্ধ বাঁধেনি ?
মিথ্যাকে চাপিয়ে ঘাড়ে ,সত্যকে মেরে ফেলতে চাও ?
তুমি কোথায় ছিলে -আজ ও তা জানো নি ?
৭১ এ যুদ্ধ বেঁধেছিলো ;
৩০ লক্ষ্য নিরপরাধ তাজা প্রাণ
নিঃশেষ হয়েছিল ,
আজ রাজাকারের ফাঁসি
তাই বাংলার মুখে হাসি !
সেদিন বাবার গায়ের শালে লেগেছিল
হাজার হাজার গুলি
ঝাঁপিয়ে নদীতে পড়ে
বেঁচে গিয়েছেন তিনি ,
লঞ্চ ভরা যাত্রীরা আর কেউ তা পারেনি !
তাছাড়া ইতিহাস তো মরেনি !
বাংলার বাতাসে লাশের গন্ধ ভেসে আসে !
পাওনি ?
সাক্ষী বাংলার চাঁদ ,সূর্য , আকাশ ;
সাক্ষী বাংলার বাতাস
সাক্ষী বাংলার রক্তে ভাসা মাটি
বয়ে চলা নদী
তার ছিল রক্তে ভাসা স্রোত !
কালের গর্ভে জমেছে সেই রক্ত
দেখতে চাও ?
তবে তোমার বন্ধ মনের কপাট খোল - !
আমি যুদ্ধ দেখিনি ,
দেখেছি বইয়ের পাতায় ৭১
সর্বহারা নারীর লুণ্ঠিত ইজ্জত
হায়েনার বুটের নীচে অবুঝ শিশুর জীবন;
বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে পড়ে আছে
উদ্দীপনায় তেজদ্দীপ্ত ভাইয়ের নীরিহ লাশ ,
ভাই হারিয়ে বোনের আকাশ ফাটা ক্রন্দন !
এখন দেখি যুদ্ধে বেঁচে যাওয়া মুক্তিযোদ্ধার
চোখের পতিত পালকের নীচে রণক্ষেত্র
যুদ্ধের পটভূমি আঁকা ;
আজ ও ঘোর স্বপ্নের ঘোরে স্ট্যানগান ,মেশিনগানে
ঝাঁঝরা করে হানাদারের বুক
হঠাৎ উল্লাসে কেঁপে ওঠে
বলে জয় বাংলা -জয় বাংলা
কখনও ভেসে আসে কষ্টের আর্তনাদ !
আমি যুদ্ধ দেখিনি ,
দেখেছি এক কোটি বাঙ্গালীর আপন নিবাস ফেলে
পার্শ্বদেশে পলায়নের প্রামাণ্যচিত্র !
আমি যুদ্ধ দেখিনি
দেখেছি "গেরিলা " চলচ্চিত্র ,
"ওরা ১১জন " আবার তোরা মানুষ হ '
আমি যুদ্ধ দেখিনি
পড়েছি "জাহানারা ইমামের ৭১ এর দিন গুলো "
এসবে লেগে আছে ৭১ এর লাল ছোপ ,রক্তের আলপনা
বুকের বা পাশের চিনচিন ব্যথা !
আমি তাই আপন মনে যুদ্ধ রচনা করি
টগবগে রক্ত এবার যুদ্ধে নামে আমার শিরার ভিতর
যেন আমি রণাঙ্গনে আছি ,
বুলেটের আঘাতে চিহ্ন ভিন্ন করি নরপশুদের মুণ্ডু ;
বোনের নরম গালে ঐ নরপিশাচের হাত আমি
এক মোচড়ে ভেঙ্গে করি চুরমার,
গালের চড়ে খসে পড়ে ছাপোষা রাজাকারের দাঁত
ফিনকি দিয়ে রক্ত ছুটে;
বুঝেছি ,এ রক্ত মানুষের নয় !
০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:৩১
শরতের ছবি বলেছেন: আপনার মন্তব্য আমাকে উজ্জেবিত করে ।অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে ।
২| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১২:০২
রায়হানুল এফ রাজ বলেছেন: খুব ভালো লাগলো আপনার কবিতা। কেউ না এলে তো একলা চলতে হয়। তাই পশুর চেয়েও জঘন্য মানুষদের বিরুদ্ধে একলা যুদ্ধে সফল হন।
০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১:১৪
শরতের ছবি বলেছেন: আপনি ঠিক বলেছেন ভাই । আপনাকে স্বাগতম ।
৩| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১২:২৩
বাকরখানি বলেছেন: স্বাধীন হওয়ার জন্য কি করা দরকার?
০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১:১৬
শরতের ছবি বলেছেন: আপনি তো এদেশের ই মানুষ । আপনি যে ভাবে ভাবছেন আমি ও সেভাবে ই ভাবছি ।
৪| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:০৮
সিগনেচার নসিব বলেছেন: বাহ ! চমৎকার লাগল
০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:০২
শরতের ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
৫| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:০৩
আহলান বলেছেন: সুন্দর লিখেছেন
০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:০৫
শরতের ছবি বলেছেন: অনেক -অনেক ধন্যবাদ ।
৬| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল আপি
২৮ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫১
শরতের ছবি বলেছেন: অনেক অনেক ধন্যপাতা আপনাকে ।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:২৯
অতৃপ্তচোখ বলেছেন: অসাধারণ লাগলো আপনার একাকী যুদ্ধ রচনা। অসংখ্য শুভেচ্ছা জানাই আপনার এই যুদ্ধকে জানাই স্বাগতম।
" গালের চড়ে খসে পড়ে ছাপোষা রাজাকারের দাঁত
ফিনকি দিয়ে রক্ত ছুঁটে
বুঝেছি এ রক্ত মানুষের নয়!" -আপনার সাথে আমারও বলতে ইচ্ছে করছে ওরা মানুষ ছিলনা, পশুর চেয়েও জঘন্য ছিল ওদের হিংস্রতা।
দারুণ ভালো লিখেছেন ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল। শুভ হোক পথচলা