![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিংকিং সিংকিং ড্রিংকিং ওয়াটার
বাসার পাশে ছিল সরকারী কোয়াটার
বিকালে মেয়েরা সব ছাদে গিয়ে উঠত
লক্ষ গোলাপ যেন পৃথিবীতে ফুটত
কখনোবা আড়চোখে কখনোবা সরাসরি
একদিন বাবা করে নির্দেশ কড়াকড়ি
উঠবে না ছাদে তুমি বুঝলে হে পল্টু
ঢিলে হল মগজের স্ক্রু আর বল্টু
কদিন পরেই বাবা বদলাল বাসাটা
ভেঙে গেল শেষমেশ সুপ্ত সে আশাটা
এরপর থেকে ডুবে ডুবে জল খাওয়া খাওয়ি আর হয়নি
হে পল্টু প্রিয়তম কেউ আর কয়নি
২০ শে আগস্ট, ২০১২ সকাল ৮:১৬
মাক্স বলেছেন: বাহ!!!
২| ২০ শে আগস্ট, ২০১২ সকাল ৮:২৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: হাই, স্যার।
২০ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩২
মাক্স বলেছেন: হ্যালো ম্যাডাম
৩| ২০ শে আগস্ট, ২০১২ রাত ১১:৪৬
ferrari_ বলেছেন: দারুন
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০
মাক্স বলেছেন:
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
এই কবিতাটি আগে কেন পড়া হয় নাই। ++++++++
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩
মাক্স বলেছেন: এইতো পড়লেন!!!!
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭
মেহেরুন বলেছেন: হুম!!!!!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
মাক্স বলেছেন:
৬| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০০
ইখতামিন বলেছেন:
৭ম ভালো লাগা.
এখন আর কবিতা লিখেন না কেনো?
০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০২
মাক্স বলেছেন: ভালো লাগা পেয়ে ধন্য হলাম!!
এইটা ভুলে লিখে ফেলছি।
বারবার একই ভুল করা কি ঠিক হবে??
ভালো থাকুন ইখতামিন!!
৭| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯
বোকামন বলেছেন: ৯ম ভালোলাগা
আশা করি শীঘ্রই কেই বলবে ........
ধন্যবাদ
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪০
মাক্স বলেছেন: ক্লাস সিক্সে থাকতে একদিন কি মনে করে যেন লিখসিলাম। দুইহাজার সালের ঘটনা!
আশায় আছি কেউ যেন শীঘ্রই বলে!
৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
ফারজানা শিরিন বলেছেন: পলটু কি এখনো কাউকে পটাতে পারেনি ??? :প
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮
মাক্স বলেছেন: না
৯| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:০৯
রাইসুল নয়ন বলেছেন: আহারে পল্টূ
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩২
মাক্স বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০২
ইমরাজ কবির মুন বলেছেন: বাহ!!!