নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য বলার সৎ সাহস রাখুন :) ফেসবুক-https://www.facebook.com/profile.php?id=100008549558826

সমাজের সব নোংরামি হটিয়ে দেবার জন্য লড়াই চলছে, চলবে , আসুন সুন্দর দেশ গড়ার অঙ্গীকারে শুরু করি প্রতিটা সকাল :)

বিষের বাঁশী

আমি স্বপ্ন দেখি আর দশটা সাধারণ মানুষের মতই , আমি হাসতে ভালবাসি, হাসাতে ভালবাসি . সবার জন্য ভাবতে ভালবাসি , জীবন সহজ না, তবু জীবনটাকেও ভালবাসি , আর জানি একদিন দেশটা বদলে যাবে সুন্দরে - সবাইকে অবাক করে দিয়ে আমরা সপ্নবাজ মানুষগুলো দেখিয়ে দেব -আমরা পারি, পারব ! :) https://www.facebook.com/rifah.sanjida.3

বিষের বাঁশী › বিস্তারিত পোস্টঃ

মেয়েমানুষ এবং বিজ্ঞাপন

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২০

'এখানেই ডট কম' - ইদানিং নতুন একটা বিজ্ঞাপন প্রচার করছে, দেখার পর বেশ অদ্ভুত লাগছিলো , বুঝতে পারছিলাম না বিজ্ঞাপনের সমস্যা কোথায়, আজ আবার দেখার পর বিষয়টা ধরা গেলো - প্রথমেই দেখা যায় নৃত্যরত মেয়েটির ছবি তুলে গোপনে অন্যজন মেয়েটির পরে থাকা পোশাক বিক্রির জন্য 'এখানেই ডট কম' এ আপলোড দেয় এবং সাথে সাথেই পোশাক বিক্রি হয়ে যায় এবং মেয়েটির পরে থাকা পোশাক বদলে যায় !!! দুইটা বিষয় বেশ চিন্তার - ১. তারা কি বোঝাতে চাইছে যে , এই অ্যাপ এর মাধ্যমে অন্যের ব্যবহার্য জিনিষ পত্রও বিক্রি করে দেয়া যাবে ? যার জিনিষ তাকে জিজ্ঞেস না করেই ?? তার মানে এই বিষয় এর লিগ্যালিটি 'এখানেই ডট কম' দিচ্ছে ?? ২.নাকি বোঝাতে চাইলো- মেয়ে মানুষের পোশাক বিক্রির জন্য সেই মেয়ে ত নয়ই, কারোই অনুমতি লাগে না, মন চাইলে তার শরীর থেকে খুলে শুধু 'এখানেই ডট কম' কেন - যেখানে ইচ্ছা সেখানে বিক্রি করে দেয়া যাবে । চাইলে মেয়েটিকেও বিক্রি করে দেয়া যাবে, যতই হোক সে 'মেয়েমানুষ' শুধু মানুষ হলে না হয় কথা ছিল ............ বিজ্ঞাপন নির্মাতাদের অভিনব এবং ডিজিটাল আইডিয়ার জয় হোক...... আমরা বিজ্ঞাপন নির্মাণেও বেশ এগিয়ে আছি তাহলে!! আসুন, মেয়েদের কেনাবেচা শুরু করে এদের ধন্য করি ।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৪৯

খাটাস বলেছেন: যদিও একটু বেশি নেতিবাচক ভাবে চিন্তা করেছেন, তবে বিজ্ঞাপনে নারীকে যেভাবে ব্যবহার হয়- তা আজকাল হয় অতি সভ্য, নয় অতি আদিম।

২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৭

বিষের বাঁশী বলেছেন: আমি নিজে একজন নারী , এবং এইসব ননসেন্স জিনিশ যখন দেখানো হয় তখন একজন মানুষ হিসেবে আমি নিজে কতটা অসহায়বোধ করি সেটা আসলে বোঝানো যাবে না । চিন্তাটা নেতিবাচক কিনা জানি না , এইভাবে চিন্তা না করে বিষয়গুলো সহনীয় করে দেখার কোন উপায় আমার জানা নেই :) , ধন্যবাদ

২| ২৭ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:৩৬

রেইন ফরেস্ট বলেছেন: বিজ্ঞাপনটা দেখিনি।আপনার লেখা পড়ে মনে হল বিজ্ঞাপনটা ফালতু হইছে।

২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৯

বিষের বাঁশী বলেছেন: তাহলে দেখুন এবং জানান আপনার কি মনে হয় :) ধন্যবাদ

৩| ২৭ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:২২

নামহীন যুবক বলেছেন: এত প্যাচ ধরলে তো সমস্যা। কাপড় চেঞ্জ টাই দেখলেন।নতুন পুরাতন কাপড় যে কেনাবেচা করা যায় অই ওয়েবসাইটে,এটা বুঝলেন না?।

I eat rice - এর ট্রান্সলেশন আমি ভাত খাই,আমি খাই ভাত না। এত টু দ্যা পয়েন্ট ধরতে গেলে জীবন তো চলবে না। /:)

২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪১

বিষের বাঁশী বলেছেন: না আমি আসলে প্যাচ ধরার জন্য কিছু দেখি না , যেটা দেখে যা মনে হয় তাই বলি , প্যাচ ধরবার জন্য নিশ্চিতভাবেই অনেক টপিক আছে স্বীকার করি , জানি সবই কেনাবেচা হয় , সেটা সমস্যা না, আমি নিজেও কেনাবেচা করি , সমস্যাটা হচ্ছে -বিজ্ঞাপন নির্মাণ এবং সংশ্লিষ্টদের চিন্তা ভাবনা , বিজ্ঞাপন নির্মাণ একটা ক্রিয়েটিভ ব্যাপার এবং আমাদের দেশে বহু মেধাবী বিজ্ঞাপন নির্মাতা রয়েছেন , বিজ্ঞাপন একটা শক্তিশালী মাধ্যম ও বটে ! অবচেতনভাবেই সমাজ এবং সমাজের মানুষগুলোকে আমরা কিভাবে দেখি , কিভাবে ভাবি সেটা বিজ্ঞাপনেও সমান ভাবে উঠে আসে , তাই এসব যখন দেখানো হচ্ছে - তখন বিজ্ঞাপন নির্মাতা কিভাবে দেখেন এবং ভাবেন সেটাও পরিষ্কার । বিজ্ঞাপনটির অন্যান্য কাজ চমতকার-লকেশান , দৃশ্যধারণ ইত্যাদি .। কিন্তু , বিষয় বা কন্টেন্ট বা কনসেপ্ট এ বিরাট ভুল রয়েছে , ''এত টু দ্যা পয়েন্ট ধরতে গেলে জীবন তো চলবে না। /:)'' - জীবন আসলেই আর চলছে না ভাইয়া , দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে- ধীরে, ধীরে , ধন্যবাদ :)

৪| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩৩

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ধুর মিয়া হুদাই ত্যানা প‌্যাচান, এরচে বহুত সিরিয়াস ইস্যুর বিজ্ঞাপণতো হর-হামেশাই চলছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.