নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য বলার সৎ সাহস রাখুন :) ফেসবুক-https://www.facebook.com/profile.php?id=100008549558826

সমাজের সব নোংরামি হটিয়ে দেবার জন্য লড়াই চলছে, চলবে , আসুন সুন্দর দেশ গড়ার অঙ্গীকারে শুরু করি প্রতিটা সকাল :)

বিষের বাঁশী

আমি স্বপ্ন দেখি আর দশটা সাধারণ মানুষের মতই , আমি হাসতে ভালবাসি, হাসাতে ভালবাসি . সবার জন্য ভাবতে ভালবাসি , জীবন সহজ না, তবু জীবনটাকেও ভালবাসি , আর জানি একদিন দেশটা বদলে যাবে সুন্দরে - সবাইকে অবাক করে দিয়ে আমরা সপ্নবাজ মানুষগুলো দেখিয়ে দেব -আমরা পারি, পারব ! :) https://www.facebook.com/rifah.sanjida.3

বিষের বাঁশী › বিস্তারিত পোস্টঃ

অন্ধকারের গান

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ২:১২

মাথার ভেতর অসহ্য যন্ত্রণা -
কয়েকটা কবিতা আমাকে যখন তখন ডাকছে -
আরও কিছু রাত যাক এমনি এমনি -
ফুলের গন্ধে
তারপর আমি ফিরে যাবো ।

আমাকে রাত জাগিয়ে রাখে কিছু সময় ,
আমাকে মনে করিয়ে দেয় পুড়ে যাওয়া শৈশব -
হ্যাঁ আমার শৈশব , জ্বলে গেছে আগুনে যখন-
একটি তারাও ছিলনা আকাশ জুড়ে
এখন যেমন আছে।

আমি আরও কিছু বলতে চেয়েছি -
ভয় পেয়ে আবার পিছিয়ে গেছি বার বার-
যদি অতীত ফিরে দেখা দেয় -
টুকরো ছেঁড়া পরীক্ষার খাতায়
আমি চুপ থেকেছি মিছিলে।

আবার যদি বৃষ্টি নামে-
আমি ভিজে যাবো এইবার -
কেউ আসুক কিংবা নাই আসুক
মাটির গন্ধের মতন
আমি ছড়িয়ে যাবো চারদিকে ।

আরও কিছু রাত যাক এমনি এমনি -
ফুলের গন্ধে
তারপর আমি ফিরে যাবো।

* (অন্ধকারের গান " নামখানি প্রিয় হুমায়ুন আহমেদ এর একটি উপন্যাস থেকে নেয়া - আমার প্রিয় একটি নাম )

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ।

শুভেচ্ছা :)

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

বিষের বাঁশী বলেছেন: ধন্যবাদ ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.