নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য বলার সৎ সাহস রাখুন :) ফেসবুক-https://www.facebook.com/profile.php?id=100008549558826

সমাজের সব নোংরামি হটিয়ে দেবার জন্য লড়াই চলছে, চলবে , আসুন সুন্দর দেশ গড়ার অঙ্গীকারে শুরু করি প্রতিটা সকাল :)

বিষের বাঁশী

আমি স্বপ্ন দেখি আর দশটা সাধারণ মানুষের মতই , আমি হাসতে ভালবাসি, হাসাতে ভালবাসি . সবার জন্য ভাবতে ভালবাসি , জীবন সহজ না, তবু জীবনটাকেও ভালবাসি , আর জানি একদিন দেশটা বদলে যাবে সুন্দরে - সবাইকে অবাক করে দিয়ে আমরা সপ্নবাজ মানুষগুলো দেখিয়ে দেব -আমরা পারি, পারব ! :) https://www.facebook.com/rifah.sanjida.3

বিষের বাঁশী › বিস্তারিত পোস্টঃ

একজন হিমাদ্রির 'রাং দে বাসান্তি' আর আমাদের লজ্জা

০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৩

রাং দে বাসান্তি- (এই হিন্দি বাক্যটির অর্থ আমি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত- ভাবার্থে - আমাকে হলুদ রঙে রাঙ্গিয়ে দাও )





অনেকেই দেখেছেন ছবিটি , ছবির মূল চরিত্রগুলো



আমাদের দেশের তরুণ-তরুণীদের মতই , নিজেদের জীবন নিয়ে



মেতে থাকা এবং দেশ নিয়ে হতাশার বুলি আওড়ানো একদল তরুণ



কিভাবে দেশের ভেতরে চলতে থাকা 'ভুল সিস্টেমের' শিকারে



পরিণত হয় । যখন দ্রোহ আর বিপ্লবের আগুন চাড়া দিয়ে ওঠে



সেই জ্বলে ওঠা তরুণদের রক্তে -তখন দেশের নোংরা রাজনীতির



খেলায় জীবন দেয় তারা ......রক্তে রঞ্জিত হয় দেশের মাটি ।





আমাদের দেশের সাথে তেমন অমিল নেই , তবে একটা কথা



স্বীকার করতেই হয় , ওদের তরুণেরা রাস্তায় নেমেছে যখনি কোন



গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছে দেশ , যখনি প্রশাসন চেষ্টা করেছে



মৃত্যু কিংবা পাচার এর মত ঘটনা ধামাচাপা দেয়ার , এগিয়ে এসেছে



সেই তরুণেরাই , কিন্তু আমাদের দেশে ?



আমাদের দেশে বিশ্ববিদ্যালয় গুলোতে সাধারণ ছাত্ররা মার খায়



ক্ষমতাসীন দের হাতে , যৌন নিপীডণ চলে অবাধে , চাঁদা-খুন-ধর্ষণ



থেকে শুরু করে এমন কোন অপরাধ নেই যা ক্ষমতাসীন রা করে না,



নির্বাচিত ( এখন তাও নেই ) জনপ্রতিনিধিরা আমাদের ভোটেই



নির্বাচিত হন , আর আমাদের ঘাড়েই চেপে বসে রক্ত চুষতে থাকেন ।



হিমাদ্রিকে মনে আছে ? হিমাদ্রি সেইসব তরুণদের একজন নয় যে



স্বার্থপরের মত নিজেকে নিয়েই ব্যস্ত , যে ' I , ME , MYSELF ' এর



মধ্যে ঘুরপাক খেত না । হ্যাঁ সেই হিমাদ্রি যে মাদকের ভয়াবহতা



থেকে , অন্ধকারের করাল গ্রাস থেকে বাচাতে চেয়েছিল তরুণ সমাজ



কে, প্রতিপক্ষ প্রভাবশালী জেনেও , হুমকি- ধামকি উপেক্ষা করেই



সেই তরুণ স্বপ্ন দেখেছিল তার বয়সী অন্য তরুণ দের আলোর পথে



আনার --- পারেনি হিমাদ্রি , আমাদের এই সমাজে যে স্বপ্ন দেখা বারণ



হিমাদ্রির জন্য আমরা কি করেছি ? কোনদিন রাস্তায় নেমেছি ?



হিমাদ্রিকে যারা খুন করেছে তারা এখনও দিবালোকে ঘুরে বেড়ায় ,



আর বিচার? আমাদের এই দেশে বিচার হয় কেবল ব্লগারদের ,



কটূক্তির , আর খুনিরা ? জামাই আদরে থাকে , ধিক্কার কেবলি



নিজেদের , আমরা মেরুদণ্ডহীন , আমরা ভুলে গেছি প্রতিবাদের ভাষা ,



তাই আমরা একেকজন হিমাদ্রি হতে পারিই নি বরং প্রশ্রয় দিয়ে গেছি



একেকটি খুন , ধর্ষণ ! একেকটি বিপ্লবীর মৃত্যু নাকি জন্ম দেয় নতুন



শত বিপ্লবের - কিন্তু আমাদের দেশে এরকম মৃত্যু আমাদের আরও



মেরুদণ্ডহীন করেছে !!











মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১২

খাটাস বলেছেন: জানি না বিষয় টা। একটু বিস্তারিত বললে ভাল হত বাঁশি আপু।

২| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২০

বিষের বাঁশী বলেছেন: Click This Link - দেখুন

৩| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২৭

বিষের বাঁশী বলেছেন: হিমাদ্রি ( চট্টগ্রাম) মাদকবিরোধী সংগঠন 'শিখর' এ কাজ করত , স্থানীয়

প্রভাবশালী শাহ সেলিম টিপুর হুমকির তোয়াক্কা না করেই এই

সাহসী এ লেভেল এর স্টুডেন্ট হিমাদ্রি মাদক এর মূল উৎখাতে

তৎপর ছিল , দিনটা ২৭ এপ্রিল , ২০১২ ছিল সম্ভবত , হিমাদ্রিকে

পূর্ব পরিকল্পনামত ডেকে এনে বিদেশি কুকুর লেলিয়ে দিয়ে বহুত

ভবনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে খুন করা হয় , আর বিচার

হয়নি আজও

৪| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৪

খাটাস বলেছেন: হুম শেয়ারের জন্য ধন্যবাদ আপু। কিছু তো বলার নাই। হিমদ্রি ভাই ওই পারে ভাল থাকুক।
একটু একটু করে সবাই চেষ্টা করলেই হয়ত অনেক কিছুই বদলাবে।
ভাল থাকবেন আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.