নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য বলার সৎ সাহস রাখুন :) ফেসবুক-https://www.facebook.com/profile.php?id=100008549558826

সমাজের সব নোংরামি হটিয়ে দেবার জন্য লড়াই চলছে, চলবে , আসুন সুন্দর দেশ গড়ার অঙ্গীকারে শুরু করি প্রতিটা সকাল :)

বিষের বাঁশী

আমি স্বপ্ন দেখি আর দশটা সাধারণ মানুষের মতই , আমি হাসতে ভালবাসি, হাসাতে ভালবাসি . সবার জন্য ভাবতে ভালবাসি , জীবন সহজ না, তবু জীবনটাকেও ভালবাসি , আর জানি একদিন দেশটা বদলে যাবে সুন্দরে - সবাইকে অবাক করে দিয়ে আমরা সপ্নবাজ মানুষগুলো দেখিয়ে দেব -আমরা পারি, পারব ! :) https://www.facebook.com/rifah.sanjida.3

বিষের বাঁশী › বিস্তারিত পোস্টঃ

মেয়ে !!

০১ লা মে, ২০১৫ বিকাল ৪:৪৩

হ্যাঁ আমি মেয়ে !
একটা মেয়ে হবে - পানির মত স্বচ্ছ ...ফুলের মত বডই সৌন্দর্য , কেউ টান দিয়ে ছিঁড়ে ফেললেও টুঁ শব্দ করবে না ! চুপচাপ

থাকবে- তার মানে মেয়েটা সুশীলা ! কোনো কথায় প্রতিবাদ করবে না , করলেই সে - নিশ্চয়ই চরিত্রহীন ! মেয়েটা মা-বাবার বাধ্য

হবে , না হলেই - এই মেয়ে তো ফ্যামিলির কন্ট্রোলের বাইরে ! বয়ফ্রেন্ড -প্রেমিক-জামাই যেই হোক সে মেয়েটা কে ইচ্ছামত

অত্যাচার করবে, মেয়ে কিছু বললেই এ তো সংসারী না ! বড় ভাই চাইলেই কিন্তু তোমার বান্ধবীর সাথে প্রেম করার ইচ্ছা

প্রকাশ করতেই পারে, কিন্তু খবরদার ভাই এর বন্ধু দের সামনেও যাওয়া যাবে না !

একটা ছেলে চাইলেই কিন্তু তোমাকে প্রোপোজ করতে পারে, রাজি না হওয়া পর্যন্ত অতিষ্ঠ করে ছাড়বে , কিন্তু তুমি মেয়ে ,

একটা ছেলেকে ভালো লাগলেই সে কথা তাকে বলতে পারো না, বললে - তুমি নির্লজ্জ !

একটা ছেলের রাগ থাকতেই পারে, কিন্তু মেয়েদের না , মেয়েরা ছিঁচকাঁদুনে , ছেলেদের কান্না করতে হয়না !

এমন আরো হাজারো বিষয় ছেলেরা চাইলেই করবে , কিন্তু তুমি না ! তুমি তো 'মেয়ে' !

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.