![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
আজ বিশ্ব নদী দিবস। নদী দিবসে নতুন তথ্য পাবেন নিচের ছবিটিতে। ওরা অপ্রতিরোধ্য। বলা হয় তাদের নয় সচিবের বাসভবন। কে এই নয় সচিব স্থানীয়রা জানে না। এই নয় সচিবের জন্য কয়েক কি:মি: বিদ্যুুৎ এর সংযোগ স্থাপন করা হয়েছে। রাজউকের অনুমতি নেওয়ার দরকার হয়নি ৯ তলা বিল্ডিংয়ে কাজ চলছে। তুরাগ নদীর এই জায়গায় কয়েকবার উচ্ছেদের চেষ্টা হয়েছে। এই সাইন বোর্ডের কাছে এসে সব আটকিয়ে যায়। রাষ্ট্রের সকল আইন ক্ষমতা নাকানিচুবানি খায়
নয় সচিবের বাসভবন মালিক নাকি বাংলাদেশ সচিবালয়। সচিবালয় কি করে তুরাগ নদীর বিশাল জায়গা দখল করে বাসভবন বানায়? আর রাজউক করে কি? বিদ্যুৎ বিভাগ কেন জনবিচ্ছন্ন এলাকায় কয়েক কি:মি: এলাকা বিদ্যুতের লাইন স্থাপন করে সারা রাত বাতি জ্বালিয়ে কাদের নিরাপত্তা দেয়।
কেউ কি জানাতে পারবেন কোন আইনে সচিব ও সচিবালয়ের কর্মকর্তারা নদী দখলের অনুমতি পায়। কেন তাদের অনুমতি লাগে না ভবন তৈরিতে।
আর যদি সাইন বোর্ডটি ভুয়া হয় তবে ভুয়া সাইন বোর্ডের কি এত জোর এদেশে? কয়েক একর নদী দখল বৈধ হয়ে যায় এক সাইন বোর্ডের কারণে।
নদী দিবসের শুভেচ্ছা জানিয়ে ।সচিবালয়ের কেউ থাকলে একটু তাকে তথ্যটা দিন।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭
আখেনাটেন বলেছেন: অাইনের বাণী এখানে নিভৃতে কাঁদে!!!
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০
মলাসইলমুইনা বলেছেন: ভাই, ঝরে পরে মরে ভুত হয়ে যাবার পর আপনি প্রশ্ন করছেন কেমন আছেন ? একাউন্টিবিলিটি বলতে কোনো ব্যাপার কি কখনো আমাদের প্রশাসনে আছে না আদৌ ছিল কখনো ? যার যা ইচ্ছে করে যাচ্ছে | এটাও তেমন | ক্ষমতা আছে ভূমি দখল করছে | খুবই সিম্পল | আইন থাকতেই হবে এটা কোন আইনে লিখা আছে?এ ভাবেইতো দেশ চলছে?
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২১
আহমেদ জী এস বলেছেন: সৈয়দ সাইফুল আলম শোভন,
বুঝতে হবে ওনারা কিম্বা রাজনৈতিক ক্যাডাররাই হলেন দেশের মা-বাপ ।
এ ব্যাপারে সহ-ব্লগার মলাসইলমুইনার মন্তব্যে সহমত ।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আইন এখানে এসেই থমকে দাড়ায়!
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮
ফেরদৌসা রুহী বলেছেন: আইনের প্রয়োগ কি কোনকালেই ছিল?
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯
চাঁদগাজী বলেছেন:
কোন রাজনৈতিক ক্যাডারের কাজ