নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

প্রিয় সঞ্জীব চৌধুরী আমি পরজন্মে বিশ্বাসী নই। শুধু বলি আমি তোমার গান শুনে তুমিই হতে চেয়েছিলাম।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৩

যে রাষ্ট্রে কবি সাহিত্যিক, লেখক, গায়কদের দলীয় পরিচয়ে রাষ্ট্রীয় পদক দেওয়া হয়। কবি সাহিত্যিক, লেখক, গায়করা রাষ্ট্রীয় পদক পাওয়ার লোভ-ক্ষোভ হৃদয়ে পুষে তাদের প্রতিভার বিকাশ ঘটাতে চান। সে রাষ্ট্রে কবি সাহিত্যিক, লেখক, গায়কের জন্ম হয় না। জন্ম হয় তোষামদকারীদের তেল সাহিত্য।

৯০য়ে পোাশকি শাসকগোষ্ঠীর বুলেট,বুট,রাইফেলের বিরুদ্ধে সঞ্জীব চৌধুরী গেয়েছিলেন।

“আমি ঘুরিয়া ফিরিয়া সন্ধান করিয়া
স্বপ্নের অই পাখি ধরতে চাই
আমার স্বপ্নের ই কথা বলতে চাই
আমার অন্তরের কথা বলতে চাই।

গানটি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ব্যাপক সাড়া ফেলে।

বুক টান টান করে রাজপথে দাড়িয়ে মানুষের পক্ষে কথা বলার এই মানুষটিকে অনেকেই ভুল মানুষ বলে ব্যাখ্যা করতে চায়।শুধুই অর্থই জীবনের সবকিছু ভাবা মানুষরা বার বার বলে সঞ্জীব চৌধুরী নিজেকে হত্যা করেছেন।

আমি বিশ্বাস করি সঞ্জীব চৌধুর একজন মানুষ বিশুদ্ধতম শুদ্ধ মানুষ। গায়ক, কবি, নাট্যকার, সাংবাদিক সঞ্জীব চৌধুরীকের মূল্যায়ন করার ক্ষমতা আমাদের, আমার রাষ্ট্রের হয়নি।

মাত্র ৪৪ বছরের জীবনে সঞ্জীবের জীবনে তার কলম কন্ঠ বাংলাদেশের সাংবাদিকতা, গানের যা দিয়েছেন তার একটু কৃতজ্ঞতা স্বীকার করা প্রয়োজন।


১৯ নভেম্বর, ২০০৭ সঞ্জীব চৌধুরী বিদায় নেন। কিন্তু সত্যি কি বিদায় নিতে পারেছেন মানুষের হৃদয় থেকে?

এখনো রাতে যখন কোন এফএম রেডিওতে মাঝে মাঝে যখন সঞ্জীবের গান বাজে তখন রাত জাগা হাজার যুবক যুবতী বিশ্বাস করে সঞ্জীব তাদের কথাই বলছে গানে।

আমি ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে গেলেই ভাবি আমার সাহস দরকার, আর একটু বেশি সাহস। সঞ্জীবের মত সাহস। যে সাহসের জোরে নিজের দেহটা মাটিতে পচে গলে কীটের খাদ্য হওয়া থেকে মানুষের কল্যানে ব্যয় করার জন্য উইল করে দেবার শক্তি দিবে মনে।

প্রিয় সঞ্জীব চৌধুরী আমি পরজন্মে বিশ্বাসী নই। শুধু বলি আমি তোমার গান শুনে তুমিই হতে চেয়েছিলাম। পরজন্ম থাকলে আমি তুমিই হতাম।

#সঞ্জীব_চৌধুরী

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১:২৩

মাআইপা বলেছেন: এমন ত্যাগ সত্যিই বড় সাহসের প্রয়োজন।
অকালে চলে যাওয়া এই গুণীজনের প্রতি রইল শ্রদ্ধা।
“আমি তোমাকেই বলে দেব
কি যে একা দীর্ঘ রাত
আমি হেঁটে গেছি বিরাণ পথে”


আপনার ইচ্ছা ও সৎ সাহস অটুট থাক।
শুভ কামনা রইল।

৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ

২| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৩:১৭

লতিফপুর বহরদার বাড়ী বলেছেন: xxotilll ..vai belif me ajk 2ta post deklam aktar chaite akta marattok ja agehy ami aim korechilam but amr poribar porijonra ,alkabashi amk pagolbole dikkar de geche but ami thme nay karon manusher sheba korar jnno kono post dorkar hoi na.rat 3-4tay ami protidin rat a ber hotam manusher artonnader donni shunte r amr arear manush amk upadi delo ami yaba business kori ?tobu kichu bollam na ALLHA 26 yr age a je position a amk rekeche amr 50 bochor o chakre na kre cholte parbo but dukkoh ta tokon lageh jokon nejar manusher vlor jnno try kore bash kwar mddome.tbe ha ami yaba ne tobe amr good side r jnno ayta ami abuse kre na .onno ra onk onk kichu mne kre yaba kehle ayta hoi oita hoi but ami kno ne kew jodi amk ask krto thle she amk oli dorbesh vabtoh tay kwk kichu bolio na r akn kichute note o kore na just knwldg a raki

৩| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমার প্রিয় বন্ধুদের একজন সঞ্জীবকে প্রকৃত মূল্যায়ণসহ স্মরণ করার জন্য ধন্যবাদ। ওর ১০ম মৃত্যুবার্ষিকীতে আমার ছোট একটা পোস্ট (সাথে নীচে দেয়া দু'টি লিঙ্কসহ) শেয়ার করলাম।
http://www.somewhereinblog.net/blog/KAMAL5648/30219231

৪| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

৫| ১৫ ই জুন, ২০১৮ ভোর ৪:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: উনার লেখা 'আন্তর্জাতিক ভিক্ষুক' গানটি শুনে আমি উনার ভক্ত হয়ে গিয়েছিলাম। আজও শুনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.