নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

আমার বন্ধুর জন্মদিন। শুভ জন্মদিন বন্ধু।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৯

অমিতাভ দাশগুপ্ত জন্মসূত্রে বাড়ি তার ফরিদপুর। আমার এক বন্ধু একবার তার কবিতা পড়ে শুনিয়েছিল। কবিতার নাম “আমার নীরবতা আমার ভাষা”। আমার বন্ধুর কণ্ঠে গালাগালিও আমার অসাধারণ লাগে। যদি তার মতের সাথে আমার তীব্র বিরোধ। রাজনৈতিক আর্দশে সে যা বিশ্বাস করে আমার তাতে সম্মতি নেই। তবুও তাকে আমি এমপি সাব বলে ডাকি। তার বক্তব্য যেদিন সে নিশ্চিত হবে আমার ভোট তার বক্সে যাবে। সেদিন তার দল ক্ষমতায় আসবে।

আমি কপিপেস্ট করা সমাজতন্ত্রে বিশ্বাসী নয়। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এদেশের বিপ্লবীরা এদেশের জনতার ভাষা বুঝবে, মন বুঝবে। মোটা বইগুলোর ভাষায় যতই ভাল ভাল কথা লেখা থাক। বইগুলো আমার মন বুঝার জন্য নয়।

আমার মাথায় অমিতাভ দাশগুপ্তের “আমার নীরবতা আমার ভাষা” কবিতাটি বাদ দিয়ে “শুনুন কমরেডস” কবিতাটা ঢুকে গেল। যদিও আমার বন্ধুর বক্তব্য আমার মত মধ্যবিত্তের ধারনা পুষা মাথায় এই কবিতায় সুড়সুড়ি খাবে। আমি রক্তকে ভয় পাই। তাই খুব বেশি হলে আমি পরিবর্তনের স্বপ্ন দেখতে পারি। পরিবর্তন আসবে না/আনতে পারব না।

হ্যাঁ।
সত্যিই। কবিতাটা মাথায় ঘুরপাক খায়। আমি মাঝে মাঝে সন্ধ্যার আগে নিজের জন্য পড়ি। নিজের মত করে।

শুনুন কমরেডস – অমিতাভ দাশগুপ্ত

সব সময় বিপ্লবের কথা না ব’লে
যদি মাঝে মাঝে প্রেমের কথা বলি—
. আমাকে ক্ষমা করবেন, কমরেডস।
সব সময় ইস্তেহার না লিখে
যদি মাঝে মাঝে কবিতা লিখতে চাই—
. আমাকে ক্ষমা করবেন, কমরেডস।
সব সময় দলের কথা না ভেবে
যদি মাঝে মাঝে দেশের কথা ভেবে ফেলি—
. আমাকে ক্ষমা করবেন, কমরেডস।

মতের মিল না থাকা এমপি সাবের আজ জন্মদিন। শুভ জন্মদিন বিপ্লবী।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


এগুলো ইউনিভার্সেল ভাবনার বাহক নয়, সাময়িক পরিস্হিতির উপরে লেখা পদ্য; এসব পদ্য ভালো লাগার পেছনে হয়তো কারণ আছে।

যাক, যার জন্মদিন, তার জন্য শুভেচ্ছা।

জন্মদিন শব্দটা দেখলে, ব্লগার 'কি করি আজ ভেবে না পাই'এর কথা মনে পড়ে যায়।

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৯

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আপনাকে ধন্যবাদ। গাজী সাব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.