নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

ইলিশ আর ইলিশের কারবারিদের জন্য ভালবাসা।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৭


ইলিশ খাবেন
নাকি চায়না ইলিশ?

ঢাকা টু মাওয়া।
শুধুই ইলিশ খেতে গিয়েছি তা নয়। মাঝে মাঝে রাতে বাসায় ফিরতে ইচ্ছে হয় নি। কখনোবা দেখতে চেয়েছি কত প্রবল ঝড়ের তান্ডব বয়ে যায় পদ্মার বুকে।

জাহাঙ্গীর ভাই বছর ৫/৬ আগে তার সাথে পরিচয়। আমি ফেরির কাছে বসে আছি। বৃষ্টির পানি মাথায় পড়লে আমার মাথা ব্যাথা করে। আমি তাই বৃষ্টি এড়িয়ে চলি। এই রোগটা আমার আগে ছিল না। শহরে এসে ভর করেছে।

বৃষ্টি থেকে মাথা বাঁচাতে গিয়ে এক হোটেলে অবস্থান নিয়েছিলাম। সেখান থেকে জাহাঙ্গীর ভাইয়ের সাথে পরিচয়। সারারাত আমি পার করেছিলাম তার সাথে গল্প করে। তারপর যখনই যেতাম তখনই মাছ বাছাই, কাটাকাটি, রান্না সবকিছুতে তার পাশে দাড়িয়ে গল্প করতাম।

জাহাঙ্গীর ভাই হল। ইলিশ বস।
অর্থাৎ ইলিশের স্বাদ, মান, গুণ আর রান্না নিয়ে তাকে গুরু বলা ছাড়া উপায় নেই।

তার বাড়ি বরিশাল। পেশায় ছিলেন পদ্মায় ইলিশ শিকারি। ইলিশ শিকারি থেকে তিনি চলে আসলেন মাওয়া ঘাটের এক হোটেলের কারিগর হিসেবে।

জাহাঙ্গীর ভাইয়ে আমি ভিন্ন ক্রেতা। সবাই ইলিশ খেতে যায়। আমি তার কাছে যেতাম ইলিশের নাড়িভুরি খেতে। তিনি ইলিশের নাড়িভুড়ি আর বেগুন দিয়ে অসাধারণ রান্না করেন। আমার জন্য ইলিশের নাড়িভুড়ি জমা করে মাঝে মাঝে ফোন দিতেন। চলে আসেন ভাই।

তার ডাক ফেলতে পারিনি আমি কখনোই। তাই পূণিমা বা চাঁদহীন ঘুটঘুটে অন্ধকার রাতে আমি মাওয়া ছুটেছি পদ্মা, ইলিশের স্বাদ আর তার সাথে আড্ডা দিব বলে।

Gobinda Paul Rakhal ছেলেটা যখন ভাল ছিল। তখন তাকে একবার রাত ২টার দিকে ইলিশ খাওয়াতে নিয়ে গিয়েছিলাম মাওয়া ঘাটে। সেই গোবিন্দ এখন আর ভাল নেই। সে আমাকে আগে মত খাওয়ায় না।

তবে যারা মাওয়া ঘাটে ইলিশ খেতে যাবেন তারা খেয়াল রাখবেন। ইলিশ খাচেছন নাকি চায়না ইলিশ খাচ্ছেন। কারণ ৬০টাকা দাম দিয়ে যা বিক্রি হয় মাওয়া ঘাটে তা ইলিশ নয়। সার্ডিন, চৌক্কাকে ইলিশ বলে চালিয়ে দেয়। জাহাঙ্গীর ভাই এই ইলিশকে বলেন চায়না ইলিশ। কেউ কেউ অবশ্য প্ল্যাস্টিক ইলিশও বলে।

তাছাড়া দোকানগুলোর পাশে দাড়ালে যে ইলিশের গন্ধ পান। তা কিন্তু এডিট করা। বেগুন অথবা শুকনা মরিচে কিংবা আপনার ভাতে ঢেলে দেওয়া তেলে যে ইলিশ, ইলিশ গন্ধ পান তা এডিট করা। এই এডিট করা গন্ধ নিয়ে একদিন জানাব।

দলেবলে গেলে পুরো আস্ত ইলিশ কিনে খান। তবেই আসল ইলিশের স্বাদ পাবেন।

কি করে ভাল ইলিশ চিনবেন?

১. লেজ সরু আর পেটটা মোটা । দেখতে নৌকার মত কিছুটা
২. ভালো ইলিশ রূপার মতো ঝকঝক করবে
৩.লেজের উপরের অংশ কিছুটা গোল হবে
৪.স্বাদের ইলিশের ঘাড় মোটা
৫. সমু্দ্রের ইলিশ স্বাদ কম, স্বাদের ইলিশ নদীতে হয়
৬. সারা দেহ রূপালী হলেও স্বাদের ইলিশের কানকা/কানকোর কাছে কিছুটা সোনালী হবে।
৭. চোখ হবে সচছ।
৮. কাটার পর মাছে ভিতরের অংশ সাদা হবে।

জাহাঙ্গীর ভাই। ইলিশের নাড়িভুড়ি দিয়ে বেগুন ভর্তা, নাড়িভুড়ি দিয়ে বেগুন ভাজি, ইলিশের লেজ দিয়ে বেগুনের বিশেষ তরকারী রান্না করেন। তবে তা রান্না করে একদিন রেখে দিতে হয়।

কি করে যাবেন মাওয়া?
গুলিস্থান/বাবুবাজার/পোস্তাগুলা থেকে বাসে।
আর ২০২২ কমলাপুর থেকে ট্রেনে যেতে পারবেন।

তবে যখনই যান। দামাদামী করে খাবেন। ঘাটের ইলিশের যেমন ভরসা নেই। তেমন দামেরও। জিজ্ঞাসা করে খেলে এক দাম, না করলে আর এক দাম।

ইলিশ ধরার নিষিদ্ধ সময় ইলিশ খেতে চাইবেন না। যখনই সময় পান রাতে মাওয়া ঘাটে যান। শান্ত পদ্মা, অশান্ত পদ্মার ঘাটে বসে ইলিশ খান।

আমার আর জাহাঙ্গীর ভাইয়ের রাত দুপুরে আড্ডা হয়। রাজনীতি, অর্থনীতি নিয়ে।
ওমর সানী যে সিনেমা থেকে বিলিন হয়ে গেছে তা নিয়েও।

ইদানিং পদ্মা পাড়ে ইলিশ ভাজাভাজির এই মানুষ পেশা নিয়ে সংকিত। কারণ পদ্মা সেতু হবার পর হয়ত মানুষগুলো আর ক্রেতা পাবে না। তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন। প্রয়োজনে সেতুর খরচ আরো কয়েক কোটি টাকা বেড়ে যাক।

আমি মানুষগুলোর পেশার নিরাপত্তা চাই।
ইলিশ আর ইলিশের কারবারিদের জন্য ভালবাসা।
#ইলিশ খান, #ইলিশ বাচাঁ
ইলিশ খাবেন
নাকি চায়না ইলিশ?

ঢাকা টু মাওয়া।
শুধুই ইলিশ খেতে গিয়েছি তা নয়। মাঝে মাঝে রাতে বাসায় ফিরতে ইচ্ছে হয় নি। কখনোবা দেখতে চেয়েছি কত প্রবল ঝড়ের তান্ডব বয়ে যায় পদ্মার বুকে।

জাহাঙ্গীর ভাই বছর ৫/৬ আগে তার সাথে পরিচয়। আমি ফেরির কাছে বসে আছি। বৃষ্টির পানি মাথায় পড়লে আমার মাথা ব্যাথা করে। আমি তাই বৃষ্টি এড়িয়ে চলি। এই রোগটা আমার আগে ছিল না। শহরে এসে ভর করেছে।

বৃষ্টি থেকে মাথা বাঁচাতে গিয়ে এক হোটেলে অবস্থান নিয়েছিলাম। সেখান থেকে জাহাঙ্গীর ভাইয়ের সাথে পরিচয়। সারারাত আমি পার করেছিলাম তার সাথে গল্প করে। তারপর যখনই যেতাম তখনই মাছ বাছাই, কাটাকাটি, রান্না সবকিছুতে তার পাশে দাড়িয়ে গল্প করতাম।

জাহাঙ্গীর ভাই হল। ইলিশ বস।
অর্থাৎ ইলিশের স্বাদ, মান, গুণ আর রান্না নিয়ে তাকে গুরু বলা ছাড়া উপায় নেই।

তার বাড়ি বরিশাল। পেশায় ছিলেন পদ্মায় ইলিশ শিকারি। ইলিশ শিকারি থেকে তিনি চলে আসলেন মাওয়া ঘাটের এক হোটেলের কারিগর হিসেবে।

জাহাঙ্গীর ভাইয়ে আমি ভিন্ন ক্রেতা। সবাই ইলিশ খেতে যায়। আমি তার কাছে যেতাম ইলিশের নাড়িভুরি খেতে। তিনি ইলিশের নাড়িভুড়ি আর বেগুন দিয়ে অসাধারণ রান্না করেন। আমার জন্য ইলিশের নাড়িভুড়ি জমা করে মাঝে মাঝে ফোন দিতেন। চলে আসেন ভাই।

তার ডাক ফেলতে পারিনি আমি কখনোই। তাই পূণিমা বা চাঁদহীন ঘুটঘুটে অন্ধকার রাতে আমি মাওয়া ছুটেছি পদ্মা, ইলিশের স্বাদ আর তার সাথে আড্ডা দিব বলে।

Gobinda Paul Rakhal ছেলেটা যখন ভাল ছিল। তখন তাকে একবার রাত ২টার দিকে ইলিশ খাওয়াতে নিয়ে গিয়েছিলাম মাওয়া ঘাটে। সেই গোবিন্দ এখন আর ভাল নেই। সে আমাকে আগে মত খাওয়ায় না।

তবে যারা মাওয়া ঘাটে ইলিশ খেতে যাবেন তারা খেয়াল রাখবেন। ইলিশ খাচেছন নাকি চায়না ইলিশ খাচ্ছেন। কারণ ৬০টাকা দাম দিয়ে যা বিক্রি হয় মাওয়া ঘাটে তা ইলিশ নয়। সার্ডিন, চৌক্কাকে ইলিশ বলে চালিয়ে দেয়। জাহাঙ্গীর ভাই এই ইলিশকে বলেন চায়না ইলিশ। কেউ কেউ অবশ্য প্ল্যাস্টিক ইলিশও বলে।

তাছাড়া দোকানগুলোর পাশে দাড়ালে যে ইলিশের গন্ধ পান। তা কিন্তু এডিট করা। বেগুন অথবা শুকনা মরিচে কিংবা আপনার ভাতে ঢেলে দেওয়া তেলে যে ইলিশ, ইলিশ গন্ধ পান তা এডিট করা। এই এডিট করা গন্ধ নিয়ে একদিন জানাব।

দলেবলে গেলে পুরো আস্ত ইলিশ কিনে খান। তবেই আসল ইলিশের স্বাদ পাবেন।

কি করে ভাল ইলিশ চিনবেন?

১. লেজ সরু আর পেটটা মোটা । দেখতে নৌকার মত কিছুটা
২. ভালো ইলিশ রূপার মতো ঝকঝক করবে
৩.লেজের উপরের অংশ কিছুটা গোল হবে
৪.স্বাদের ইলিশের ঘাড় মোটা
৫. সমু্দ্রের ইলিশ স্বাদ কম, স্বাদের ইলিশ নদীতে হয়
৬. সারা দেহ রূপালী হলেও স্বাদের ইলিশের কানকা/কানকোর কাছে কিছুটা সোনালী হবে।
৭. চোখ হবে সচছ।
৮. কাটার পর মাছে ভিতরের অংশ সাদা হবে।

জাহাঙ্গীর ভাই। ইলিশের নাড়িভুড়ি দিয়ে বেগুন ভর্তা, নাড়িভুড়ি দিয়ে বেগুন ভাজি, ইলিশের লেজ দিয়ে বেগুনের বিশেষ তরকারী রান্না করেন। তবে তা রান্না করে একদিন রেখে দিতে হয়।

কি করে যাবেন মাওয়া?
গুলিস্থান/বাবুবাজার/পোস্তাগুলা থেকে বাসে।
আর ২০২২ কমলাপুর থেকে ট্রেনে যেতে পারবেন।

তবে যখনই যান। দামাদামী করে খাবেন। ঘাটের ইলিশের যেমন ভরসা নেই। তেমন দামেরও। জিজ্ঞাসা করে খেলে এক দাম, না করলে আর এক দাম।

ইলিশ ধরার নিষিদ্ধ সময় ইলিশ খেতে চাইবেন না। যখনই সময় পান রাতে মাওয়া ঘাটে যান। শান্ত পদ্মা, অশান্ত পদ্মার ঘাটে বসে ইলিশ খান।

আমার আর জাহাঙ্গীর ভাইয়ের রাত দুপুরে আড্ডা হয়। রাজনীতি, অর্থনীতি নিয়ে।
ওমর সানী যে সিনেমা থেকে বিলিন হয়ে গেছে তা নিয়েও।

ইদানিং পদ্মা পাড়ে ইলিশ ভাজাভাজির এই মানুষ পেশা নিয়ে সংকিত। কারণ পদ্মা সেতু হবার পর হয়ত মানুষগুলো আর ক্রেতা পাবে না। তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন। প্রয়োজনে সেতুর খরচ আরো কয়েক কোটি টাকা বেড়ে যাক।

আমি মানুষগুলোর পেশার নিরাপত্তা চাই।
ইলিশ আর ইলিশের কারবারিদের জন্য ভালবাসা।
#ইলিশ খান, #ইলিশ বাচাঁ

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩১

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: এডিট করা ইলিশের গন্ধ বুঝতে পারলাম না।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৫

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আপনি প্রতিটি দোকানে যখন ইলিশের সময় নয় তখনও ইলিশের গন্ধ পাবেন। এটাই রহস্য

২| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৪

শাহারিয়ার ইমন বলেছেন: ভাই ,এখনো কি খেতে যান ?

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৬

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: তেমন আর হয়ে উঠে না

৩| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫০

চাঙ্কু বলেছেন: আপনার পোষ্ট দেখেই ইলিশ খেতে ইচ্ছা করছে !

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৬

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: খেয়ে ফেলুন

৪| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: ইলিশ মাছ আমার খুব প্রিয়।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৬

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আমারও

৫| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৭

টোনাল্ড ড্রাম্প বলেছেন: মাওয়ার অাশেপাশে কোনো৷ মাছের অাড়ৎ আছে যেখানে ইলিশ পাওয়া যাবে

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: মাছের আড়ৎ আমি চিনি না। তবে নৌকায় কিছু মাছ পাওয়া যায়। কিন্তু আকারে ছোট হয়

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১২

নতুন বলেছেন: Three species of Hilsa shad (A- Tenualosa ilisha : B- Tenualosa toli: C -Hilsa kelee )

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.