![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।
পৃথিবীতে ফ্রি বলে কিছু নেই। হয়তো সত্যিই নেই।
তবে ।
হ্যাঁ, থাইল্যান্ডে বিনামূল্যে যাত্রীদের ট্রেনে ভ্রমণ করতে দেয়। সেই সুযোগ ভ্রমণের ব্যয় কামাতে সহয়তা করবে।
বিনামূল্যে থাইল্যান্ডে ট্রেনে ভ্রমণ।
ভ্রমণ কখন হবে।
যখন মিলবে, অবসর তখন ভ্রমণ।
যদি পর্যাপ্ত টাকা থাকে, তবেই ভ্রমণ।
ভ্রমণ ব্যস্ততার মাঝেও হয়, কম টাকা বা টাকা ছাড়াও ভ্রমণ হয়।
না না টাকা ছাড়া আবার ভ্রমণ হয় কি করে?
যে যাই বিশ্বাস করেন সুযোগ পেলে ভ্রমণ করুন। অথবা না করুন। আমি এই লেখা লিখছি যারা মনে করেন ভ্রমণ মানেই টাকা পয়সা খরচ কমবেশি নয়। ভ্রমণ মানে যেখানে যাবেন সেই স্থায়ী স্বাদের স্বাদ নেওয়া। তারাই আর একটু সময় ব্যয় করে আমার লেখা পড়তে পারেন।
থাইল্যান্ড ভ্রমণের জন্য ভাল। যদি একটু পরিকল্পনা করেন আগে থেকে ।তবে তা অনেকাংশে ভারত ভ্রমণ থেকেও কম। বিমান ভাড়া ১৫ হাজার টাকা মধ্যে হয়ে যাবে। তারপর থাইল্যান্ডে খুবই সস্তায় বা বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন।
সস্তা ভ্রমনের থাই রেলের কিছু তথ্য রাখুন মস্তকে। থাইল্যান্ডের মূলত পাঁচটি রেলের পথ আছে।
উত্তর লাইন
ব্যাংকক - চিয়াং মাই
উত্তর-পূর্ব লাইন
ব্যাংকক - উবন রচতথানি
ব্যাংকক - নং খাই
পূর্ব লাইন
ব্যাংকক - অরণ্যপ্রতিৎ
ব্যাংকক - বন পুহলু টা লুঙ্গ হয়ে পাতায়ে (সপ্তাহান্তে)
দক্ষিণ লাইন
ব্যাংকক - সুঙ্গাই গোলক
ব্যাংকক - পাদং বেসার
পশ্চিম লাইন
ব্যাংকক - নাম টোকা হয়ে কাঞ্চনবাবুরির
ব্যাংকক - সুফান বুড়ি
নামগুলো ম্যাপে ইংরেজিতে পাবেন। ভাল করে পড়ে নিন। আমার বাংলা নাম পড়ার তেমন দরকার নেই। থাইল্যান্ডে এই পাঁচ ধরনের ট্রেন রয়েছে: সাধারণ, দ্রুত, এক্সপ্রেস, বিশেষ এক্সপ্রেস এবং বিশেষ এক্সপ্রেস স্প্রিন্টার।
ট্রেনের মাধ্যমে থাইল্যান্ড ভ্রমণ আপনার ভ্রমণের অভিজ্ঞতায় ভিন্ন স্বাদ যোগ করবে। টাকা কম ব্যাংককের বসেই দিন পার না করে। অন্যতম সেরা উপায় হল থাই ট্রেনে ঘুরতে বের হয়ে যাও।
বিলাবহুল আরামদায়ক স্লিপার কেবিন পাবেন সাশ্রয়ী মূল্যে। তবে কিছু ট্রেনও রয়েছে যা লোকেরা বিনামূল্যে জন্য ভ্রমণ করতে পারবেন। এই ট্রেনগুলিতে এয়ার কন্ডিশনার নেই।নিদিষ্টি রাস্তায় ভ্রমনে টাকা ও লাগে না।
ট্রেনগুলোর একটা সমস্যা হল গন্ধ। তবে তা দিন কয়েক গেলে আর পাবেন না।
সুতরাং, যদি আপনি বাংলাদেশের ট্রেনে উঠে টিকেট না কেটে যাতায়াতের অভ্যাস থাকে। তবে আপনার অভ্যাসকে প্রাধান্য দিয়েই থাই রেলে তৃতীয় বিভাগ অপেক্ষা করছে। একটি বিনামূল্যে ট্রেন ধরতে আপনার বন্ধুদের কি বলে তা এড়িয়ে যান। সাহস করে উঠে পড়ুন মাগনা ট্রেনে।
যেখানে থাইল্যান্ডের মেট্রো ট্রেনগুলোতে যাত্রীদের শুধুই সেলফোনে টিপাটিপি দেখে। সেখানে ২য়, ৩য় শ্রেনী বা মাগনা কামড়ায় ট্রেন ভ্রমন আপনাকে থাইল্যান্ডের মানুষের সাথে সহজে বন্ধুত্ব গড়ার সুযোগ করে দিবে।ভাষা যে কোন প্রতিবন্ধকতা নয় তা বুঝতে পারবেন একবার এই ট্রেন ভ্রমণ করলেই।
তবে বিলাবহুল ট্রেন ভ্রমনের যে স্বাদ আপনি পাবেন। তা আপনার দেশের ট্রেন মান উন্নয়নের দাবী জোরালো করার বীজ বুনে দিবে অন্তরে।
শেষ কথা আমি আমার এক বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম। ট্রেনে সিট কেন ফ্রি। সে বলে ছিল যাদের স্বল্প আয়ের তাদের প্রতি তো রাষ্ট্রের দায়িত্ব আছে। তাছাড়া এই মানুষগুলো যদি অন্যকোন মাধ্যমে যাতায়াত করে। তবে আরো বেশি যানজট, পরিবেশ দূষণ হবে। সেই তুলনায় এই সব ট্রেনে ভর্তুকি খুবই কম।
যাই হোক মূল কথায় আসি।মাগনা ট্রেনে ভ্রমনের ইচ্ছা না থাকলে বিশালবহুল ট্রেনগুলোতে যান মজা পাবেন। শিশু এবং বাচ্চাদের কিন্তু টিকেটের দাম দিতে হয় না।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: হ্যাঁ।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯
জাহিদ হাসান বলেছেন:
০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৫
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: জ্বি
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১
টিয়া রহমান বলেছেন: প্রথম জানলাম, ধন্যবাদ।
০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৬
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: স্বাগতম
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭
রাজীব নুর বলেছেন: পোষ্ট টি আমাদের রেল মন্ত্রী পড়ুক।
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:২৮
অনল চৌধুরী বলেছেন: এমতেই বাংলাদেশে রেলওয়ের শোচনীয় অবস্থা।
তার উপর বিনামূল্যে ভ্রমণ করতে দিলে বাকিটুকুও যাবে?
ইউরোপ-চীনে রেল বিমানের সাথে প্রতিদ্বন্দীতা করছে ।
অা এদেশে বিমান,রেল সবই লোকসান দেয় দুর্নীতির কারণে।
৬| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
দেখি সামনের বছর যাবো ।
তথ্য দিয়ে ভাল করলেন ।
ধন্যবাদ ।
৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩২
ফয়সাল রকি বলেছেন: ইন্টারেস্টিং
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন: রেল স্টেশনের আশে-পাশে থাইল্যান্ডে চিপ থাকার ব্যবস্থা সম্পর্কে যদি বলতেন, প্লিজ।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮
রানার ব্লগ বলেছেন: মাগনা ভ্রমনের সুজগ দেয় এই জন্য বলছি না থাইল্যান্ডের অনেক কিছুই আছে যা উধাহারন হয়ে থাকতে পারে। বাংলাদেশে এমন একটা আইন করা যেতে পারে প্রবীণদের (৬০-১০০+) জন্য যারা রেল ভ্রমণ করবেন তাদের ভ্রমন ফ্রি।