নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

অলস বিদ্যুতের বোঝা।

২৮ শে মে, ২০২২ রাত ৮:৫৬

গত ১১ বছরে কমপক্ষে ১০ দফায় বিদ্যুতের দাম বেড়েছে। কতিপয় কুইক রেন্টালের মালিককে গত বারো বছরে ৭০ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়া হয়েছে। এর ফলে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, জনজীবনে দুর্দশা বহুগুন বেড়েছে, বেড়েছে উৎপাদনী ব্যয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থা এড়ানো যেতো, বাংলাদেশে জ্বালানি খাতের এই পুরো দুর্যোগের পেছনের প্রধান কারণ অলস বিদ্যুতের বোঝা। আর এই দুর্নীতি-অপচয় আর অদক্ষতার জন্য দায়ীদের ভবিষ্যতেও যেন বিচারের আওতায় না আনা যায়, সে জন্য জ্বালানি খাতে দায় মুক্তির আইনও প্রণয়ন করা হয়েছে। পড়ুন দৃকনিউজে: অলস বিদ্যুতের বোঝা



অলস বিদ্যুতের বোঝা


https://youtu.be/HcZo16AIRyY

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০২২ রাত ৯:০৫

শাহ আজিজ বলেছেন: লিঙ্ক দিন ভাই ।

৩০ শে মে, ২০২২ বিকাল ৪:৪৭

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: https://youtu.be/HcZo16AIRyY

২| ২৮ শে মে, ২০২২ রাত ৯:৫১

প্রতিদিন বাংলা বলেছেন: দেশ জনতার,জনতা সরকারের।

৩০ শে মে, ২০২২ বিকাল ৪:৪৭

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: https://youtu.be/HcZo16AIRyY এটা হল লিংক এই সংবাদের

৩| ২৮ শে মে, ২০২২ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: হ্যাঁ সত্য।

৩০ শে মে, ২০২২ বিকাল ৪:৫৩

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: অলস বিদ্যুতের বোঝা

৪| ২৮ শে মে, ২০২২ রাত ১১:০৫

নূর আলম হিরণ বলেছেন: কুইক রেন্টালের নামে সবচেয়ে উল্লেখযোগ্য দুর্নীতি হয়েছে গত দশ বছরে।

৩০ শে মে, ২০২২ বিকাল ৪:৫৩

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: অলস বিদ্যুতের বোঝা

৫| ২৯ শে মে, ২০২২ রাত ১২:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
বিদুত সঞ্চালনের মৌলিক বিষয়টি জানা থাকলে কেউ এভাবে বোঝা বলতো না।
পিক আওয়ারে সবগুলো প্ল্যান্ট চলে, চাহিদা কমলে ফুয়েল গভর্নর জলানি ফ্লো কমিয়ে দিয়ে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দেয়, শেষ রাতে চাহিদা আরো কমে গেলে কয়েকটি ইউনিট বন্ধ করে দিতে হয়। মানে অলস বিদ্যুৎ। শুধু স্টিম টার্বাইন আইডেল আরপিএম অবস্থায় থাকে, প্রয়জনে দ্রুত রিষ্টার্ট করতে।
বাংলাদেশে চাহিদার চেয়ে বেশী বিদ্যুৎ কেন্দ্র আছে। থাকতেই হবে। আরো অনেক লাগবে, এখনও দশবারোটা বিদ্যুৎ কেন্দ্র পাইপলাইনে। এরপরো হাতে আছে ২টি বিশাল পারমানবিক প্ল্যান্ট। এত কিছুই যতেষ্ট নয়। ভারত থেকে তিন স্থান থেকে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে পিক আওয়ারে। নেপাল ভুটান থেকে জলবিদ্যুত আমদানি করার জন্য লাইন স্থাপন করা হচ্ছে। ব্যাকআপ হাতে রাখছে সরকার। সৌর বিদ্যুৎ সহজলভ্য করা হচ্ছে।

কোন দেশেই নিজেরা আর্থিক লাভবান হওয়ার জন্য সেতু রেলওয়ে বা বিদ্যুৎ প্যান্ট স্থাপন করে না।
গত ১২-১৪ বছর কোন বিদ্যুতপ্লান্টই লাভজনক ছিল না। ব্যাপক অপচয়। শুধু বিদ্যুৎ বিলের মাধ্যমে এসব খরচ ইহজনমেও উঠে আসবে না, অন্যান্ন দেশের মত সরকার বেশি ঋনও করছে না। সরকার ফতুর হয়ে যাওয়ার কথা। কিন্তু হচ্ছে না কেন?

বিদ্যুৎ হচ্ছে একটি দেশের উন্নতির লাইফ লাইন।
পর্যাপ্ত বিদ্যুৎ প্রাপ্তির কারনেই উদ্যক্তা, বিশাল বিশাল সিমেন্ট শিল্প ইস্পাত শিল্প ফার্মাসিটিকলস শিল্প তৈরি হতে পেরেছে। কৃষক, মাছমুরগী চাষিদের উৎপাদন ৫০গুন বৃদ্ধি পেয়েছে। উৎপাদন ও সেবার নতুন নতুন ক্ষেত্র তৈরি হয়েছে।

বিদ্যুৎ অবকাঠামো করতে যে অপচয় হয়েছে উদ্যক্তারা কৃষক শ্রমিক চাষিরা তার চেয়ে শতগুন অর্থ সরকারকে ফিরিয়ে দিয়েছে পরক্ষভাবে শুল্ক ও ভ্যাটের মাধ্যমে।
একসময় গ্রামাঞ্চলে ২০-৩০ হাজার খরচ করে বছর ব্যাপি ধর্না দিয়েও কেউ বিদ্যুৎ পেত না, এখন মই নিয়ে মাইকিং করে বাড়ীতে বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিচ্ছে আরইবি।

৩০ শে মে, ২০২২ বিকাল ৪:৫২

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: অলস বিদ্যুতের বোঝা জনগণ ভর্তুকি পাবে তা ভাল। তবে বেসরকারি কোম্পানিগুলো বিদ্যুৎ উৎপাদন না করেই হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। তাই হল সমস্যা। এখানে এ রকম তথ্য দিচ্ছে

৬| ২৯ শে মে, ২০২২ সকাল ১১:২৯

খাঁজা বাবা বলেছেন: কেউ কেউ বাংলাদেশে বিদ্যুৎ বেচে সিংগাপুরে শীর্ষ ধনী।

৩০ শে মে, ২০২২ বিকাল ৪:৪৯

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: অলস বিদ্যুতের বোঝা এখানে সেই তথ্য আছে জনাব আজিজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.