নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পৃথিবীর সন্তান।

সৈয়দ সাইফুল আলম শোভন

এই ব্লগের সকল প্রকার তথ্য কোন প্রকার অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে ।

সৈয়দ সাইফুল আলম শোভন › বিস্তারিত পোস্টঃ

রপ্তানি বেড়েছে। বেড়েছে মালিকের আয়। কিন্তু বাড়েনি শ্রমিকের মজুরি

০৮ ই জুন, ২০২২ রাত ৮:৫২


প্রায় অর্ধকোটি শ্রমিক নিয়োজিত পোশাকখাত থেকে দেশের মোট রপ্তানি আয়ের ৮২ শতাংশ আসে। এ শিল্পের বার্ষিক আয় ২৮ বিলিয়ন ডলারের বেশি। পৃথিবী জুড়ে মহামারিতে স্থবির অর্থনীতিতেও ২০২০ সালের পর পোষাকখাতে রপ্তানি বেড়েছে, তবে বাড়েনি শ্রমিকের মজুরি। অর্থনীতির অন্যতম ভিত্তি পোশাকখাত হলে। এ খাতে নিয়োজিত শ্রমিকদের প্রাপ্ত মজুরিতে সংসার চলে না। শ্রমিকের নুন্যতম বেতন ৮০০০ টাকা থাকলেও অনেক কোম্পানি তা মানছে না।

গত কয়েক মাসে কয়েকটি নিত্যপণ্যের দাম বেড়েছে ৪০ শতাংশ পর্যন্ত। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা গত রবিবার থেকে রাজধানীর মিরপুরে জুড়ে শ্রমিকদের বিক্ষোভ করছে। এ বিক্ষোভের কারণ হিসেবে শ্রমিকদের স্বল্প মজুরি ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি.।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২২ রাত ৯:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


নিম্ন আয়ের মানুষের কাছে গার্মেন্টসে চাকরী করাটা অনেক বড় ব্যাপার। আমাদের কাজে মেয়েটা গার্মেন্টসে চাকরী পেয়ে চলে গেলো। কেন যাবে না!!! ৪০০০ টাকায় বাসায় ঝিয়ের কাজ করার চেয়ে গার্মেন্টস শ্রমিক হওয়াটা অনেক সম্মানের!

তবে, মিরপুরে আমাদের বিল্ডিঙটা ভাংচুর করে গার্মেটস শ্রমিকরা ভালো কাজ করেনি। আমাদের কি দোষ ছিলো!

০৯ ই জুন, ২০২২ দুপুর ১:৫৪

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: অবশ্যই বাসা ভাঙ্গা ঠিক হয়নি।

২| ০৮ ই জুন, ২০২২ রাত ৯:০৫

সোনাগাজী বলেছেন:


মালিকেরা মুজুরী বাড়াতে ইচ্ছেুক নন; সেজন্য, লাভ থেকে যেন শ্রমিকরা কিছু হলেও পায়, মালিকানার ২০% শ্রমিকদের দেয়া দরকার।

০৯ ই জুন, ২০২২ দুপুর ২:৩৭

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: এমন একটা দেওয়ার বিধান আছে মুনাফার ৫ শতাংশ দেওয়ার

৩| ০৮ ই জুন, ২০২২ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: মালিক ভালো থাকলেই শ্রমিক ভালো থাকবে।

০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:০৫

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: উল্টাটা হলে ?

৪| ০৮ ই জুন, ২০২২ রাত ১০:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: এদেশে মালিকরা সবসময় শ্রমিকের রক্ত চুষছে।

০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:০৬

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: মালিক শ্রমিক প্রতিপক্ষ হয়ে গেছে। কিন্তু তাদের এমন হবার কথা ছিল না।

৫| ০৮ ই জুন, ২০২২ রাত ১১:২৭

তানভির জুমার বলেছেন: বাংলাদেশের অবস্থা এখন এরকম। কিছু বলা যাবে না, করা যাবে। নিজের উপর যত অত্যাচারই হোক না কেন সব সহ্য করতে হবে।

০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:০৭

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: বলার সুযোগ বার বার আসে বা আসবে । সাময়িক সময় বন্ধ থাকে

৬| ০৯ ই জুন, ২০২২ রাত ১:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মধ্যম গার্মেন্টস গুলো বেশিদিন টিকবে না। বড় বড় গার্মেন্টস গুলো কম CM এ অর্ডার নিচ্ছে। মধ্যম গার্মেন্টস গুলো CM এ ধরা খাচ্ছে। সেই সাথে বাড়ছে Line Cost. দুই বছর আগে যেটা ছিল ৫৫ হাজার সেটা এখন ৮০ হাজার।

যেসব গার্মেন্টসে বেতন ভাতা সুবিধা কম। সঠিক সময়ে বেতন দেয়না তারা রাস্তায় নামে এবং অন্যান্য সুবিধাপ্রাপ্ত গার্মেন্টস
গুলো থেকে শ্রমিকদের বের করে নিয়ে আসে।কাজ করতে দেয় না।

এদিকে দুইদিন লাইন বন্ধ থাকলে বিশাল লস গুনতে হয়।

০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:২৪

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: শ্রমিকদের স্বার্থ দেখতে হবে।

৭| ০৯ ই জুন, ২০২২ সকাল ১১:০৫

শাহ আজিজ বলেছেন: একটা পরীক্ষার ভেতর দিয়ে দেশ এগুচ্ছে । মনে আছে শ্রীলঙ্কায় ৮০র দশকে অস্থিরতা সৃষ্টি হলে তাদের গার্মেন্টস অর্ডারগুলো বাংলাদেশের পোশাক উদ্যোক্তারা লুফে নেন । সেই শ্রীলঙ্কা এখন ধরাশায়ী অর্থনৈতিক সংকটে । এদেশে পোশাক শিল্প ব্যাক্তি উদ্যোগে গড়ে উঠেছে এখানে সরকারের কোন অবদান নেই তাই এই সংকট সময় ব্যাক্তিকেই সামলাতে হবে । বামদের কান ধরে দেশ থেকে বের করে দিতে হবে আর ধর্মীয় জঙ্গিদের বিষয়ে নজরদারি করতে হবে । এই দুটো গ্রুপ উন্নয়নের সর্ব বিরোধী । আমাদের পোশাক মালিকদের অনেকেই ভিয়েতনামে ফ্যাক্টরি খুলেছে আগেই কারন তারা কম শিক্ষিত নেতৃত্ব থেকে কোন ভরসা পাচ্ছে না । আমরা গা হাত পা ছাড়া কারন এই লেখা ছাড়া আমাদের আর কোন প্রতিবাদের ভাষা নেই ।

০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:২১

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: করের ছাড়, বিনামূল্যে পানি, পরিবেশ দূষণ ছাড়, কম দামে শ্রমিক, প্রনোদনা, বিদ্যুতে ভতুর্কি, গ্যাস এতসব কিছুর পরও কিছু দেয় না?

বামদের বের করে দিতে হবে, শ্রমিকদের দিতে হবে। আর কাকে কাকে বের করে দিতে হবে

৮| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:২৮

শাহ আজিজ বলেছেন: #করের ছাড়, বিনামূল্যে পানি, পরিবেশ দূষণ ছাড়, কম দামে শ্রমিক, প্রনোদনা, বিদ্যুতে ভতুর্কি, গ্যাস এতসব কিছুর পরও কিছু দেয় না?

লাভ পেতে শুরু করার পর সরকার দিয়েছে । আশুলিয়া থেকে ঢাকায় আসতে কয়টা রাস্তা আছে , কত সময় লাগে ? আমি খুবই বিরক্ত ঐ রাস্তায় গেলে ।

বের করা বাক্যে আপনি আহত হয়েছেন ?

০৯ ই জুন, ২০২২ রাত ৯:৩০

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আমি মনে করি রাষ্ট্রে ডান,বাম, শ্রমিক,ব্যবসায়ী, আস্তিক, নাস্তিক সবাই থাকবে। আপনি বাম বের করে দেওয়ার যে চিন্তা ভাবনা করেছেন তাও করতে পারেন। তবে কাউকে বের করে দেওয়া যাবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.