![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছিলাম সৃষ্টিশীল জগতে, বাস্তবতার টানে এখন পার্চমেন্ট কাগজের সওদাগর। একটু মুক্ত নিঃশ্বাসের জন্য তাই এখানে ওখানে ঢুঁ মারা। সাঃইঃ তারই এক চৌকাঠ।
নিন্দুক - এর প্যান্থার ডটেড কনডম- এ্যাড বিষয়ক পোস্ট পড়ে এই লেখা লিখলাম।
প্যান্থার ডটেড কনডম- এ্যাড এর কাহিনী অনুসরন করলে দেখা যায় যে এক আবুল টাইপ ব্যাক্তি নায়িকা বিয়ে করেছেন এর অনুক্ত কারন হল তিনি বিশেষ কনডম ব্যবহার করেন।
প্রশ্ন হল, নায়িকা কি ভাবে জানলেন যে তিনি বিশেষ কনডম ব্যবহার করেন? তার মানে কি শারিরীক সম্পর্ক বিয়ের আগেই সম্পন্ন হয়েছে। এবং এতেই কি আমাদের নায়িকা আবুল টাইপ ব্যাক্তির প্রতি অনুরক্ত হয়ে পরে বিয়ে করেছেন।
অনুসিদ্ধান্ত একঃ
এ্যাডটি কি তাহলে সামাজিক ভাবে গ্রহনযোগ্য সম্পর্কের বাইরের সম্পর্ক কে (অসামাজিক শব্দটি এখনও ব্যবহার করছিনা) সাধারন গ্রহনযোগ্যতার মধ্যে নিয়ে আসতে চাচ্ছে?
অনুসিদ্ধান্ত দুইঃ
এ্যাডটি কি তাহলে এই তথ্য সঞ্চালন করতে চায়, নারীর পতি পছন্দের প্রধান বিষয় গুলোর এক টি হল পুরুষের শারিরীক আনন্দদানের সক্ষমতা।
অনুসিদ্ধান্ত তিনঃ
এ্যাডটি কি তাহলে নারী-পুরুষ কে উপযূক্ত সঙ্গী খুঁজে নিতে বহুগামী হুওয়ার জন্য পরোক্ষ ভাবে উতসাহ প্রদান করছে।
অনুসিদ্ধান্ত চারঃ
সমগ্র নারী কুলকে কি কটাক্ষ করা ?
ব্লগ থেকে মন্তব্য আশা করছি।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫৭
চয়ন বলেছেন: আসলে অ্যাডটি আমার কাছে পছন্দ হয়নি....নো কমেন্ট....
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫৮
অহেতুক অকারণ বলেছেন: বিঙ্গাপনটি এ রকম না হলেই ভালো হতো।।
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫৮
মদন বলেছেন: প্রতিটি প্রশ্ন সুন্দর।
Hero এবং Panther এই দুটি কনডমের এ্যাড এমন জগাখিচুড়ী করলো কেন, কে জানে???
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫৯
জোনাকি বলেছেন: আমি আপনার প্রশ্নের সাথে একমত
এটাকেই কি সালিনতা বলা হয়?
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০২
সাইফুর বলেছেন: এই এ্যাড গুলো কেমনজানি..গাজা খেয়ে বানিয়েছে নাকি কে জানে
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০২
মাথামোটা বলেছেন: আমার যদিও ভালোই লাগছে. তবুও একমত।
৫ দিলাম।
৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০২
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: বিজ্ঞাপন নির্মাতাদের সতর্ক হওয়া উচিত।
৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০৩
কৌশিক আহমেদ বলেছেন: তো অসামাজিক বলতে আর বাকী রইলো কি? পর্দার আড়ালে সব কিছু চলবে, পর্দায় দেখালেই অসামাজিকতা!
১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০৫
নাট_বল্টু বলেছেন: বাংলাদেশে সবই সম্ভব
১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:১৩
সুন্দর সমর বলেছেন: গাজার নৌকা পাহাড় দিয়ে যায়
আর বিজ্ঞাপনের 'নাও' কোন পথে ধায়>>>?
১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:১৬
প্রচেত্য বলেছেন: একটু মজা করি
এমনটা কি নয় যে নায়িকা বিয়ে করার আগে জেনে নিয়েছে তার স্বামী বিয়ের পর কি কনডম ব্যবহার করবে, যখন জানতে পারল 'প
১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:২১
রিজভী বলেছেন: তাই তো?
৫
১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:২৪
কৌশিক আহমেদ বলেছেন: এ্যাড আমি দেখিনি, তবে যে বিষয়গুলো প্রশ্ন করেছেন তা একদমই বিশ্বাস প্রসূত নিজস্ব দেখার কারণে হয়েছে।
আপনি বলেছেন " এ্যাড এর কাহিনী অনুসরন করলে দেখা যায় যে এক আবুল টাইপ ব্যাক্তি নায়িকা বিয়ে করেছেন এর অনুক্ত কারন হল তিনি বিশেষ কনডম ব্যবহার করেন।" এটা বিশেষ কনডমপ্রীতির কোন গল্প ফুটিয়ে তোলে না। এতে কনডম ব্যবহারের জ্ঞানটাকে পরিস্ফুট করা হয় বা সেটাকে মর্যাদা দেয়ার কথা বলা হয়। কনডম কেন প্রয়োজন সেটা প্রথমত এমন এ্যাডে দেখানোর দরকার হয়। গল্পতে তেমন একটা উদ্দেশ্য ফুটে উঠেছে। এর বাইরে যা আপনি বলেছেন তা সবই আপনার যা পছন্দ নয়, সেটাতে প্রতিক্রিয়া দেখানো!
১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৩০
বকলম বলেছেন: আপনাদের নিশ্চই মনে আছে ইত্যাদিতে গান গাওয়ার আগেই মমতাজের ৫০০ গানের ক্যাসেট রিলিজ হয়েছিল এবং শিক্ষিত মধ্যবিত্তের ৯৫ ভাগ আমরা মমতাজ বা তাঁর ক্যাসেটের ব্যাপারে কিছুই জানতাম না, আপনিও খুব সম্ভবত জানতেন না।
আসলে আমি যা বলতে চাইছি, আমাদের সমাজের এমন একটা শ্রেনী আছে তাদের মন মানষিকতা আমাদের অনেকের বোঝার বাইরে। এই কনডমের এ্যাডটি তাদের ক্ষেত্রে খুব কার্যকরী হবে, সকল শ্রেনীর জন্য না। এবং সমাজের একটি বিশেষ শ্রেনীকে টার্গেট করা হয়েছে এখানে। আমার আপনার জন্য এটা জাষ্ট হাসির খোরাক হতে পারে এর বেশি কিছু নয়।
১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৩১
বকলম বলেছেন: তাদের মধ্যে যুক্তি খুব একটা কাজ করে বলে অন্তত: আমার মনে হয় না।
১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৬
সাইমুম বলেছেন: কৌশিক আহমেদ : স্রেফ পর্দায় দেখানোয় অসামাজিকতা! আপনি বিস্মিত হলেন কেন্? এটাতো মানুষের সহজাত প্রেষণা। আরে ভাই পশুর লজ্জাস্থানও তার লেজের নিচে থাকে।
শালীনতা একটা অবয়বহীন মানসিক চেতনা। এটাকে বিশ্বের যে কোনো সভ্য জাতি শ্রদ্ধা করে , সেটা সে মেনে না চললেও। আর এ মেনে চলাটা একটা সোশাল টাবু্। আমরা এক লাফেই পশ্চিমা সমাজের স্তরে পৌঁছে যেতে পারবো নারে ভাই। এক লাফে পৌঁছার ধাপ্পাটি আমাদেরকে সামনের চেয়ে পেছনে নেবে।
আপনি কাপড় পড়ে হাঁটেন। একটা পাগল হয়তো ওইটা দেখিয়ে হাঁটে। আপনি তো বিষয়টাকে স্বাভাবিক মনে করে পাগলের মতো ওইটা দেখিয়ে হাঁটেন না। কেন হাঁটেন না, তা আপনিও ভালো করে জানেন ।
ধন্যবাদ।
১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৬
কৌশিক আহমেদ বলেছেন: সাইমুম, আপনি থলের বিড়াল দেখে নিন আসলে থলেতে আছে কিনা। কনডমের এ্যাডই একটা ট্যাবু। আমাদের ঘরে বাবামা ছেলেমেয়েদেরকে কনডমের কথা শেখায় না। স্কুলে শেখায় না। এরা কোন এক অদৃশ্য মাধ্যমে শিখবে বলে আশা করে থাকে। বিষয়টা একান্তই কনডম ব্যবহারের প্রয়োজন আছে কিনা সেটা স্পষ্ট ও প্রচারকরণ, এখানে উলংগায়নের কথা আমি বোঝাতে চাই নি। আপনি যে বিষয়টাকে অসামাজিকতা বলছেন তার মধ্যে কনডম বিষয়ক আলোচনাও অন্তর্ভূক্ত।
.
আপনার আমার মত লোক কনডমের গুরুত্ব সন্বন্ধে হয়তো অভিজ্ঞ, কিন্তু টিভির দর্শক এখন এমন সব শ্রেণীও যারা কনডমের প্রয়োজনীয়তা সন্বন্ধে তেমন অবগত নয়। এমন সব আছে যারা বহুগামী, যৌনকর্মী, তাদের কাছে এই প্রচারণাগুলোও পৌছে যাচ্ছে। পন্যের এ্যাড হলেও এটাতে সোশাল মেসেজ আছে।
.
আমার তো মনে হয় আরো স্পষ্ট করে মেসেজ দেয়া উচিত, টার্গেট মধ্যবিত্ব ও ছাত্র। তাদেরকে বলা উচিত আপনি যেকোন ধরণের যৌনসংগমের জন্য কনডম ব্যবহার করুন। বৈধ-অবৈধ যৌণসংগমের বিষয়টা ট্যাবু না অট্যাবু সেটা বিচার্য্য হতেই পারে না।
১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৮
সাইমুম বলেছেন: কৌশিকদা : অ্যাডকে সবসময় টাবু হিসেবে চালিয়ে দেয়া যায় না। এ কারণে 'ইথিকস ইন অ্যাডভারটাইজমেন্ট ' ইসু্টি নিয়ে পশ্চিমারাও ভাবছেন। কিলিয়ে কাঁঠাল হয়তো পাকানো যায়, কিন্তু তরমুজ পাকানো যায় না। সামাজিক-মনস্তত্ত্বের ব্যাপারটিকে স্রেফ ব্লগেই উড়িয়ে দেয়া সম্ভব। সামাজিক বাস্তবতায় তা কি সব সময় সম্ভব নাকি জরুরি?
ম্যাসেজের কথাটি বাস্তব বলেছেন। আমি আসলে আপনাকে অন্য কিছু মিন করাতে চেয়েছি। সরি, কারণ বোঝাতে পারিনি।
২০| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:১২
মন মণষা বলেছেন: এখন পর্যন্ত যারা মন্তব্য করেছেন সকলকে ধন্যবাদ আমার আহবানে সাড়া দেয়ার জন্য।
২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:১৭
কৌশিক আহমেদ বলেছেন: বাস্তবতা না জরুরী - এ বিষয়টি আসলে প্রতিনিধানযোগ্য - এবং কারণটা ঠিক এই জায়গাটাতে এসে জটিল হয়ে গেছে। বাস্তবতাও আছে, জরুরীও - কিন্তু আমরা আমাদের কিছু উন্নাসিক চরিত্রের কারণে সমাজটাকে মুক্ত করতে চাই না। এ্যাডের নৈতিকতা হচ্ছে আপেক্ষিক, কখনও সমাজের বৃহত্বর স্বার্থে এই ট্যাবুকে অতিক্রমের দরকার পড়ে। আজকে একজন এইডস আক্রান্ত রোগীকে সমাজ যেভাবে দেখে থাকে সেটা তার অসদাচার করাকে অনৈতিক মনে করেই এমন হয়, অথচ ঐটাকে অসদাচার দেখারই কোন কারণ নাই। আর এই বোধটা তৈরী করে কিছু বিশ্বাসী, বয়স্ক, পুরাতন জীর্ণবাদীরাই। বেশি লাফালাফি করে তারাই। সমাজের যাবতিয় হিতঅহিতের সংগা তারা জেনে গেছে এবং মনে করে সেটাই মোক্ষ, অথচ তাও তাদের কাছে এসেছে ধারাবাহিকভাবে, নিজেরা কেবল অন্ধ অনুসরণ করে গেছে।
.
আলোচনাতে কেন দুঃখিত হচ্ছেন? আপনার মতটা একটা শক্ত মতই সমাজের।
২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:২০
আমি মাহমুদ বলেছেন: "অনুসিদ্ধান্ত একঃ
এ্যাডটি কি তাহলে সামাজিক ভাবে গ্রহনযোগ্য সম্পর্কের বাইরের সম্পর্ক কে (অসামাজিক শব্দটি এখনও ব্যবহার করছিনা) সাধারন গ্রহনযোগ্যতার মধ্যে নিয়ে আসতে চাচ্ছে?"
... ডটেড কন্ডোম পরে সুখ দেয়াতে নায়িকা অনুরক্ত হয়ে বিয়ে করেছে - এই হাইপোথিসিসের এন্টিথিসিস হলো - ডটেড কন্ডোম পরে সুখ দিতে পারে বলেই বিয়ের পর তাদের যৌন জীবন আনন্দময়। ফলে তাদের সংসারও
সুখের। তাই নায়িকা এত আদর করে মুখে তুলে খইয়ে দেয় ! গরমে বাতাস করে দিতে চায় ! ! !
" অনুসিদ্ধান্ত দুইঃ
এ্যাডটি কি তাহলে এই তথ্য সঞ্চালন করতে চায়, নারীর পতি পছন্দের প্রধান বিষয় গুলোর এক টি হল পুরুষের শারিরীক আনন্দদানের সক্ষমতা। "
... অন্যটি হলো আর্থিক সক্ষমতা।
আপনার দ্বিমত আছে ?
" অনুসিদ্ধান্ত তিনঃ
এ্যাডটি কি তাহলে নারী-পুরুষ কে উপযূক্ত সঙ্গী খুঁজে নিতে বহুগামী হুওয়ার জন্য পরোক্ষ ভাবে উতসাহ প্রদান করছে।"
... ডটেড কন্ডোম ব্যবহার করার জন্য উৎসাহ দিচ্ছে। এখন সেটা কেউ বহুগামীতার জন্য ব্যবহার করলে এড নির্মাতা কি করতে পারে ?
এডটার কাহিনী এটা না যে আগে কন্ডোম , পরে বিয়ে। বরং আগে বিয়ে, পরে সুখি দাম্পত্য জীবন।
"অনুসিদ্ধান্ত চারঃ
সমগ্র নারী কুলকে কি কটাক্ষ করা ?"
!@#$%^&*!@@# !!!!!!!!
২৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৫
মন মণষা বলেছেন: @কৌশিক ভাই, আপনি মিয়্যা এ্যাড না দেখেই প্যাঁচাইতেসেন...
আচ্ছা, আমরা কলম কেন ব্যাবহার করি? কারন কলম দিয়ে লেখা যায়। কেও কেও কলম দিয়ে দাঁত/কানও খোঁছায়। তাহলে কি আমরা বলবো আমরা কলম ব্যাবহার করি কারন কলম দিয়ে দাঁত/ কানও খোঁছাই?
এ্যাড এর প্রধান উদ্দেশ্য হচ্ছে পন্য বা সেবা মূল বিষ্য কে তুলে ধরা। কিন্তু যদি মুল তথ্য কে পাশ কাটিয়ে তার অন্য বিষ্য নিয়ে লেখা হয় তাহলে তাকে বলে কমুনিকেশন মায়োফিয়া। সে ক্ষেত্রে এ্যাড এর মূল লক্ষই ব্যার্থ হয়।
এ ক্ষেত্রে কমুনিকেশন মায়োফিয়াই শুধু হয় নাই পর্যাপ্ত যৌন জ্ঞ্যান বিহিন ব্যাক্তি পারভাটেড এ পরিনত হতে পারে।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫৫
সাইমুম বলেছেন: পড়ে ভালো লাগলো। তবে আমি মন্তব্যহীন। এটাই আমার মন্তব্য। ৫।