![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সৌমো। একজন ইউটিউবার, ফটোগ্রাফার।।
চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি ওয়ানপ্লাস অনেকের কাছে ‘ফ্ল্যাগশিপ কিলার’ নামেও পরিচিত। তাদের নতুন ডিভাইস এলো ওয়ানপ্লাস ৫টি ফোন। ওয়ানপ্লাস ৫টি তে আছে ৬.০ ইঞ্চি FHD ডিসপ্লে, অপটিক এমোলেড ডিসপ্লে প্যানেলের সঙ্গে ১৮ঃ৯ অনুপাত। কর্নিয়া গরিলা গ্লাস ৫এর প্রটেকশন. প্রসেসরে পাবেন একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫, সিপিইউ (৪*২.৪৫ গিগাহার্জ Kryo & ৪*১.৯ গিগাহার্জ Kryo) জিপিইউ অ্যাড্রেনো ৫৪০। দুটি সংস্করণে এসেছে এই ফোন- একটি ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং অন্যটি ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। ওয়ানপ্লাস ৫টি-তে ছবি তোলার জন্য আছে দুটি রিয়ার ক্যামেরা, একটি ১৬ মেগাপিক্সেল এবং আরেকটি ২০ মেগাপিক্সেল। প্রতিষ্ঠানের দাবি করছে, এই ২০ মেগাপিক্সেল সেন্সরটি ব্যবহার করে অল্প আলোতেও ভালো ছবি তোলা যাবে। আর ফোনটি ব্যাকআপের জন্য রয়েছে ৩ হজার ৩০০ এমএএইচ ব্যাটারি। ফোনটির সম্পর্কে ভালো মন্দ জানতে উপরের ভিডিওটি দেখুন।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৮
কুকরা বলেছেন: ৪৫০০০ টাকা দাম
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৫
সৈয়দ ইসলাম বলেছেন: ভাই, দাম কত?