নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিপূর্ণ মনুষ্যত্ব অর্জনের প্রত্যয়ে

শুজা উদ্দিন

ব্যতিক্রম

শুজা উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

মহা সনদ(ম্যাগনা কার্টা) নাকি মদিনা সনদ?

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬

১. #MagnaCarta হতে প্রায় ৬০০ বছর পূর্বে ৬২২ সালে মদিনায় স্বাক্ষরিত হয় মানবতার এবং ব্যক্তি স্বাধীনতার প্রথম সনদ।
২. রাজা জন গণবিচ্ছিন্ন হয়ে এই সনদে স্বাক্ষর করতে বাধ্য হয়। শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাঃ জনগণকে এ সনদ মানতে বাধ্য করেন।
৩. ১২১৫ সালে magna carta স্বাক্ষরের ৮২ বছর পর ১২৯৭ সালে উক্ত সনদের বাস্তবায়ন নিশ্চিত করে আরেক আইন প্রণয়ন করা হয়।
মদিনা সনদ শাসক-প্রদত্ত হওয়ায় বাস্তবায়ন বিলম্বিত হয়নি।
৪. ম্যাগনা কার্টা প্রণীত হয়েছিল রাজা-জমিদার স্বার্থ সংরক্ষণের জন্য।
মদিনা সনদের লক্ষ্য ছিল প্রশাসন--জনগণ।
৫.পরবর্তীতে চার্টারের অস্পষ্ট বাক্যাংশগুলোকে misinterpretation করে বৃহত্তর অর্থে প্রয়োগ করা হয়েছে বলে বিশ্লেষকগন মত দিয়েছেন। আর ১৪০০ বছর পূর্বেকার মদিনার চার্টার এর misinterpretation করা অদ্যাপি সম্ভব হচ্ছে না।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:


আপনি মদীনা সনদ অনুসরণ করার শুরু করেন; লোকজন আপনাকে অনুসরণ করবেন।

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৯

শুজা উদ্দিন বলেছেন: তাহলে আপনিই করুন। আমি আপনার অনুসরণ করব

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৭

আবু তালেব শেখ বলেছেন: তখন কার যুগে এটা লেটেস্ট ছিল।
যুগের সাথে তাল মিলিয়েই সনদ রচিত হয়

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৬

শুজা উদ্দিন বলেছেন: কোনটা লেটেস্ট?
যুগের সাথে তাল মিলিয়েই সনদ রচিত হলে, মদীনার সেই যুগ কি লন্ডনে ৬০০ বছর পর এসেছিল?

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:



হিজরি দ্বিতীয় সালে অর্থাৎ ৬২২ খ্রিস্টাব্দে মদিনা এবং এর আশপাশের মুসলিম, ইহুদিও অন্যান্য গোত্রগুলির মধ্যে একটা চুক্তি হয়।
এই চুক্তির উদ্যোক্তা এবং প্রণেতা হজরত মুহাম্মদ (তার উপর শান্তি বর্ষিত হউক)
এই চুক্তিটা আসলে মদিনা রাষ্ট্রের একটা লিখিত সংবিধান।
অনেকেই এটাকে মদিনা সনদ বলেন।
এই চুক্তির মূল বৈশিষ্ট্য হচ্ছে--
১. এটা পৃথিবীর প্রথম লিখিত সংবিধান।

২. এই সংবিধানের মাধ্যমে প্রথম বারের মতো গোত্র ভিত্তিক একনায়কতন্ত্রের পরিবর্ত গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু করা হয়।

৩. এই সংবিধানের মাধ্যমে প্রথম বারের মতো ভৌগোলিক জাতিয়তাভিত্তিক রাষ্ট্র গঠন করা হয়।

৪. মদিনাতে যারাই বাস করবে, তার ধর্ম বা গোত্র যাই হউক না কেন, তারা একটা জাতি হিসাবে গণ্য হবে।

৫. কারো খেয়াল খুশি মতো না, এই সংবিধানের অধীন নাগরিকদের জন্য আইন প্রণয়ন করা হবে।

৬. এই সংবিধান মানবাধিকার, নারীর অধিকার, ধর্মীয় এবং সাংস্কৃতিক স্বাধীনতা,সামাজিক নিরাপত্তা, ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ইত্যাদি নিশ্চিত করেছে।

৭. এই সংবিধান মদিনাকে সব ধরণের সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি এবং নিরাপত্তার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছে।

দুই নং পয়েন্ট ছাড়া আর কোন কিছুর সাথেই ম্যাগনা কার্টার মিল নাই।

মদিনার সংবিধানের সাথে ম্যাগনা কার্টার তুলনা মদিনার সংবিধানকে ছোট করা হয়।

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৭

শুজা উদ্দিন বলেছেন: সহমত। মদিনার সংবিধানের সাথে ম্যাগনা কার্টার তুলনা মদিনার সংবিধানকে ছোট করা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.