নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

বাসায় ব্রডব্যান্ড নিয়েছি, কি মজা!!

০২ রা অক্টোবর, ২০০৭ রাত ৯:২৩

প্রিয় প্রিয় সমগোত্রীয় বন্ধুরা (ব্লগাররা),

প্রায় আধা কিলোমিটার দূর থেকে বহুত কষ্ট করে ৩ দিন ধরে লাইন টেনে এই মাত্র বাসায় কানেকশন পেলাম। ব্র্যাকনেটের লাইন, স্পিড ১২৮ কেবিপিএস। খারাপ না। এখন মনের সুখে ব্লগাবো, হে হে হে হে...

মন্তব্য ৩১ টি রেটিং +২/-১

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ৯:২৪

ক! বলেছেন: মনের সুখে আরও বেশী কইরা দাত কেলাও

২| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ৯:২৫

মুকুট বলেছেন: ওয়েলকাম ব্রডব্যান্ডওয়ালা
সুখীমানুষ ভাই!

৩| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ৯:২৯

সিঁদুরে মেঘ বলেছেন: প্লীজ.........ব্রডব্যান্ডের মিনিমাম স্পীড হয় ২৫৬ কে।বি।পি।এস।১২৮ নয়।

৪| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ৯:৩৫

সাইফুর বলেছেন: আপনেরে দেখে মনে হয় আপনে আগে থেকেই খুশি..যা সুন্দর একখান হাসি দিছেন.দারুন..এখন তারখান দেইখা রাইখেন..চুরি হইতে পারে....

৫| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ৯:৩৭

ঝড়ো হাওয়া বলেছেন: বহুত কষ্ট করছেন, এবার রেষ্ট নেন।
শুভ কামনা।

৬| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ৯:৩৮

সুখী মানুষ বলেছেন: সাইফুর ভাই, একখান হক কথা কইছেন..বড়ই চিন্তায় ফালাইয়া দিলেন !!

৭| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ৯:৩৯

সুখী মানুষ বলেছেন: সিদুরে মেঘ, ২৫৬ কেবিপিএস এর ডেডিকেটেড লাইন নিতে গেলে ১৮ হাজার টাকা মাসে দেওয়া লাগে। আমি ভাই ফকির মানুষ, এত টেকা তো আমারে বেচলেও হইবনা...

৮| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ৯:৪০

নাজিরুল হক বলেছেন: খরচ কেমন হয়?

৯| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ৯:৪৪

সুখী মানুষ বলেছেন: ১২০০ টাকা মাসে। কিন্তু বুদ্ধি করে এই খরচ ০ এ নিয়ে এসেছি! উল্টা লাভ হবে!!

১০| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ৯:৪৬

নাজিরুল হক বলেছেন: সেটা কিভাবে?

১১| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ৯:৫১

সিঁদুরে মেঘ বলেছেন: না না মোহাম্মদ অরুন আমি সে কথা বলিনি। ওটা একটা টেকনিকাল টার্ম। আসলে আমি টেলি কমু নিকেশন লাইনে আছি তো তাই বললাম। ভারতে রেট কম, এখানে ২ এম বি পি এস লাইন মাসে ২৫০ টাকা । ৫ জি বি ডাউন লোড অবধি। চলে যায়।

১২| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ৯:৫৫

মৈথুনানন্দ বলেছেন: একদম ঠকে গ্যাচো। এদের অফার্টা কুব্বালো। অয়ার্লেস। স্পিডও বেশি। আয়পিটিভিও পাবে। নিচের লিংকে যাও। জামা লাগলে মানে কি? তুমি কি দর্জি??

http://www.siriusbroadband.com/products.php



১৩| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১০:০০

সুখী মানুষ বলেছেন: আরে ভাই আমি যে দর্জি তা না। একটা গল্প আছেনা, এক লোকের হাড় কড়মড়ে রোগ হয়, একমাত্র ঔষধ হচ্ছে সুখীমানুষের জামা জোগাড় করে পড়তে হবে। অবশেষে যখন সুখী মানুষ পায়, তখন দেখা যায় ঐ লোকের কোন জামাকাপড়ই নাই :(

১৪| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১০:৪৩

বৃত্তালপনা বলেছেন: বাসায় লাইন আমারো আেছ িকন্তু প্রবেলম হলো লাইন কখনো থাকে কখনো থাকে না।

১৫| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১১:১৮

মৈথুনানন্দ বলেছেন: মিস্টার অরুণ - একটা কোচ্চেনের উততর দিতে পার্বেন? গ্রামীনের এজ নেটোর্ক আছে তবে সিটিতে কঞ্জেস্টেড শুনেচি। তা আপনি ওয়ারিদের এজ পরিষেবা নিলেন্না কেন??

১৬| ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১১:৩২

সাইফুর বলেছেন: @মৈথুনানন্দ ...ওয়ারিদ কি এজ সেবা দিচ্ছে....?এখনোতো না এজ না জিপিআর এস অবস্থায় আছে শুনলাম

১৭| ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১২:০৭

মৈথুনানন্দ বলেছেন: এগুলো পড়ে আমার জানার ইচ্ছে জেগেছে। ওয়ারিদের সাইটে লেখা আছে এজ-কম্প্লায়ান্ট। আর ওয়ায়কিতে লেখা আছে যে ওরা অফার কর্ছে।

Click This Link

http://en.wikipedia.org/wiki/Egprs

১৮| ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১২:১৮

শিবলী বলেছেন: আমি GP- EDGE
USe করি। ঢাকাতেই।
ভালো speed।EDGE
modem দিয়ে

১৯| ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১২:১৯

সুখী মানুষ বলেছেন: মৈথুনানন্দ, I have tried no use no bill gprs of GP,Teletalk and Warid. it is extremely costly. If you just browse then per hour the bill is more than 200 taka! but unlimited use is costly too (920 to 1000 taka per month). and max speed will be 66kbps only(according to the technology). So, i have decided to take the broadband line.

২০| ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১২:১৯

শিবলী বলেছেন: [ইংলিশ]850 ঃশ + াধঃ[/ইংলিশপ্প্মম
great performanceপ্প্মম

২১| ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১২:২৪

শিবলী বলেছেন: ২৪ ঘন্টা লাইন।
মাস ৮৫০ টাকা+ ভাট। জিপি-ই ভাল.post paid-এ এটা আছে

২২| ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১২:২৫

মৈথুনানন্দ বলেছেন: thanks for enriching my knowledge. was just a lil bit curious. even i use broadband.
:-)))))

২৩| ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১:১৫

সুখী মানুষ বলেছেন: মৈথুনানন্দ দা, চিন্তা করে দেখেন, এজ-জিপিআরএস এদের সর্বোচ্চ স্পিড হলো ৫৬ কে. আর ব্রডব্যান্ডএ পাচ্ছি ১২৮ কে.

২৪| ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১:২৭

মৈথুনানন্দ বলেছেন: no, that was alloted by the gp-network. and there is lots of issues like number of empty slots at that moment, congestion, throughput etc.

২৫| ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ২:৩০

শিবলী বলেছেন: ৪৯১.৪ Kbps-= EDGE

২৬| ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ৩:৫২

সুখী মানুষ বলেছেন: বলেনকি!! তাই নাকি?? জানতামনাতো। ভাইয়া প্লিজ হেল্প লিংকটা পাঠায়ে দেন তো।

২৭| ০৩ রা অক্টোবর, ২০০৭ দুপুর ১:৩৫

শিবলী বলেছেন: link- না, আমি-ই তোuse করছি

২৮| ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ৮:৪৮

পরাগ জাফর বলেছেন: কিভাবে নিলেন,কোন কোম্পানীর লাইন,কত খরচ,কিভাবে খরচের বদলে আপনি উল্টো লাভ করছেন---এসব বিস্তারিত জানিয়ে একটা লেখা লিখে ফেলুন।আমাদের সবার কাজে লাগবে

২৯| ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৭

সুখী মানুষ বলেছেন: লেখতে ভয় পাই, পরে যার কাছ থেকে লাইন আনছি সে যদি ব্লগারু হয় আর আমার এই ব্লগ দেইক্খা লাইন কাইট্টা দেয় তো!!

৩০| ০৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৭

গুরুজী বলেছেন: শিবলি ভাই, ৪৯১,৪ kbps, হল connectivity speed, আমি ঢাকা তে 26-30 KBps (200-256kbps) speed পাই।

৩১| ০৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৯

গুরুজী বলেছেন: আরে ভাই, আপনারা বুঝলেন না, ip subneting করে......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.