নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

বন্ধুরা মনে আছে, আমাকে ডাকতে কবিগুরুর চ্যালা?

০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২১

- ... শান্তিনিকেতনে রবিঠাকুর শেখাচ্ছেন ওখানকার ছাত্রছাত্রীদের। ওরা সবাইকে হাতজোড় করে নমস্কাকার করে। ছাত্ররা পরস্পরকে নমস্কার করে। দেশের অন্যত্র সবাই এতে হাসে।

- এ একজন লোকই কি তোমাদের সব কিছু করবেন?

- হ্যা তাই, হ্যা তাই, ঐ একজন লোকই আমাদের আকাশ জুড়ে আছেন, আমাদের মুখে কথা দিচ্ছেন, আমাদের মনে ভালোবাসা দিচ্ছেন, সে আছে বলে আমার আকাশ জুড়ে ফোটে তারা রাতে, প্রাতে ফুল ফুটে রয় বনে।

(-ন হন্যতে, মৈত্রেয়ী দেবী)



ভাষার বিবর্তণ হয়, বড় মানুষদের স্মৃতির ছায়া ছোট হয়। কিন্তু রবীন্দ্রনাথের ছায়া তাঁর মৃত্যুর ৭২ বছর পরেও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্চে বাঙ্গালীর চিত্তে। আমরা তাঁর ছায়াতেই সাহিত্য শিখি, শিখি জীবনের মানে।

গুরু আমার, কবিগুরু।

(আমি ১৯৯৯ সালের এইচএসসি ব্যাচের ছাত্র, সরকারী তিতুমীর কলেজের। আমার বন্ধুরা আমাকে কবিগুরুর চ্যালা বলে তাকতো। ঐ ডাকাটা কতটা আতেলীয় ছিলো আর কতটা আমার রবীভক্তের উপাধি ছিলো তা জানিনা।)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.