![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
থ্রিজি(3G) জিনিসটা আসলে কী?
- মো: জাহাঙ্গীর হোসেন (অরুণ) / ০১৫৫২৩০৩৬৯৬ / [email protected]
থ্রিজি মানে তিনটা জি। এখানে থ্রি মানে তিন, জি মানে জেনারেশান। তারমানে থ্রিজির অর্থ কী দাড়ালো? তৃতীয় জেনারেশন। এখন থ্রিজি বুঝতে হলে টুজি(2G), ওয়ানজি(1G) আগে বুঝতে হবে। এরপর থ্রিজি কী এবং এর প্রয়োজনটা কেন হলো জলের মত সহজ হয়ে যাবে।
১৮৭৬ সালে গ্রাহাম বেল তারের মাধ্যমে কথা বলার পদ্ধতি বের করলেন। যার নাম টেলিফোন। আধুনিক সভ্যতার বীজ বুনা হলো এই আবিষ্কারের মধ্য দিয়ে। এবার তার ছাড়া কিভাবে কথোপকথন চালানো যায় এই নিয়ে শুরু হলো ভাবনা চিন্তা। ১৯৭৯ সালে বিনাতারের টেলিফোনও সম্ভব হয়ে গেলো। শুরুর এই ধাপটার নাম ১জি। শুরুটা হয়েছিলো এ্যানালগ সিগনালের মাধ্যমে। নিপ্পন কোম্পানি জাপানে এই শুরুটা করেছিলো। এর প্রায় এক যুগ পর ১৯৯১ সালে আসে টুজি। ১জির সাথে ২জির মূল পার্থক্যটা হলো, ১জি ছিলো এ্যানালগ আর ২জি হলো ডিজিটাল। ডিজিটাল হওয়াতে অতিরিক্ত কিছু সুবিধা পাওয়া গেলো, তারমধ্যে এসএমএস অন্যতম। ১জি এ ইন্টারনেট স্পিড ছিলো ২৮কেবিপিএস থেকে ৫৬কেবিপিএস এর মধ্যে। আর ২জিতে তা বেড়ে দাড়ালো ২৫০কেবিপিএস।
এবার আসি মূল আলোচনায়। ১জি এ কথা বলা গেলো, সাথে সামান্য ইন্টারনেট স্পিডও পাওয়া হলো। ২জিতে এসএমএস, এমএমএস ইত্যাদি যুক্ত হলো, সাথে বাড়লো ইন্টারনেট স্পিড। আর এদিক দিয়ে পাল্লা দিয়ে বাড়তে থাকলো মোবাইল ফোনের হার্ডওয়্যারের ক্ষমতা। মোবাইলে যখন ভিডিও চালানো যাচ্ছে তখন ইচ্ছা করতেই পারে, ইস্ যদি লাইভ টিভি দেখা যেত। ঠিক এমন ইচ্ছাগুলো থেকেই মনে হলো ইন্টারনেট স্পিডটা আরো বাড়ানো গেলেই অনেকগুলো সার্ভিস দেওয়া যেত। যেমন ভিডিও ফোন, লাইভ টিভি ইত্যাদি। কম করে হলেও ২০০কেবিপিএস ইন্টারনেট স্পিড যে টেকনোলজির মাধ্যমে দেওয়া গেলো তার নাম দেওয়া হলো ৩জি। ব্যাস এই সহজ ব্যাপারটাই ৩জি। ৪২এমবিপিএস পর্যন্ত স্পিড সম্ভব হয়েছে এই পদ্ধতিতে।
তারমানেটা কি দাড়ালো? ১জি থেকে ২জি পর্যন্ত একটা বিশাল পরিবর্তন। এ্যানালগ থেকে ডিজিটাল হলো। কিন্তু ২জি থেকে ৩জি কিন্তু প্রধানত ইন্টারনেট স্পিডটাই মূল। অবশ্য ৪জি ইতোমধ্যেই পথচলা শুরু করে দিয়েছে ১৫০এমবিপিএস স্পিডের মধ্য দিয়ে। শুভ হোক এই জি এর পথ চলা। আর শিঘ্রই যেন দেখতে পাই গিগাবিট স্পিডও সম্ভব হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৮
অনন্যমানুষ বলেছেন: বাহ!! আপনি দেখি অনেক কিছু জানেন।