![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
বাসার দারওয়ানটার আজ ৪/৫ দিন ধরে জ্বর। হাই হ্যালো টাইপ খবরাখবর নেই প্রতিদিন। মায়া লাগে, আহারে বেচারা একলা একলা পড়ে আছে। কেউ একটু মাথায় পানি দিবে তাও নাই। উল্টা গেট খুলতে একটু দেরী হলেই মালিকদের ঝাড়ি। এই ফ্ল্যাটের ওই ফ্ল্যাটের এটা ওটা এনে না দিলে ঝাড়ির উপর ঝাড়ি।
কয়েকদিন ধরেই ভাবছি পৈথ্যটৈথ্য হিসাবে কেক টেক কিনে দিবো। কিন্তু যখন হয়ে ওঠছে না। গিন্নি বাপের বাড়ী, তাই বাসা থেকে যে খাওয়া পাঠাবো তাও হচ্ছে না।
অবশেষে আজ সকাল বেলা হাতে একটু সময় পেয়ে ভাবলাম ব্যাটাকে একটু সময় দেই। উন্মুক্ত বিশ্বিবিদ্যালয় থেকে ডিগ্রি দিবে সে। জ্বর নিয়ে দেখি পড়াশুনা করছে। পড়া থেকে তুলে নিয়ে টুকটাক খাবাড় কিনে দিলাম। মজার বিষয় হলো, মজা করে শেষে একটা আলুজ এর চিপস্ ও কিনে দিলাম। আর চিপস পেয়েই সে বাচ্চাদের মত অনেক খুশি হলো। তার খুশি দেখে আমার আত্মতৃপ্তি হলো। সত্যিই সুখি হওয়াটাই বরং অনেক সহজ।
"কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষের মাঝেই স্বর্গ-নরক মানুষেতে সুরাসুর"
২| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৬
ডরোথী সুমী বলেছেন: ওরা একটুতেই খুব খুশী হয়। অতচ সিঁড়ি দিয়ে উঠা নামার সময় আমরা ওদের দিকে একবার ফিরেও তাকাইনা। ওরাই কিন্তু আমাদের নিরাপদ রাখে।
৩| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৯
ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল্লাগসে লিখাটা ||
৪| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৭
মদন বলেছেন:
৫| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৬
সোহানী বলেছেন: ভালো লাগলো............
৬| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০০
সেলিম মোঃ রুম্মান বলেছেন: "কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষের মাঝেই স্বর্গ-নরক মানুষেতে সুরাসুর"
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৬
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: মন ছুঁয়ে গেলো।