![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
শুয়ে পড়েছি, হঠাৎ ধড়মড় করে ওঠে বসলাম। ডাক্তারদের নিয়ে এই ষ্ট্যাটাসটা না দিলেই না।
ডাক্তারী একটা পেশা। বইয়ের ভাষায় বলতে গেলে মহৎ পেশা। শিক্ষকতাও বইয়ের ভাষায় মহৎ পেশা। এবার ডাক্তার বন্ধুদের প্রশ্ন করতে চাই, আপনি টাকা খরচ করে আপনার সন্তানকে শিক্ষকের কাছে অংক পড়তে দিলেন। শিক্ষক টাকা নিলো, পড়ানোর নামে কিছুই পড়ালো না। উল্টা আরো কিছু জিহাদী, জঙ্গী শিক্ষা দিয়ে আপনার সন্তানকে ধংস করে দিলো। বইয়ের ভাষায় যে পেশা মহৎ পেশা, শিক্ষকতা। সেই শিক্ষককে আপনি বাদশা আলমগীর হয়ে মাথায় তুলে নাচতে নাচতে বলবেন "আজ হতে চির-উন্নত হল শিক্ষাগুরুর শির?"
কয়দিন আগেইতো স্বনামধন্য এক ডাক্তার, ধানমন্ডির স্বনামধন্য এক হাসপাতালে মারা গেলেন ডাক্তারদের অবহেলায় ও ভুল চিকিৎসায়। ঐ ডাক্তার যদি আপনার পরিবারের কেউ হতো তাহলে মেনে নিতে পারতেন??
কথা খুব সহজ, আপনি সাধ্যমত চেষ্টা করার পরেও যদি রুগির অবনতি হয় এবং রুগির স্বজনেরা আপনাদের দোষ দেয়, আপনাদের সাথে খারাপ আচরণ করে তাহলে তা দুঃখজনক। অবশ্যই দুঃখজনক।
এর চাইতেও দুঃখজনক হলো, কথায় কথায় যে আপনারা চিকিৎসা বন্ধ করে দেন এইটা। আপনাদের কাছে আমরা জিম্মি। আপনারা আমাদের কষ্ট কমান, মৃত্যু ঠেকায়ে রাখেন। এইইতো আপনাদের ক্ষমতা, নাকি?
আপনাদের চাইতে বড় মনের পেশা হচ্ছে মুচির পেশা। দুই একটা জুতায় গন্ধ থাকলে তারা জুতা সেলাই করা বন্ধ করে দেয়না।
কোন রাস্তাই কাঁটা ছাড়া না। প্রফেশনাল হেসেল সব জায়গাতেই আছে। আপনারা মনে করেছেন যারা ইঞ্জিনিয়ার তারা খুব ভালো আছে? মাসের পর মাস রাত,দিন খেটে হয়ত আপনাদের কোন একটা ব্লাড টেষ্ট বা অন্য কোন কিছুর সফটওয়্যার বানানোর পরেও যখন মালিক বলে, কি ফালতু কাজ করছেন? গেট আউট ফ্রম মাই অফিস। তখন ইঞ্জিনিয়াররা কি বলে ডাক্তারদের যন্ত্রপাতি বানাবো না?
এতই যদি ক্ষমতা থাকে তো দেন না বন্ধ করে। চির দিনের মতই প্র্যাকটিস বন্ধ করে দেন। এই আপনিই, এই আপনার খুব কাছের মানুষটিই তখন হয়ত বিনা চিকিৎসায় মারা যাবে। আমার ডাক্তার বন্ধুরাই হয়ত দেখবে আমি খুব সস্তা একটা রোগে মারা যাচ্ছি, অথচ দেশে কোন ডাক্তার নাই দুই টাকা দামের একটা ট্যাবলেট খাইয়ে আমাকে বাঁচানোর।
সাধারন মানুষ ৯৯.৯৯% ই আপনাদের সম্মান করেন। আজকাল তো পাঁচশো, হাজার টাকার নীচে কোন ডাক্তারের ভিজিটই নাই। অনেক কষ্টে জমানো টাকায় ভিজিট দিয়ে যখন আপনাদের কাছে যায়। তখন আপনাদের তুচ্ছ তাচ্ছিল্য ভাব দেখেও বলার সাহস পায় না, স্যার আমার সমস্যাটা একটু খুইল্যা কই। এত এত দিনের অপেক্ষায় যে মানুষটা জীবন মৃত্যুর দোলায় চেপে আপনার কাছে গেলো তাকে আপনি ২ মিনিটও সময় দিলেন না! তখন কি অন্য ডাক্তাররা বলেন, আমাদের মান সম্মান নষ্ট করাতে পারবেন না, রুগিকে মনযোগ দিয়ে দেখুন।
যাই হোক, ভালো কথা, দেন সব বন্ধ করে দেন। অসুস্থ মানুষ বেঁচে থেকে করবেটা কি? ফাও পরিবারের বোঝা। যারা ন্যাচেরালি নিরুগ মানুষ, তারাই বেঁচে থাকুক। আপনারা ডাক্তার থাকার দরকার নাই, মানুষ হয়ে যান।
(এই লেখা অবশ্যই তাদের জন্য প্রযোজ্য না, যারা মানুষ সেবার ব্রত নিয়ে ডাক্তারী করেন)
পরিশেষেঃ আমার মা কয়েক বছর ধরেই অসুস্থ, ভীষণ অসুস্থ্য। মা'কে নিয়ে ঢাকায় হাসপাতল টু হাসপাতাল দৌড়েছি। ডাক্তার বদলেছি, কাজের কাজ কিছুই হয়নি। দীর্ঘদিন হাসপাতালে থেকে মা ঢাকার ডাক্তারদের উপর বিরক্ত হয়ে দেশের বাড়ী চলে গেলেন। কুমিল্লায় গিয়ে ডাঃ শশাংক শেখর মন্ডল নামের এক মহাপুরুষের সন্ধান পেলেন। যিনি তাঁর চেষ্টা, মমতা দিয়ে কোমা থেকেও আমার মা'কে ফিরিয়ে এনেছেন। দাদা দুই একবার ঢাকায় আমার বাসায় এসেছেন। আমাদের প্রফেট সাঃ তাঁর মাথার পাগড়ী খুলে যেমন তাঁর দুধ মা হালিমাকে বসতে দিয়েছিলেন আমিও তেমনি আমার সাধ্যের সমস্ত সম্মান এই মহামানবকে করি। কে বলেছে আমরা ডাক্তারদের সম্মান করি না? এর ধারে কাছের সম্মান অন্য কোন পেশার লোকেরা পেয়ে থাকেন?
*******************************
Answer to Dr. সিরাজুম মনিরা মোহনা,
আমার লেখায় কোথাও ডাক্তারদেরকে ছোট করিনি বরং অন্য সব প্রফেশন থেকে বেশী সম্মানের কথাই বলেছি। আর আপনারা ডাক্তাররা মাইর খেলে এমন করে চিকিৎসা বন্ধ করে দিয়ে কি বুঝাতে চান? ধরেন বিশ্বকাপ খেলা চলছে, ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ। হঠাৎ বিদ্যুৎ চলে গেলো। এলাকার সবাই গিয়ে বেচারা ইঞ্জিনিয়ারকে মাইরধর করলো, সাবষ্টেশান ভাংচুর করলো। ইঞ্জিনিয়াররা বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখবে? নাকি ইঞ্জিনিয়াররা আপনাদের কাছে গুনায় পড়েনা?
রোগির আত্মীয়-স্বজন মারা গেলে ইমোশনাল হয়ে যাওয়া স্বাভাবিক। আপনাদের সিলেবাসে এই বিষয়টা হেন্ডেল করার কৌশল অন্তর্ভুক্ত থাকা উচিৎ। যে বেচারার মা মারা গেলো বলে আপনাকে গালমন্দ করলো, সেই লোকটাই মায়ের দাফন টাফন করার পর হয়ত আপনার চেম্বারে এসে বসে রইলো, আপনি না গেলে সে মিলাদ শুরু করবে না। তখন এই ভালোবাসার কাছে কি তার সেন্টিমেন্টের সময়ের আচরণ ক্ষমাযোগ্য না।
মাইর দেওয়া, গালমন্দ করা এইগুলো ভদ্র সমাজের কথা না। আমরা এখনো সম্পূর্ণ ভদ্র হয়ে যাইনি বলেই এমন আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটছে। শুধু যে ডাক্তারদের সাথেই ঘটছে তা না। বাসের কন্ডাকটারি করাও একটা পেশা, এদের সাথেও আনএক্সপেক্টেড ঘটনা ঘটছে। আর এক্সেপশন কেন নট বি দ্যা এক্সামপল।
আপনাদেরকে রাগানোর জন্য বলছিনা। জাষ্ট চিন্তা করে দেখুন, আপনি যখন ডাক্তার হননি তখন রুগিরা কি আপনার হাত পা ধরে বলেছে, প্লিজ আপনি ডাক্তার হয়ে আমাদের বাঁচান? আপনি নিজের তাগিদেই ডাক্তার হয়েছেন। হয় ইনকাম করার জন্য নাহয় মানুষ সেবা করার জন্য। তো আমার কথা হলো, যেহেতু আপনি দেখছেন প্রফেশনে থাকাটা রিস্কি, তো প্রফেশন চেঞ্চ করে ফেলেন অথবা বিদেশ চলে যান। আর যদি মানুষ সেবার ব্রতই নিয়ে থাকেন তো আপনি নিজের তাগিদেই সেবা দিবেন, বন্ধ করে দিতে পারবেন না।
আর আপনি আমার মায়ের কথা বল্লেন তো, হ্যাঁ ডাক্তারের কাছেই গিয়েছিলাম। তিনি মানুষ সেবার ব্রত নেওয়া ডাক্তার। আর এই কারনেই আমি উদাহরণ দিয়ে বলেছি, নবীজি যেমন মাথার পাগড়ী খুলে উনার দুধ মা হালিমাকে বসতে দিয়েছিলেন নবী হওয়ার পর। আমিও তেমনি আমার সাধ্যের সমস্ত সম্মান আমি ওই ডাক্তারকে করি।
আপনারা মানুষের সম্মানটা দেখবেন না, লাখে দুই একজনের ভুলের কারনে গোটা মানুষদের সার্ভিস দেওয়া বন্ধ করে দিবেন। ভীষন ক্ষমতা আপনাদের। কারন কি জানেন? কারন আপনাদের হাতে আমাদের প্রাণের সমাধান। বলেন, যা খুশি বলেন। এই লেখা লেখার পর যদি অসুস্থ হয়ে যাই তখন এই আমিই আপনাদের সামনে এসে হয়ত বলবো ডাক্তার সাহেব বাঁচান। তো আপনারা যা খুশি করবেন না তো কারা করবে?
২| ১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: স্বনামধন্য দুই ব্লগার যারা সম্ভবত ডাক্তার হবেন তারা দেখেন কী ভাবে মানুষকে তাচ্ছিল্য করছে ২১ নং ও ৩০ নং কমেন্টস পড়ে দেখেন।
এনার ভাবছেন তারা হলেন ত্রাতা তাদের বিরুদ্ধে কিছুই বলা যাবে না। কিন্তু তার কি কখনও ভেবে দেখেছেন তাদের ডাক্তার হওয়ার পিছনে রাষ্ট্রের কত টাকা খরচা হয়েছে এবং সেই টাকার উৎস কি?
এই সব স্বনামধন্য ডাক্তারদের বলছি আপনাকে ডাক্তার বানানোর পিছনে আমার টাকাও খরচা হয়েছে কারণ আমি রাষ্ট্রকে ট্যাক্স দেই। ট্যাক্স এর টাকাই রাষ্ট্র আপনার পিছনে ব্যয় করেছে। সুতরাং জনগনকে তুচ্ছ তাচ্ছিল্য করা থেকে বিরত থাকুন।
জনগনের প্রতি আমার আহবান কেউ অধম হলে আমি কি উত্তম হব না?
৩| ১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৬
শাহ আজিজ বলেছেন: attitude কিন্তু বদলে দ্যায় রোগী এবং তার স্বজনদের ব্যাবহার । এইখানে বিশাল একটি ফারাক সৃষ্টি হয়ে আছে । গ্রামের মেম্বারের পোলা ডাক্তার হইয়া ভাবে সে দেশের প্রেসিডেন্ট তুল্য আর রোগীর আত্মীয়রা ডাঃ কে রোগীর অসুস্থতার উপযুক্ত বিবরন দ্যায়না । ইনটারফেয়ার মারাত্মক ভাবে হয় যার ফলে রোগী ক্রমশ নির্জীব হতে থাকে । আমি এটার প্রত্যক্ষদর্শী । আরও সিনিয়র ডাঃ চাই এমারজেন্সিতে ।
দেখুন অসংখ্য পোস্ট এসেছে এই বিষয়ে, কিন্তু ডাঃ রা এখনো "তারাই সঠিক" এবং পাবলিক বেঠিক পর্বে আছেন । মনে হয়না এই পর্বের অবসান হবে । এর পুনরাবৃত্তি হবে এবং একটা সময় ডাঃ রা অবরুদ্ধ হয়ে পড়বেন হাসপাতালে । পুলিশের মাকে/বাবাকে অবহেলা করেছেন , এরপর পুলিশ কোন নিরাপত্তা দেবেনা । ক্ষমা চান এবং একজন দেবী শেঠী অনুসরন করুন , দেখবেন উন্নতি হচ্ছে । নিজ রোগীকে কুত্তার বাচ্চা মনে করলে বাথরুমের ধোলাইত খেতেই হবে ।
বদলে দিন , বদলে যান ( এবং মেডিকাল রিপ্রেসেনটেটিভ দের দেওয়া উপহার নেওয়া বন্ধ করুন )!!
৪| ১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৯
নিঃশব্দ শিশির! বলেছেন: Click This Link
৫| ১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৫
পরশ পাথর বলেছেন: কোন রাস্তাই কাঁটা ছাড়া না। প্রফেশনাল হেসেল সব জায়গাতেই আছে। আপনারা মনে করেছেন যারা ইঞ্জিনিয়ার তারা খুব ভালো আছে? মাসের পর মাস রাত,দিন খেটে হয়ত আপনাদের কোন একটা ব্লাড টেষ্ট বা অন্য কোন কিছুর সফটওয়্যার বানানোর পরেও যখন মালিক বলে, কি ফালতু কাজ করছেন? গেট আউট ফ্রম মাই অফিস। তখন ইঞ্জিনিয়াররা কি বলে ডাক্তারদের যন্ত্রপাতি বানাবো না
এইখানে মালিক কি ইঞ্জিনিয়ারের গায়ে হাত তুলেছে? না, তুলে নাই। তাহলে আপনি কিভাবে তুলনা করলেন? বাড়ডেমের ঘটনায় তো ডাক্তরদের শারিরিক আঘাত করা হয়েছে।
১৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৮
সুখী মানুষ বলেছেন: শারিরিক আঘাত করলে এর অবশ্যই বিচার হবে। বিচারে আইন অনুযায়ী ফাঁসি হইলে তাই হবে। কিন্তু তাই বলে সবার চিকিৎসা বন্ধ করে দিবেন? অনাকাঙ্খিত হলেও সব পেশায় এমন মাইর খাওয়ার ঘটনা অর্ধ-শিক্ষিত দেশে হয়। তাই বলে সবাই এমন করে সার্ভিস বন্ধ করে দিলে ভালো হবে?
আর একটা বিষয় আমি কিছুতেই বুঝতেছিনা...
আরে ভাই, দোষতো ডাক্তারদের কেউ দিচ্ছে না!!!
দোষ দিচ্ছে ডাক্তার নাম নিয়ে যারা অবহেলা, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি করছে তাদেরকে... আপনারা কি ওই দলে?
যদি ওই দলের হয়ে থাকেন তো ভালো হয়ে যান।
যদি ওই দলের না হন তবে ভালোবাসায়, সম্মানে তখনও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন।
আর আপনার পরিবারের সদস্যদেরকেতো আপনি সবসময় দেখতে পারেন না, অন্য ডাক্তারদের কাছে দেখাতে হয় নিশ্চয়ই। তখন কি আপনি কনসার্ন থাকেন না?
৬| ১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৪
বাঁশ আর বাঁশ বলেছেন: ডাক্তাদের নিয়ে যাদের চুল্কানি তারা প্লিজ কখনও তাদের সামনে যাবেননা।।।। ডাক্তারদের বয়ে যায়নি মার খাওয়ার পরেও মানুষের সেবা করতে।।। ভাল ব্যবহার করতে পারলে সেবা পাবি, না হলে ধুকে ধুকে মর।।। মানবতার গুষ্টি কিলাই।।।।।। ঘুঘু দেখছোস, ফাদ দেখোস নাই।।। চিনস নাই ডাক্তারেরা কি জিনিস।। তোরা বহু অসহায় আমাদের কাছে।।। আর হ্যাঁ, আমি অমানুষ, রক্তচোষা।।।।
১৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৫
সুখী মানুষ বলেছেন: আপনি ঠান্ডা মাথায় লেখাটা পরে আবার একবার পড়ে দেখবেন।
লজ্জা যদি লাগে তবে আপনি মানুষ
যদি লজ্জা না লাগে তবে আপনি নান্দাইলের ইউনুসের যোগ্য না।
শিক্ষিত মানুষ হয়ে যদি এমন কথা বলেন, আপনি আইনের জটিলতায় পড়লে উকিল আপনারে দেখবে না। আপনি থানায় গেলে পুলিশ আপনারে সাহায্য করবে না। আপনি বাজারে গেলে, দোকানদার আপনার কাছে মাল বেচবে না। আপনার বাথরুমে সমস্যা হলে মেথর আপনার সাহায্য করবে না। কারন কি জানেন? কারন এরাই আপনার এই উগ্র, নগ্ন মানসিকতার শিকার।
একটা উদাহরন দেই,
একবার দূরদর্শনে হেমন্ত মুখার্জির কণ্ঠের প্রশংসা করার সাথে সাথে হেমন্ত সাহেব শিউরে ওঠলেন! তিনি সঙ্গে সঙ্গে বল্লেন, এই কণ্ঠতো আমার না! এই কণ্ঠ দিয়েছেন তিনি (স্রষ্টা)। তিনি গান গাওয়াচ্ছেন বলেই গাইছি আর আপনাদের তা ভালো লাগছে।
বিনয় দেখেছেন???
বিনয়ী হোন। উপরওয়ালা চাইলে (আল্লাহ না করুন) আপনারও ক্যান্সার হতে পারে। এবং আমাদের পাওয়া অবহেলার কষ্ঠ হয়ত আপনাকে জীবন দিয়েই তা অনুধাবন করতে হবে। আল্লাহ আপনাকে এই বিপদে না ফেলুক।
৭| ১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০২
দখিনা বাতাস বলেছেন: বাশ বাবা, পারলে বন্দ কর তোরা ডাক্তারি। নিজেরাই না খাইয়া মরবি সবার আগে
আমরা না খাইয়া মরমু না, কবিরাজ আছে, একটু টাকা থাকলে ভারত আছে। আর বেশি টাকা থাকলে সিংগাপুর, থাইলেন্ড আছে। তোরা কি করবি? না খাইয়া মরবি
৮| ১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৪
মদন বলেছেন: @ শাহ আজিজ
বদলে দিন , বদলে যান ( এবং মেডিকাল রিপ্রেসেনটেটিভ দের দেওয়া উপহার নেওয়া বন্ধ করুন )!!
স্যালুট আপনাকে।
এই বিষয় নিয়ে আমার একটি পোষ্ট ছিলো Click This Link
৯| ১৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০২
শাহ আজিজ বলেছেন: লেখক বলেছেন: আপনি ঠান্ডা মাথায় লেখাটা পরে আবার একবার পড়ে দেখবেন।
লজ্জা যদি লাগে তবে আপনি মানুষ
যদি লজ্জা না লাগে তবে আপনি নান্দাইলের ইউনুসের যোগ্য না।
নামটা রাখছে বাশ আর বাশ
চটকানি দ্যান ঠাশ আর ঠাশ
১০| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৭
দুরন্ত পথিক০৫ বলেছেন: ডাক্তাররা মানুষ না, রোবট, তাদের গায়ে হাত তুল্লে তারা কিছু করবে না, হাসি মুখে চিকিৎসা দিয়ে যাবে। আর পাব্লিক বাহ বাহ দিবে সন্ত্রাসীদের, তাদের নিয়ে কোনো কথা বলবে না। এদেশে আন্দোলন খালি ডাক্তাররাই করে। হরতালে রোগী হাসপাতালে আন্তে না পারায় রোগি মারা গেলেও সুশীল ব্লগাররা তখন চুপ থাকে, কারন হরতালে মানুষ যিম্মি হয়না, খালি ডাক্তার চিকিৎসা বন্ধ করলেই সবাই জিম্মি হয়ে যায়।
১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৭
সুখী মানুষ বলেছেন: ডাক্তারের গায়ে হাত তোলার বিচার চায় নাই এমন মানুষ কে আছে প্রমান চাই
আপনারা নিজেদের পাব্লিক ভাবেন না কেন এর উত্তর চাই
হরতালে ব্লগাররা চুপ থাকে এই তথ্যের প্রমান চাই
ডাক্তার চিকিৎসা বন্ধ করবে কেন! আজব... ইমাম সাহেব কি শীত বেশী পড়লে বলবেন যে ফজর নামাজ পড়াবো না? দায়িত্ব বলে কথা আছে না?
আপনাদের দেখানো পথে প্রত্যেক পেশার লোক সার্ভিস বন্ধ রাখবে কোন অনাকাংখিত ঘটনায়?
আরে ভাই যেই ডাক্তার ভদ্রলোকের গায়ে হাত তুলছে তারওতো চিকিৎসা দরকার! তাই, আমাদের কনসার্ন হলো চিকিৎসা কেন বন্ধ রাখবেন। আর আপনারা যা খুশি বলে যাচ্ছেন। এর অর্থ কি?
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৮
মাঘের নীল আকাশ বলেছেন: ডাক্তার, উকিল, পুলিশ...এরা মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে ব্যবসা করে।
গতকালকেই ব্লগে এক রেখায় দেখলাম, একজন ডাক্তার রোগীদের গরু বলে সম্বোধন করছে...ডাক্তাররা আসলে শিক্ষিত জানোয়ার আর কি!
শিক্ষাজীবনে কমবেশী সবারই লক্ষ্য থাকে পাশ করে বের হয়ে উচ্চ শিক্ষা নেয়া কিংবা ভাল চাকরী করে ডিসেন্ট একটা লাইফ লিড করা। কিন্তু ডাক্তারদের উদ্দেশ্য থাকে...এমবিবিএ দিয়েই দোকানে বসে বসে রোগীদের জিম্মি করে পয়সা আদায় করা।