![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
১৯৮৬ সালের দিকের কথা। মেলায় চাঁচের রঙ্গীন চশমা পাওয়া যেত, দাম দুই টাকা। টিনের পিস্তল, ডেবের-ডোল ইত্যাদি কেনার পর চশমা কেনার আর বাজেট ছিলো না। মনে একটা দুঃখ রয়ে গেলো। মেলার দিন অথচ চোখে একটা রঙ্গীন চশমা দিবো না!
বিকাল বেলা স্কুলের মাঠে টিনের পিস্তল হাতে ডেবের ডোল নিয়ে হাটছি। মোটাসোটা একটা লোক আমার চোখে একটা চশমা পড়িয়ে দিলো। এখনো চোখো ভাসে, আহা কি সুন্দর একটা হাসি দিয়ে বলেছিলো -এইটা তোমার। শিশুকালে বহু ভেবেছি, হিসাব মিলাতে পারিনি। যেনতেন জিনিস না, একটা রঙ্গীন চশমার মত জিনিস আমাকে দিয়ে দিলো!
এই চশমা আমার মনে বীজের মত গেঁথে গেলো। বীজ থেকে হড়েক রকম গাছ গজালো। এই গাছ থেকে এখন অনেক কিছু ঝরে পড়ে। উদাহরণ দেই।
স্বল্প-আয়ের এক বাবা ঐ দিন বলছিলো তার ছেলেটা ক্রিকেট খেলা দেখতে শিখেছে। এখন তার একটা ব্যাট লাগবে। বেতন পেলেই তিনি ব্যাট কিনে নিয়ে যাবেন। ভদ্রলোকের আর বেতন পর্যন্ত অপেক্ষা করতে হলো না। কারন, ঐযে মনে চাঁচের চশমার বীজ বুনে দিয়েছিলেন এক অপরিচিত ভদ্রলোক। এই বীজের গাছ থেকেই ঝরে পড়লো একটা ক্রিকেট ব্যাট আর তিনটা টেনিস বল ।
আমি শুধু ভাবি আর মজা পাই। চাঁচের চশমার বীজেরই এত ক্ষমতা! তাহলে ক্রিকেট ব্যাটের মত এমন আরো অনেকগুলো বীজ যে এরই মধ্যে অনেক মনে গেঁথে গেলো। এরা যখন বড় হবে তখন এইসব বীজের ক্ষমতা নিশ্চয়ই আরো অনেক বেশী হবে।
আহা, সব শিশুর শিশুকাল সুখের স্মৃতিতে ভরে ওঠুক।
০৫ ই মে, ২০১৪ সকাল ১০:৪৮
সুখী মানুষ বলেছেন: আপনি ভালো মানুষ
ভালো মানুষের গন্ধ পাই...
২| ০৫ ই মে, ২০১৪ সকাল ১১:২২
শরৎ চৌধুরী বলেছেন: চমৎকার একটা সংষ্পর্শ। +।
৩| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৮
নিশাত তাসনিম বলেছেন: অল্প কথায় কি চমৎকার লিখেছেন। ভালো লাগলো।
৪| ০৫ ই মে, ২০১৪ দুপুর ২:৪৫
জাহাঈীর হোসেন রবিন বলেছেন: পুরনো দিনের কথা মনে পরে গেল..............।
৫| ০৫ ই মে, ২০১৪ রাত ৯:০২
অন্ধবিন্দু বলেছেন:
আহা ...
৬| ০৫ ই মে, ২০১৪ রাত ১০:৩০
মামুন রশিদ বলেছেন: খুব ভালো লাগলো । দিকে দিকে ছড়িয়ে যাক চাঁচের বীজ, রাঙা হোক শত শৈশব ।
৭| ০৫ ই মে, ২০১৪ রাত ১০:৫০
নীল-দর্পণ বলেছেন:
৮| ০৬ ই মে, ২০১৪ রাত ১২:২৭
দুরন্তু পথিক বলেছেন: খুব ভাল লাগলো
৯| ০৬ ই মে, ২০১৪ সকাল ১১:২৯
ব্যাকুল পথিক বলেছেন: পড়ে স্বাদ পাইলাম
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৪ সকাল ১০:৩২
wasim_khan29 বলেছেন: শুধুমাত্র আপনার জন্যই লগইন করতে হলো। আসলেই শিশু-কিশোর কালে মনের ভিতর যা দাগ কাটে (সেটা ভালো হোক আর খারাপ হোক) তা দিয়েই একজন মানুষের ভিত সৃষ্টি হয়। এভাবেই ভালো বীজগুলো বপন করা হয়। যা মানুষ তার সারা জীবন বয়ে নিয়ে চলে। বীজের অঙ্কুরদগম হয়। তা থেকে সৃষ্টি হয় মহীরুহুর। আমরা যদি আমাদের সকল শিশুদের মনে এমন বীজ বপন করতে পারি তাহলে একদিন আমাদের সমাজ পাল্টে যাবে। এই সব শিশুরা আমাদের এই ধ্বংসপ্রাপ্ত (মূল্যবোধের অবক্ষয়প্রাপ্ত) বাংলাদেশকে একদিন সোনার বাংলায় রুপান্তর করতে পারবে। আমরা তো আমাদের মূল্যবোধ - বিবেক, সৃজনশীলতা সব নষ্ট করে ফেলেছি। তার বদলে হিংসা ও অবক্ষয়ের বীজন বহন করে চলেছি। ভালো থাকবেন। আপনার পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ।