নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

এই কঠিন জোকারের হাত থেকে আমার মুক্তির উপায় কী?

০১ লা জুন, ২০১৪ সকাল ১০:০৮

চুটকি বলে আটকে গেছি এক ভদ্রলোকের কাছে।

কমন একটা জোকস বলেছিলাম। ঐযে এক ভদ্রলোক সৌদি আরব ঘুরে এসে বল্লেন, ভাই ভাষাতো তাদের আরবী, শুধু আজানটাই বাংলায় দেয়। ব্যাস্ ভদ্রলোক সিরিয়াস হয়ে গেলেন।



- আচ্ছা আজান কি সত্যি সত্যি বাংলায় দেয়?

- আরে ভাই কথার কথা।

- কথার কথা তো বাজেকথা। আজান নিয়া তো বাজে কথা হইতে পারে না। ভাই আপনি একটু খোঁজ নেন।

- ভাই বাদ দেন, এইটা জাষ্ট একটা জোকস্।



কয়েক দিন পর ভদ্রলোকের সাথে আবার দেখা। ভদ্রলোক খুব সিরিয়াসলি জিজ্ঞাসা করলেন।

-ভাই, আমি বিষয়টা নিয়ে খুব ভাবছি। আচ্ছা আজানটা এরা বাংলায় কিভাবে দেয়?



আল্লাহ তুমি মহান

আল্লাহ তুমি মহান



এই ভাবে?



- ভাইরে আপনে তো আমারে মুসিবতে ফেলে দিলেন। এইটা একটা জোকস্ মাত্র। যেই ভদ্রলোক সৌদি আরবে গিয়েছিলেন তিনি হয়ত লোকাল লোকদের আরবী কথোপকথন কিছুই বুঝেন নাই। কিন্তু আজানটা পরিচিত মনে হয়েছে। কারন এই আজানতো দুনিয়ার সব জায়গায়ই একই, আরবী। শুনতে শুনতে আরবীটাকেও নিজের মনে হয় এই যা।

- ভাই আরবীটাকে বাংলা কেন মনে হবে?

- বাংলা বলি নাই ভাই, নিজের মনে হয় বলছি।

- কিন্তু ঐ দিনতো বল্লেন, আজান বাংলায় দেয়। এমন হইতে পারে না, বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা বলে, ঐখানে তার গুরুত্ব দেয়া হচ্ছে!



আচ্ছা ভদ্রলোককি আমাকে নিয়ে মজা করছেন?

তিনিতো তাহলে কঠিন জোকার!

এই কঠিন জোকারের হাত থেকে আমার মুক্তির উপায় কী?

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৪ সকাল ১০:২০

মদন বলেছেন: =p~

০১ লা জুন, ২০১৪ সকাল ১০:২৬

সুখী মানুষ বলেছেন: ভাই আপনি আমার লেখায় ঢু মারেন, এই আনন্দ একজন পাঠকহীন লেখক ছাড়া আর কেউ বুঝবে না ;)

যদি সম্ভব হয় তো [email protected] এ একটা ইমেইল কইরেন।

২| ০১ লা জুন, ২০১৪ সকাল ১০:৪৩

শাহ আজিজ বলেছেন: বাংলাদেশ থেকে দুজন কৃষক কে ইংল্যান্ড পাঠান হল ওখানের চাষ বাস পদ্ধতি বোঝার জন্য । ওরা খুব ভীত ছিল ইংরেজি জ্ঞ্যান না থাকায় । রাস্তার পাশে জমির আইলে দুই শিশু কথা বলছে অনরগল ইংরেজিতে , তাও চাষার ছেলে। ওরা একে অপরকে বলতে লাগল "ব্যাটা দেখছস , আমগো চেয়ারম্যান ও এই পুলাপাইনের মত ইংলিশ কইবার পারেনা , কি তাজ্জব বাত"।

০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:৩১

সুখী মানুষ বলেছেন: ভাই আপনে আমাকে আরেক মুসিবতে ফেলতে চান! :(

৩| ০১ লা জুন, ২০১৪ সকাল ১০:৫৭

ডরোথী সুমী বলেছেন: দুটো জোকসই ভাল লেগেছে। তবে বোঝা গেল সবাই জোকস বোঝেনা। শুভ কামনা।

৪| ০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:৪২

is not available বলেছেন: মজা পেলাম!

৫| ০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:৪৭

আরজু মুন জারিন বলেছেন: চুটকি বলে আটকে গেছি এক ভদ্রলোকের কাছে।
কমন একটা জোকস বলেছিলাম। ঐযে এক ভদ্রলোক সৌদি আরব ঘুরে এসে বল্লেন, ভাই ভাষাতো তাদের আরবী, শুধু আজানটাই বাংলায় দেয়। ব্যাস্ ভদ্রলোক সিরিয়াস হয়ে গেলেন।

আমি ও খুব সিরিয়াস হয়ে গেলাম ভাই। :!> :!> :!>

বাংলা বলি নাই ভাই, নিজের মনে হয় বলছি।
- কিন্তু ঐ দিনতো বল্লেন, আজান বাংলায় দেয়। এমন হইতে পারে না, বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা বলে, ঐখানে তার গুরুত্ব দেয়া হচ্ছে! B:-/ B:-/ B:-/

৬| ০১ লা জুন, ২০১৪ দুপুর ১:০২

নাভিদ কায়সার রায়ান বলেছেন: হা হা হা। মজা পাইলাম।

৭| ০১ লা জুন, ২০১৪ দুপুর ১:২৫

ঢাকাবাসী বলেছেন: ভারি মজা পেলুম!

৮| ০১ লা জুন, ২০১৪ দুপুর ১:৩৯

হাসান রাজু বলেছেন: ভাই, আমিও অফিসে আমার পাশের কলিগদের মাঝেমাঝে চুটকি শুনাই । চুটকি শেষে একজনের অপলক চাহনি আমায় বিব্রত করে। ওই চাহনির অর্থ ' এর পর কি হল?' ।

৯| ০১ লা জুন, ২০১৪ বিকাল ৩:৩৪

সময়ের ডানায় বলেছেন: :D :D :D :P

১০| ০২ রা জুন, ২০১৪ রাত ৩:৫০

সকাল হাসান বলেছেন: এমন চুটকি বলা উচিৎ না। অনেকেই সিরিয়াস হয়ে যেতে পারে।
যেমন আমিও প্রথম দিকে হয়ে গিয়েছিলাম।

পরের পার্ট পড়ে বুঝলাম কাহিনী।

তবে ঐ ভদ্রলোক আসলেও কঠিন জিনিস। সব ব্যাখ্যা দেওয়ার পরও জিনিসটাকে প্যাচালেন।
কঠিন জোকার মাইরি ঐ ভদ্রলোক।

১১| ১২ ই জুন, ২০১৪ দুপুর ২:২০

আসোয়াদ লোদি বলেছেন: কঠিন জোকারকে এ কথা বলা যায়- সৌদিরা জোব্বার নিচে ন্যাংটো থাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.