![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
একদা...
বাংলার পুরুষদের কাজ ছিলো সংসার চালানোর যাবতীয় টেনশান একা একটা বয়ে বেড়ানো। বাচ্চাকাচ্চা বড় করা, কান্না করলে থামানো, হাগু করলে ছুচু করানোসহ যাবতীয় সব কাজ ছিলো নারীর।
যুগ বদলেছে, ভালোর দিকেই বদলেছে। এখন বিপদ আপদের সথা খুব সহজ করেই শেয়ার করা যায় সংসারে। বাচ্চাকাচ্চা এখন আর হয়না, এখন হয় বাবুসোনা। আর এই বাবুসোনাদেরকে কিভাবে সময় দিতে হবে, কিভাবে বড় করতে হবে এই প্ল্যানগুলো হয় দু'জনে মিলে। চরম, পরম, সর্বোচ্চ মমতামাখা ভালোবাসায় করা হয় এই প্ল্যান। আগে মানুষ একটাই চাকরী করতো, রাস্তাঘাটে এত জ্যামজটও ছিলোনা। এরপরেও বাসায় ফিরে বাচ্চাকাচ্চাদের সময় দিতে চাইতোনা। আর এখন চাকরী, চাকরীর উপর আরো কাজ, কাজের উপর কাজ সবাই করছে। কিন্তু বাবুসোনাদের সময় দিচ্ছে একেবারে যথেষ্ঠ। বল্লাম না, যুগ বদলেছে, ভালোর দিকেই বদলেছে।
-০-
আজ প্রিয়'র প্রথম ঈদ। ওতো আর এইসব বুঝেনা। ওর হয়ে আনন্দটা আজ ওর মা-বাবা'ই করলাম আজ। বড় হলে যখন এই ছবিগুলো দেখবে তখন মজা পাবে। ওর মধ্যে পরিবারের বন্ধনটা আরো সুখের, আরো শক্ত হবে। কথাগুলো একান্তই ব্যাক্তিগত হলে স্ট্যাটাসে দিতাম না। পজেটিভ একটা ভাবনাতো তাই মনে হচ্ছে ভাবনাটা হোক ছোঁয়াচে, ছড়িয়ো যাক সবার মনে। মন থেকে মনে ঘুরে ঘুরে বেড়ে যাক সব শুভ চিন্তাগুলি।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:৪১
সুমন কর বলেছেন: প্রিয়'র জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো।