নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

দেনা পাওনা।

০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৬

এই ব্যবসায়ীর সম্বল বলতে-

পাঁচ লিটার সয়াবিন তেলের ফেলে দেওয়া বোতলে এক বোতল পানি। একটা পান, সুপারি, সিগারেট রাখার ট্রে। দুইটা বিস্কিটের ঠোঙ্গা।



বনানী ষ্টার কাবাবের উল্টা দিকে বসেন। বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার পর জিজ্ঞাসা করলাম, চাচা বিল কত? ওনি হিসাব করে বিল বল্লেন, টাকা দিলাম। কিন্তু কেমন জানি সন্দেহ হলো, হিসাব করে দেখি টাকা কম বলেছেন। বাকী টাকটা ওনাকে দিয়ে বল্লাম, চাচা লাভ তো দূরের কথা, লোকসান কবেন তো এমন হিসাব করলে। উনি উত্তর দিলেন, বাবা আজ পর্যন্ত এমন অয় নাই। এমনও অইছে, কয়েক দিন পরে আইয়া টাকা দিয়া গেছে।

- যাক ভালো, মানুষে বিবেক জাগতেছে।



এই কথা শুনে চাচা ফিক করে একটা হাসি দিলেন। এই হাসি, দরদী হাসি। জিজ্ঞাসা করলাম,

- চাচা কি অইছে?



চাচা লজ্জা মাখা মুখ নিয়ে মুচকি হাসলেন। আমি কেমন জানি গন্ধ পাচ্ছি। রোমান্টিক একটা হাসি দিয়ে বল্লেন,

- বিবেক নাই মামা মাইয়া মাইনসের। এক মহিলা চাইরটা পান খাইছিলো বহুত আগে। আইজ পর্যন্ত বিল দেয় নাই।



বিল দেয় নাই এতেও দেখি তার আনন্দ ধরে না। মাইয়া মানুষটার বিবেক নাই, এতেও কোন দুঃখ পেয়েছেন বলে মনে হলো না। হয়ত এমনও হতে পারে, ঐ ভদ্রমহিলা হয়ত পান খানই না। চাচাকে খুশি করানোর জন্যই কষ্ট করে হয়ত চারটা পান খেয়েছেন, যেন চাচার স্মৃতিটা সুন্দর হয়। স্মৃতি যে সুন্দর হয়েছে তা তো তার ষাটোর্ধ চেহারার হাসিতেই স্পষ্ট।



আমি চাচার হাতে বিশটা টাকা দিয়ে বল্লাম, চাচা নেন আপনারে ওনার পানের দাম দিয়া দিলাম। এখন মন থেকে ওনার পানা দেওনা শোধবাদ করে দেন। কে জানে চাচা এই দেনা পাওনা মিটাতে চেয়েছিলেন কি না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.