![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
বাংলায় অনার্স মাষ্টার্স করা একজনকে আমি চিনি।
যদি তাকে জিজ্ঞাসা করা হয় গীতাজ্ঞলি কার লেখা? সে বলবে, জিনিসটা কী তা আগে বলেন, এর পর বলতেছি কার লেখা।
এইচ. এম. মেহেদী হাসান (H M Mehedi Hasan) (https://www.facebook.com/himaloe.bd) নামের একজনকে আমি চিনি।
যদি তাকে জিজ্ঞাসা করা হয় - "আমি কি ডরাই, সখি, ভিখারী রাঘবে? " কার কথা? তিনি সাথে সাথে বলবেন
-কথাটা হলো বাসন্তীর। প্রমীলা যখন বাসন্তীকে বল্লো - "চলো, সখি, লঙ্কাপুরে যাই মোরা সবে"। তখনইতো বাসন্তী জবাব দিলো - রাবণ শ্বশুর মম, মেঘনাদ স্বামী–/ আমি কি ডরাই, সখি, ভিখারী রাঘবে?।
শুধু তাই না। এই লাইন রামায়নের কোন ভাবের সাথে যায়। এই লাইন নিয়ে রবীন্দ্রনাথ কী ভাবতেন সব সহ বলার পর বলবেন, ভাই মধুসূধন ছাড়া এই লাইন বাংলা সাহিত্যের কেউ লেখতে পারবেন না। অর্থাৎ তাকে যে জিজ্ঞাসা করা হয়েছিলো - "আমি কি ডরাই, সখি, ভিখারী রাঘবে? " কার কথা? এর উত্তর হলো, মাইকেল মধুসূধন দত্ত।
রবীন্দ্রনাথ বলেছিলেন - "হৃদয়ের প্রত্যেক তরঙ্গ প্রতি-তরঙ্গ যাঁহার কল্পনার নেত্র এড়াইতে পারে না তাঁহাকেই কবি বলি"।
আর তেমনি করে সাহিত্যের প্রত্যেক তরঙ্গ যার নেত্র এড়াতে পারে না তাকেই হয়ত বলে সাহিত্য সমালোচক / আলোচক। মেহেদী আপনি একদিন নামকরা সাহিত্য সমালোচক / আলোচক হবেন, এই কামনা করি।
১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৭
সুখী মানুষ বলেছেন: উনি বাংলায় অনার্স পড়ছেন, সেকেন্ড ইয়ার। আমার সাথে ব্লগে পরিচয়। ভদ্রলোক গতদিন আমার অফিসে এসেছিলেন। গিফ্ট নিয়ে এসেছিলেন, হেলাল হাফিজের, যে জলে আগুন জ্বলে। জ্ঞানী মানুষ।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৩
রাজিব বলেছেন: এইচ. এম. মেহেদী হাসান (H M Mehedi Hasan) কে? উনি কি নিয়ে পড়েছেন?