![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
কয়দিন ধরে একটা কটি পড়ে ঘুরে বেড়াচ্ছি।
ফটোগ্রাফাররা যে কটি পড়েন এই কটি। বউ বল্লো
- কি একটা কটি পইরা ঘুরতাছো, খুলো। জোকার জোকার লাগতেছে।
আমি মৃদু করে হাসলাম। এই হাসির অনেক অর্থ। তবে এই হাসির শেষ মানে হলো, লাগুক জোকার তবু কটি খুলতেছিনা।
ঘটনা হলো, আমার পকেটে অনেক কিছু থাকে। ম্যাগগাইভারের সুইস আর্মি নাইফ থেকে শুরু করে, পাঁচটা পেনড্রাইভ, আইডি কার্ড, মোবাইল, আইপড ইত্যাদি এবং ইত্যাদি।
তাই কয়েকদিন ধরেই ভাবছিলাম একটা কটি হলে ভালো হয়। একেকটা পকেটে একেক জিনিস থাকবে। পলওয়েল মার্কেটে ঘুরে দেখলাম, পেলাম না। কোথায় পাওয়া যায় তা কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, কেউ বলতে পারলো না।
একদিন এক কলিগকে জিজ্ঞাসা করায় বল্লেন
-কটি কই পাওয়া যায় তা তো বলতে পারবো না অরুণ ভাই। তবে আমার কাছে একটা আছে, বিপিএল এর সময় পাওয়া। এইটা হলে চলবে?
সঙ্গে তিনি এইটাও যোগ করলেন, আনইউজড।
আমি হাসি দিয়ে বল্লাম, চলবে মানে! থামে কি না দেখেন!
তো এই গরমের দিনও কটি পড়ে ঘুরার মানে হলো, তিনি যে ভালোবেসে গিফ্টটা দিয়েছেন তার প্রতি সম্মান দেখানো। সবকিছু অদৃশ্য রাখতে হয়না। কিছু কিছু জিনিসের বিহঃপ্রকাশও দরকার আছে।
কাউকে গিফট করলে তা অবশ্যই ভালোবেসে নিতে হয়। নেওয়ার পর ফেলে রাখলে হয় না। তা ব্যবহারও করতে হয়। এতে যিনি দিলেন তিনি খুশি হন। যিনি ভালোবেসে গিফ্টটা দিলেন তাকেতো একটা স্বীকৃতি দিতে হবে, নাকি? তবে এই স্বীকৃতি তাকে খুশি করেই কেন না!
©somewhere in net ltd.