![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
ভদ্রলোকের দিকে আমি তাকিয়ে আছি।
কেবল ভাবছি - রবীন্দ্রনাথ লন্ডন গিয়েছিলেন বেরিষ্টার হতে, হলেন রবীন্দ্রনাথ। হুমায়ূন আহমেদ আমেরিকা গেলেন কেমিষ্ট হতে, হলেন হুমায়ূন আহমেদ। আর এই ভদ্রলোক যেই পেশা দিয়েই শুরু করুন না কেন তিনি একদিন দেশের আইটিতে একটা কিছু হবেনই।
ভদ্রলোক এসেছেন আমার অফিসে। চরম স্মার্ট একটা মানুষ। কথা বলছেন খুব সহজ করে। কথ্য ভাষায় যাকে বলে, সোজা কথা। তার কথা হলো, ভাই আমি কোন স্পন্সর টন্সর চাইতে আসি নাই। গোটা দেশের হয়ে একটা স্বপ্ন দেখা শুরু করছি। যে যার জায়গা থেকে সাহায্য করবেন, এইটাই আশা করতেছি। একেবারে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের মত,
তোমাদের যা কিছু আছে তাই নিয়ে...।
বাংলা ভাষায় তিনি একটা শিক্ষামূলক ওয়েবসাইট করেছেন। খুব সহজে যেন মানুষজন বুঝতে পারে এই আশায়। শুরুটা করেছেন টেকনিক্যাল কনটেন্ট নিয়ে। তার সাইটে কী কী আছে, কী কী থাকবে এগুলো নিয়ে কি যে সুন্দর করে, স্পষ্টভাবে কথাগুলো ভদ্রলোক বলছেন! আমি ভদ্রলোকের দিকে তাকিয়েই আছি। আবার মনে মনে ভাবছি, ইহাই স্বপ্ন যা মানুষকে ঘুমাতে দেয় না; ইহা স্বপ্ন নয় যাহা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। ভদ্রলোকের স্বপ্ন তাকে ঘুমাতে দিচ্ছে না। বেচারা হয়ত মনের মানুষও পাচ্ছেনা কথাগুলো খুলে বলার। তাই আমার মত আগ্রহী শ্রোতা পেয়ে খলবল করে কথাগুলো বলে যাচ্ছেন ত বলেই যাচ্ছেন।
আমি তৎক্ষনাৎ সিদ্ধান্ত নিলাম, ভদ্রলোকের দলে আমি আছি। আমার নাম, দাম প্রয়োজন নাই। এমন একটা উদ্দোগী মানুষের সফলতায় আমার প্রয়োজন আছে। আমি যা পরবো তা হলো, লেখা দিতে পারবো। মনোবল দিতে পারবো। আমি যা পারি তা সবই উনার জন্য পারবো, দ্যাটস ইট।
আমি আমার মনেমনে নেওয়া সিদ্ধান্তে অটল আছি। গত বছর দেড়েক ধরে লেখা দিচ্ছি। মনোবল দিচ্ছি। কিন্তু দুধ ছাড়া দৈ হয় না। দুধের জোগান দিতে গিয়ে ভদ্রলোকের অবস্থা কেরোসিন। আমি দূর থেকে কনটেন্ট দিয়ে পাশে আছি। একদল তরুণ খুব কাছে থেকে অন্যান্য কাজগুলো করে পাশে আছেন।
খেপা এই মানুষটার পাশে আপনাকেও দরকার। আমার লেখার এই প্যারা পর্যন্ত কষ্ট করে যিনি পড়েছেন তাকেই বলছি। হ্যাঁ আপনাকেও দরকার এই খেপা মানুষটার পাশে। বুদ্ধি, লেখা, মনোবল, লিংক যে যা পারেন তাই নিয়ে ভদ্রলোকের পাশে দাড়ান। উদ্দোগী মানুষে বড় অভাব আমাদের দেশে। গুগুল, মাইক্রোসফ্ট, অরাকল সবকিছু সম্ভব হয়েছে খেপা কতগুলো উদ্দোগী মানুষের কারনেই। আমাদের দেশেও এমন খেপা আজকাল জেগে ওঠছে। বীর বাঙ্গালী বলে যতই অহংবোধে ভুগি, বাস্তব কথা হচ্ছে বীর এর উপরও মহাবীর আছে। আমরা এখনো গুগুল, মাইক্রোসফ্ট জন্ম দেওয়ার মত মহাবীর বাঙ্গালী হতে পারি নাই।
কিচ্ছুই যদি করার না থাকে তবে অন্তত পাঠক হিসাবে তার ওয়েবসাইটটিতে ঢু মেরে দেখতে পারেন নিয়মিত। এইটাও একটা কন্ট্রিবিউশন। আফটার অল পাঠকের জন্যইতো করা সব কিছু।
আর অন্য কোন কোন ভাবে লোকটার পাশে দাড়াতে পারবেন তা বল্লাম না, ইচ্ছা করেই বল্লাম না। দেখি আদৌ কেউ আছে কি না পাশে দাড়াবার।
দুঃখিত ভদ্রলোকের নাম দিলাম না। http://www.clickntech.com হচ্ছে ওয়েব সাইটটি। এবার যদি থাকে বন্দ এর মন, গাঙ্গ পার হইতে কতক্ষণ। মন থাকলেই বাকী রাস্তা পেয়ে যাবেন, পাশে দাড়াবার।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৮
হরিণা-১৯৭১ বলেছেন:
দেখা যাক।