![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
ভদ্রলোক কথা শুরু করলেন এইভাবে...
- ঐযে আপনি বলছিলেন না! ...
চট করে ব্রেইনে একটা সুপার সার্চ দিলাম। এই ভদ্রলোকের সাথেতো আমার কথাই হয়না! তবে কবে তারে কি বলছিলাম? একেবারে জীবনান্দের ভাষায়
"কী কথা তাহার সাথে?
তার সাথে!"
নাহ কিছু মনে করতে পারলাম না। তিনিও মনে করতে পারছেন না, আমি কী কলেছিলাম। মনে পড়ছে, মনে পড়ছে ভঙ্গিতে হাত নাড়াচ্ছেন। আমি রিতিমত হাজারটা ইফ, এলস্ ভাবা শুরু করে দিয়েছি। অনেকটা এই রকম..
-আচ্ছা আমার কোন কথা দিয়ে আমাকে ঘায়েল করবেন না তো?
-আচ্ছা আমার কোন কথায় সে বিপদে পড়ে নাই তো?
- আচ্ছা আমার কোন কথায় ...
যাক ভদ্রলোক পরে মনে করতে পারার ভঙ্গিতে বললেন
-ঐযে আপনি বলছিলেন, কম্পিউটারে যেন কাউকে হাত দিতে না দেই। দেখেন পাঁচ বছর পরেও কম্পিউটার একেবারেই ফ্রেস।
পরে এইটাও এড করলেন, বাচ্চাদেরকেও ধরতে দেই না।
শুনে মনটা একটা খারাপ হলো। বাচ্চাদের চেয়ে কম্পিউটার বড় হলো! তবু হাফ হাফ ছেড়ে বাঁচলাম। কারন এই কথা আমি বলি নাই। আমি সব সময়ই পরিচিত সবাইকে বলি, কম্পিউটার আছাড় দিয়ে না ভাঙ্গলেই হইলো। বাচ্চাদেরকে আরো বেশী বেশী করে কম্পিউটার ধরতে দেওয়ার জন্য অনুরোধ করি। কারন কম্পিউটারে নষ্ট হওয়ার মত কিছু নাই। নতুন করে সেটআপ দিলেই ফকফকা।
এরপর আবার অন্য এক কথার ফাঁকে আবারো বললেন
- ঐযে আপনি বলছিলেন না...!
যাই হোক, এখন আমি নিশ্চিৎ তিনি তার মনগড়া একটা বিশ্বাসের কথা আমার নাম ভাঙ্গিয়ে বলবেন। ইহা তাহার কয়েন-ফল্ট। বঙ্গভাষায়, মূদ্রাদোষ।
এরপর এমন করে বেশ কয়বার "ঐযে আপনি বলছিলেন না..." বলেলেন ভদ্রলোক। কিন্তু এতে করে আমার কাছে কোন কৈফিয়ৎও করলেন না। বরং আমার কথা অনুযায়ী কাজ করেছেন বলে তার ভালো হয়েছে এই বিষয়টাই এসটাবলিষ্ট করলেন। এমন সুইট মূদ্রাদোষের বিরুদ্ধে আমি কিভাবে বলি - "ভাই এইটা তো আমি বলি নাই"।
ভদ্রলোক চলে যাবেন যখন তখন বল্লাম - ভাই আপনের কম্পিউটারের মত ভাবিরও কি একই অবস্থা? নাকি ঐটা পুরান হইছে?
ভদ্রলোক মুচকি হাসি দিয়ে বল্লেন, নাহ আপনার ভাতিজা, ভাতিজি আছে না!
©somewhere in net ltd.