নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

আমি করজোরে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।

০৯ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৮

"অতি খাতিরে পেট ডাঙ্গর" কথাটা ছোটবেলায় গ্রামের মানুষের মুখে শোনা। কিন্তু মানেটা বুঝতে পারি নাই বলে ঘটনায় নিজেরই পেট ডাঙ্গর হয়ে গেলো।
-০-
ঘটনা হইলো, আমার কাছে অনেকেই আসেন মোবাইলের, ল্যাপটপের কাজ করাতে। আমি খুব আগ্রহের সাথেই এই কাজগুলো করে আসছি বহু বছর ধরেই। উপকারীকে বাঘে খায়, আমাকে এদ্দিন বাঘে খায়নি। বিড়ালে আঁচর খেয়েছি অনেক। এইসব আঁচর ভুলে গিয়ে আবারো মানুষের উপকার করেছি।

কয়দিন আগে পড়লাম মহা বিপদে। এক ভদ্রলোক এসে বল্লেন তার আইপ‌্যাড আপডেট দিয়ে দিতে। তার সমনেই আমি সেটিংস এ গিয়ে আপডেটে ক্লিক করলাম। বললাম, ভাই আপডেট হতে সময় নিবে, আপনি প‌্যাডটা নিয়ে যান। তিনি নিয়ে গেলেন। রাতে আমাকে ফোন দিয়ে বল্লেন, তার প‌্যাড বারবার রিষ্টার্ট হচ্ছে। আমি পড়লাম বিপদে, রিষ্টার্ট হলে আমি কী করবো? বল্লাম ভাই আগামী দিন এসে দেখে দিচ্ছি। এরপর ভদ্রলোক ফোনের পর ফোন দেওয়া শুরু করলেন। আমি নিজের জন্য একটা আইপ‌্যাড এফোর্ড করতে পারি না, এখন তাকে কি নতুন একটা কিনে ভর্তুকি দিতে হবে আমার? অনেক যন্ত্রনা পোহায়ে সে বিপদ থেকে আমি মুক্তি পেয়েছিলাম।

একজন বল্রেন তার ল্যাপটপ স্লো। অতি আগ্রহী হয়ে আবারো উপকার করলাম। ফরম্যাট দিয়ে নতুন করে ওএস দিয়ে দিলাম। হয়ত ডেস্কটপে বা অন্যকোথাও অনেক ফাইল ছিলো। ব্যাকআপ রাখার যায়গাও অন্য ড্রাইভে ছিলো না। আমার পিসিতে ট্যাম্প নামের একটা ফোল্ডার থাকে। এখানে রেখে দিয়ে পরে হয়ত রিষ্টোর করে দিয়েছি। এত এত মানুষের উপকার করি যে এইটা আমার আর মনে নাই। ট্যাম্প ফোল্ডারে এমন অনেকেরই ব্যাকআপ ফাইল আছে। জায়গার অভাব না হলে ট্যাম্প আর মুছা হয়না। কয়দিন আগে তিনি তার ফাইল আমার পিসিতে দেখার পর বেশ কয়েক বার জিজ্ঞাসা করলেন তার ফাইল আমার কাছে কিভাবে আসলো। জিজ্ঞাসা করার ধরণটা একটু অস্বস্তিকর। আচ্ছা অরুণ ভাই, আজকের দিনে আপনি একটা সত্য কথা বলবেন....টাইপ।
-০-
কাছের মানুষজন ছাড়াতো আর পার্সোনাল রিকোয়েষ্ট কেউ করে না। অতএব আমার সেই কাছের মানুষদেরই বলছি - ভাই, ট্যাকনিক্যাল সমস্যা হলে দয়া করে সার্ভস সেন্টারে যাবেন। আপনাদের কাছে হয়ত আপনাদের ডিভাইস, ফাইল অনেক ইমপরট্যান্ট, আমার কাছে না। আপনাদের ডিভাইসে, ফাইলে আমার কোনই আগ্রহ নাই। সার্ভিস সেন্টার দিয়ে যারা বসে আছেন তাদেরওতো সংসার চলতে হবে, হবে কি না বলেন?
-০-
শুভ হোক সম্পর্ক, শেষ হোক পার্সনাল রিকোয়েষ্টের।
আমি করজোরে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২০

ঢাকাবাসী বলেছেন: আরি, সেই পুরোনো উপদেশটা ভুলে গেসেন? উপকারীকে বাঘে খায়, বিশেষ করে বাংলাদেশী হলে তো কথাই নেই্, ১০০% মিলবে।

২| ০৯ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

এম ই জাভেদ বলেছেন: আমার সাথে আপনার কোন খাতির নাই। ভাই আমার ল্যাপটপ টা ২ ঘণ্টা পর পর রিস্টার্ট নেয়, সার্ভিস সেন্টারে নিসিলাম কিন্তু ঠিক হয়নাই । আপ্নে ঠিক কইরা দিবাইন ?

৩| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৯

জাফরুল মবীন বলেছেন: পড়লাম আপনার কথা।কিন্তু বাস্তবে দেখেছি যিনি পরোপকারী তাকে বাঘে/বিড়ালে আঁচড় দিলেও তিনি তা থেকে বিরত থাকতে পারেন না।ন্যাড়া বেল তলায় ২য় বার না গেলেও পরোপকারীরা বার বার বেল তলায় যায়! :P

৪| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১২

কলমের কালি শেষ বলেছেন: ভাইতো দেখি অনেক মাইন্ড খাইছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.