![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
ভদ্রলোক এক সপ্তাহের ছুটি নিয়ে গেলেন গ্রামের বাড়ী।
নদীর পাড়ে ইজি চেয়েরে শুয়ে থাকেন। খেয়াল করে দেখলেন একটা লোক প্রতিদিন বর্শি দিয়ে ঘন্টা দুই এক মাছ ধরেন নদীতে। ভালোই মাছ পান। একদিন এগিয়ে গেলেন মাছওয়ালার দিকে
- চাচা, প্রতিদিন দেখি মাছ ধরেন, মাছ দিয়া করেন কী?
- কিছু খাওয়ার জন্য রাখি, কিছু বিক্রি করি বাজান।
- তো মাছ তো ভালোই ধরেন, আরো বেশী ধরেন না কেন?
- বেশী ধইরা কী অইবো বাজান?
- বিক্রি কইরা বেশী টাকা পাইবেন।
- বেশী টাকা দিয়া কী অইবো?
- বাড়ী, গাড়ী কিনতে পারবেন।
- বাড়ী, গাড়ী দিয়া কী অইবো বাজান?
- সুখে থাকবেন।
বৃদ্ধ মছওয়ালা তার কাঁচা-পাকা দাড়িওয়ালা মুখে ফিক করে হাসি দিয়ে বল্লেন - এখনতো সুখেই আছি বাজান।
-০-
সুখে থাকাটাই আসল কথা।
যাদের অনেক অর্জণ, অনেক সম্পদ তারা যদি সুখে না থাকেন তো সাইকিআট্রিষ্টের কাছে যান। সাইকিআট্রিষ্ট অনেক কিছুই বলেন, যার মুদ্দা পরামর্শ হলো, লোয়ার ইউর এক্সপেক্টেশান। অর্থাৎ, চাহিদা কমান। যার চাহিদা এমনিতেই কম, সে তো এমনিতেই সুখী তাই না?
-০-
সুখে থাকতে গেলে আসলে তেমন কিছু করতে হয় না। শুধু সুখে আছি ভাবলেই হলো।
তবে হ্যাঁ, সংসারের অন্যদেরকে সুখে রাখতে গেলে অনেক কিছুই করতে হয়। যারা ভালো মানুষ তারা এই অনেককিছুগুলো করেন। কারন তারা নিজে সুখে থেকেই ক্ষান্ত হন না, তারা সংসারের অন্যদেরকেও সুখে রাখেন। আর সংসারটা যার যত বড়, সে তত বড় মাপের ভালো মানুষ। তখন সে সংসার হয়ে যায় বিশ্ব-সংসার। আর সে ভালো মানুষটা হয়ে যায় কোন এক মাদার তেরেসা, কোন এক স্বামী বিবেকানন্দ, কোন এক ... ।
২| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫
রুমি৯৯ বলেছেন: ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৬
ঢাকাবাসী বলেছেন: পুরোেনো কথা তবু লেখাটি ভাল লাগল।