নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

সংসারে সুখের অভাব নাই

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৪

একবার বাসায় ভর্তা বানানো হলো। কাঁচা মরিচ আর টাকি মাছের ভর্তা।
সাথে ধোঁয়া উঠা গরম ভাত। ভাতে লবণ ছিটায়ে, লোকমার ভাজে ভর্তা রেখে খাচ্ছি।

এই খাওয়াটা আমার কাছে বেহেস্তী খাবার। শুধু যে খাবারটা পছন্দের তা না। ভর্তা বানানোর সময় যখন মাছ, কাঁচামরিচ খোলায় টালা হয়, তখন যে গন্ধটা আসে, সেই গন্ধটাও আমার কাছে খাবারের বেহেস্তী গন্ধ।

একেকটা লোকমা মুখে দেই আর চোখ বন্ধ করে চিবাই। মাঝে মাঝে হা করে গরম ভাতের ভাপ ছাড়ি। আহারে জীবন এত মজার! জীবন এত সুখের!

বউকে বল্লাম, বউ আমি মারা যাওয়ার পর যদি আমার কথা মনে পড়ে তো এই খাওয়াটা তুমি খূধার্তদের খাইতে দিও। বউ হাসি দিয়ে বল্লো, আমি মারা গেলেতো তুমি পোলাও, বিরানী খাওয়াইতে খাওয়াইতে মইরা যাইবা।
-০-
খাওয়া সে যা ই হোক, একটু মনযোগ দিয়ে, আয়েশ করে খেতে হয়। জীবনের আনন্দ মানেই ঘুরতে যাওয়া, শপিং করা, এসি রুমে থাকা ইত্যাদিই কেবল না। সামন্য একটা ভাত খাওয়া, যা আমরা প্রতি দিনই খাই। এতেও কত আনন্দ আছে! শুধু আনন্দটা ফিল করতে হবে। সংসারে সুখের অভাব নাই, শুধু বকুল ফুল তোলার মত সুখগুলোও একটা একটা করে কুড়িয়ে নিতে হয়।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৬

রিফাত হোসেন বলেছেন: +

২| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৫

সকাল হাসান বলেছেন: ঠিক বলেছেন! সহমত পোষন করলাম!

৩| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৮

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কথা বলেছেন । ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.