নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

ব্যক্তিগত পোষ্ট: (কে আমাদের দিবে আশা, কে দিবে ভরশা)

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫১

বলছিলাম না? -
প্রিয়'র মা আমারে ঝারে আর প্রিয় ফিক কইরা হাসে!
আমি শুধু ভাবি, তুই সাত মাসের বাবু তুই বুঝসটা কী? তবু এত মজা পাস কেন বাপরে ঝারতে দেখলে?
-০-
এখনের ঘটনা বল।
- একটা সেকেন্ড অবসরে থাকে না। এইটা ধরবো, ওইটা মুখে দিবো, সেইটায় লাথি দিবো। নিমিষের মধ্যেই খাটের কিনারে চলে আসবো।
- ঘুম পাড়াতে গেলে গরদঘর্ম হতে হয়। পাশ ফিরায়ে চাপ দিয়ে ধরে রাখলেও কুৎ করে ওপাশ হয়ে যায় আর ফিক করে হাসে।
- খাওয়ানোর সময় মুখে খাওয়া নিয়ে সাথে হাতের আঙ্গুলও মুখে দিয়ে দেয়। এই অপার আনন্দে হাসতে গিয়ে খাওয়া ফেলে দিয়।
- ইত্যাদি, ইত্যাদি এবং ইত্যাদি

এই সব দেখে ওর মা দেখি ওই দিন ওরে বলতেছে
- উফ্... অসহ্য। প্রিয়!!!!! চড় খাওয়ার মত বড় হবি কবে?
-০-
আমার রুম থেকে এই কথা শুনে এখন আমি হাসি। নে আমারে দেইখ্যা হাসছিলি না? এখন? আর কয়দিন পর তোর কী হবে রে প্রিয়!
-০-
বাপ বেটার চরম ঐ দূর্দিনে কে আমাদের দিবে আশা, কে দিবে ভরশা?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৭

খেলাঘর বলেছেন:


ভালো

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৪

নিলু বলেছেন: নিজেদেরই সমাধান করতে হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.