![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
এক ভদ্রলোককে চিনি।
বিয়ের পর বউয়ের পড়াশুনা বন্ধ করে দিলেন। জিজ্ঞাসা করলাম
- ভাই পড়াশুনা বন্ধ করলেন কেন?
ভদ্রলোক উপদেশ দিয়ে বল্লেন
- শোন, দাওয়েত্তে (দা এর চাইতে) আছাড় বড় হওয়া ভালো না।
তিনি সুখে শান্তিতে সংসার করছেন এক যুগ ধরে। শুধু বউ মাঝে মাঝে আক্ষেপ করে বলেন
- মাইয়া মাইনষের একটা জীবন! পড়াশুনাটাই করতে পারলাম না।
-০-
আমি আরেক ভদ্রলোককে চিনি।
দাও (দা) হিসাবে তিনি নিতান্তই ছোট। কিন্তু নিজে উৎসাহ দিয়ে দিয়ে তাঁর আছাড়কে এডভোকেট বানিয়েছেন। বউয়ের কাছে স্বাক্ষর দেওয়া শিখেছেন। এখন বাচ্চাকাচ্চাকে একা সামলানোর প্র্যাকটিস করছেন। কারন বউকে লন্ডন পাঠাতে হবে ব্যারিষ্টার বানানোর জন্য।
এই ভদ্রলোকের বউ কী বলেন তা বলছি না। ভদ্রলোক নিজেই বলেন
- যোগ্য হও। এর পরেও যদি মনে হয় আমাকে ভালোবাসো। তারমানে আমি তোমারে এতটাই ভালোবাসতে পেরেছি। আর যদি এর চাইতে বেশী ভালো কেউ তোমারে বাসে তাহলে সে ই যেন তোমাকে পায়।
ভদ্রলোক বদ্ধ ঘরে বউকে রেখে নিজের সাথে নিজের কমপেয়ার করে বউকে ধরে রাখতে চান না। তিনি বউকে বিশ্ব দেখার সুযোগ দিতে চান। বিশ্বের সবার সাথে নিজের ভালোবাসার কমপেয়ার করতে চান। তিনি জানেন তিনি হারবেন না। এতই তাঁর ভালোবাসার কনফিডেন্স।
-০-
ভালোবেসে ধরে রাখতে নেই, ছেড়ে দিতে হয়।
-যদি চলে যায় তো বুঝতে হবে তিনি আপনার সাথে সুখী ছিলেন না।
- যদি ফিরে আসেন তাহলে বুঝতে হবে আপনার ভালোবাসা তিনি বুঝতে পেরেছেন।
- যদি এতটাই ভালো তাকে আপনি বেসে থাকেন তাহলে দু বাহু বাড়ায়ে যেন তাকে পুনরায় বারবার গ্রহন করতে পারেন।
২| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৯
পার্থ তালুকদার বলেছেন: ভালোবেসে ধরে রাখতে নেই, ছেড়ে দিতে হয়। ... ঠিক তাই।
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৩
নিলু বলেছেন: লিখে যান