![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
রক্তের একটা মিল আছেই রে ভাই।
হৃদয় কিন্তু হৃৎপিন্ডে থাকে না, হৃদয় থাকে মস্তিস্কে। ঠিক তেমনি রক্তের বৈশিষ্ঠও হয়ত রক্তে থাকে না, থাকে হয়ত অন্য কোথাও। কিন্তু থাকে।
-০-
আমার বড় আব্বা মক্তবের মৌলভী ছিলেন, দাদা ছিলেন মাদ্রাসার শিক্ষক। বাবা ছিলেন স্কুল শিক্ষক। আমিও মাঝেসাঝে এম.বি এর ক্লাশ নেই খন্ডকালীন শিক্ষক হিসাবে। চার পুরুষ ধরে জ্ঞান বিতরণ করছি ।
-০-
মিডিয়া লাইনে আমার মেন্টর হলেন তৌফিক ভাই, ইটিভিতে আমার বস ছিলেন। তিনি একাত্তর টেলিভিশনের ব্রডকাষ্টের ডাইরেক্টর এখন।
গত কিছুদিন আগে তিনি টেলিভিশনের ভবিষ্যৎ টেকনোলজি নিয়ে অডিও ভিজুয়াল আর্টস এ একটা সেমিনারে বক্তা হিসাবে ছিলেন। গুরুকে দেখে শিষ্যের দায়িত্ব হলো, তাঁর পদাঙ্ক অনুসরণ করা। আর এই কারনেই নিজেও বক্তা হিসাবে যাচ্ছি জানুয়ারীর ৩ তারিখে সেখানে।
যে টপিকের উপর কথা বলবো তা হলো কোডেক এবং কম্প্রেশান। আসলে ঘটনা কঠিন কিছু না, সবাই তা জানেন। শুধু জানা কথাগুলোকে একটু গুছিয়ে একত্রে করার একটা চেষ্টা করবো মাত্র।
যা দেখি, যা শুনি তা যে দেখা আর শুনার পর শেষ হয়ে যায় না তা আমরা বুঝতে পেরেছি মাত্র কিছু দিন হলো। মানুষ অডিও রেকর্ডার, ভিডিও রেকর্ডার তৈরী করে তা সম্ভব করেছেন। কিন্তু দিন যত যাচ্ছে ততই এই সহজ ঘটনাগুলো একটু জটিল হয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ারদের জন্য। কারন নিত্য নতুন নতুন চাহিদার কারেন আবিষ্কারগুলো হয়ে যাচ্ছে জটিল। যে যন্ত্র চালাতে যত সহজ তার পেছনের উদ্ভবনী পরিশ্রম, কৌশল ততই জটিল। আমরা প্যান্টে, ব্যাগে যে জিপার ব্যবহার করি। তা প্রায় এক যুগেরও বেশী সময়ের সাধনার ফসল!
যাই হোক, অডিও ভিজুয়াল একাডেমি যেখানে যাচ্ছি তারাতো একটা প্রতিষ্ঠান। আর প্রতিষ্ঠান চালাতে গেলেতো টাকা লাগে। কারন তাদের বিল্ডিং ভাড়া আছে, ইলেক্ট্রিসিটি এমপ্লয়ী সেলারী আছে। আর এই কারনেই হয়ত এই আড্ডাতে যেতে হলে সামান্য কিছু টাকা তারা চার্জ করেছে। তবে বক্তার এখানে কোন সংশ্লিষ্টতা নেই।
ভার্সিটিতে গিয়ে লেকচার দেই। টাকা দিয়েইতো ছেলেপেলেরা ক্লাশ করতে আসে। কিন্তু বিনিময়ে একটা সার্টিফিকেট পায়। আমি অডিও ভিজুয়াল আর্টসকে অনুরোধ করেছি যেন এমন একটা কিছু সেমিনারে আসা মানুষজনদেরকেও দেয়া হয়। আর যারা সেমিনারে আসবেন তাদেরকে অনুরোধ করবো - বিষয়টাকে একটা প্রফেশনাল পিকনিক হিসাবে নিন। পিকনিকে গেলেতো টুকটাক চাঁদা দিতেই হয়, হয় কি না বলেন!
একটা ফাও জোকস বলে শেষ করি।
পিকনিক হবে, বন্ধুরা সবাই কে কী দিবে তা বলছে। কেউ মুরগী, কেউ চাওল, কেউ গাড়ী ইত্যাদি। কিন্তু কিপ্টা বন্ধুটা চুপচাপ। তাকে একজন জিজ্ঞাসা করলো
- কি রে তুই কী আনবি?
সে একটু কাচুমাচু করে বল্লো
- আমার ছোট ভাইরে নিয়ে আসবো।
-০-
এই বক্তা আপনাদের দোয়া ও ভালোবাসা প্রর্থী।
-০-
এইটা হইলো অডিও ভিজুয়াল একাডেমির প্রমোশনাল টেক্সট
Academy of Visual Arts (AVA) going to arrange 2nd Seminar on "CODEC & COMPRESSION" Our keynote speaker Mr. Jahangir Arun, Head of IT Boishakhi Television . If you like to join please register yourself before 01st January 2015. No spot registration . Call for registration 01556-335540.
©somewhere in net ltd.