![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
ইংরেজীতে একটা কথা আছে, হোয়াই ফ্রেন্ডস ফর?
কেউ হয়ত বল্লো
- দোস্ত এই কাজটা একটু কইরা দিবি?
তখন নিশ্চিন্তে বলা যায়, হোয়াই ফ্রেন্ডস ফর?
অর্থাৎ অবশ্যই কইরা দিবো। এই কাজটা যদি কইরা দিতে না পারি, তাইলো বন্ধু হইলাম কোন দিনের জন্য?
আবার মজা করে উল্টাটাও হয়।
হয়ত আপনার মেজাজ গরম। অঙ্গ প্রত্যঙ্গের নাম ধইরা গালি দিতে ইচ্ছা করতেছে। কাছের বন্ধুটারে দেন কয়টা গালি। সে যদি বলে
- কি রে গালি দিতাছস ক্যান!
তখন অবাক হয়ে বলতেই পারেন, হোয়াই ফ্রেন্ডস ফর!
অর্থাৎ মিজাজ গরম হইলো তেরে একটু গালি, লাত্থি, গুতা দিয়া যদি মিজাজই ঠান্ডা করতে না পারি, তাইলে তুই বন্ধু হইছস ক্যান!
এবার মূল প্রসঙ্গে আসি।
আমার ব্যক্তিগত তেমন কোন খরচ নাই। সেই ছেলেবেলা থেকেই আমি কম খরচে অভ্যস্ত। টুকটাক ইলেক্ট্রনিক্স জিনিস কেনাই আমার একমাত্র সখ। মোবাইল, ল্যাপটপ, কাপর, পারফিউম ইত্যাদির সখ নাই। তাই আমার হাতে টুকটাক ক্যাশ টাকা সবসময়ই থাকতো, এখনো থাকে।
বিয়ের আগে স্বাধীন ছিলাম। যে যেমনে চাইছে, ধার দিসি। সেই টাকা ফেরত পাওয়ার অভিজ্ঞতা নিয়ে অলরেডি একটা লেখা লেখেছিলাম। তাই এই দিকে আর গেলাম না।
এখন বিয়ের পর আর স্বাধীনতা নাই। কত টাকা বেতন পাই, কত টাকা খরচ সব বউয়ের নখদর্পণে। তাই কাউরে ধার দিবো অথচ বউ টের পাবেনা তা অসম্ভব। এমনও হয়, আমার মনে থাকেনা অথচ বউ বলে দিতে পারে আমার একাউন্টে কত টাকা থাকার কথা। তাই ধার দেওয়াটা এখন খুবই টাফ।
এর পরেও ধার দিচ্ছি। এখন ধার দেওয়ার তিনটা কষ্ট
- অলরেডি আমি বুঝে গেছি, ধার দেওয়া মানে একসাথে বন্ধু এবং টাকা দুইটাই হারানো।
- সংসারের খরচ বেড়েছে। নিজের চলতেই কষ্ট হয়। এর উপর ধারের টাকা আলাদা করা আরো কষ্ট। আর কষ্টের উপরে কষ্ট হলো, বউকে বুঝানো যে কেন ওমক কে টাকাটা ধার দিতে হচ্ছে।
- নাহ্ তিন নাম্বার কারনটা এই মুহূর্তে বলবো না।
বউরে হয়ত বল্লাম
- বউ শুনো না কি হইছে
বউ আমার কণ্ঠের টোন শুনেই আজকাল টপিক টের পেয়ে যান। ভ্রু কুঁচকায়ে শীতল গলায় বলেন
- আবার কী!
- ঐ ওমুকে একটা বিপদে পড়ছে, বুচ্ছ, আমার খুব কাছের মানুষ
বউ তখন অনেক কিছু বলেন। ভালোবেসেই বলেন। এই ভালোবাসার বাণী বলা গেলো না। সারাংশ হচ্ছে
- তুমি কি সবারই কাছের? আর তার পরিবারের কেউ নাই ধার দেওয়ার জন্য? আগেতো পরিবারের কাছে যাবে এর পরেই না বন্ধু!
আমি এক দিন মিন মিন করে বল্লাম, বউ শব্দটা হচ্ছে - ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। অর্থাৎ আগে বন্ধু পরে পরিবার।
বউ এই কথার বলটাকে ডাইরেক্ট ছক্কা পেটালেন। বল্লেন
- ঠিক আছে। আগে বন্ধু পরে পরিবার তো! এই টাকা তুমি ধার দিয়া দেখো। তখন বন্ধুরে নিয়াই থাইকো।
আমি তো আকাশ থেকে পড়লাম। তিনি আরো যোগ করলেন
- প্রিয়রে তোমার অফিসে দিয়া এর পরে আমি যাবো। আর বাপের বাড়ী যাবো মনে কইরো না। দুই চোখ যেই দিকে যায় সেই দিকে যাবো। তখন তোমার বন্ধুদেরকে নিয়া তোমার পোলারে সামলাইও।
এত রিস্ক নিয়াও যে টাকা ধার দেই। বন্ধুরা বিপদে পড়লেই দেই, সেই টাকাটা কি আমার ফেরত পাওয়া উচিৎ না! বিপদে পড়াতেই তো বন্ধু হিসাবে ধার দিসিরে ভাই। দানও করি নাই, সুধের টাকা খাওয়ার জন্যও প্রফিটে টাকা দেই নাই।
-০-
আমার লেখা ইদানিং আত্মিীয়-স্বজন, জুনিয়র বন্ধুরাও পড়েন। তাই অনেক কথা প্রাসঙ্গিক হলেও বলতে পারিনা। তাই একটু হিন্টস দিয়ে একটা কথা বলি।
এক ভদ্রমহিলা আক্ষেপ করে বলতেছেন - পর মানুষ বলে খারাপ, আপন ভাসুররে বিশ্বাস করলাম, এর পরেও....।
খুব কাছের মানুষদের বিশ্বাস করে আমিও ...।
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৭
সুখী মানুষ বলেছেন: শুভ কথা বলা মানুষের নিক এর আগে একটা অ থাকলে ক্ষতি কী?
২| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩১
কাবিল বলেছেন: ভালই বলেছেন ভাই।
কেমন সুখে আছেন বুঝতেই পারছি।
একটা জোকস মনে পরল
১ম বন্ধু- দোস্ত ৫০০ টাকা ধার দিবি?
২য় বন্ধু- কবে ফেরত দিবি?
১ম বন্ধু- এক সপ্তাহ পর।
২য় বন্ধু- যদি না দিস
১ম বন্ধু- তাহলে ১০০০ টাকা দে।
৩| ০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অশুভ বলেছেন: সুখী মানুষের এমন একটু-আধটু অসুখী কাহিনী থাকলে ক্ষতি কী?
৪| ০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
আজমান আন্দালিব বলেছেন: ধার কাহিনী পড়ে মনে হলো আমিও একজন সুখী মানুষ।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৬
অশুভ বলেছেন: সুখী মানুষের এমন একটু-আধটু অসুখী কাহিনী থাকলে ক্ষতি কী?