নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

সম+সার

০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

মোশারফ করিমের একটা নাটক আছে। তিনি তার পার্সোনাল লাইফ ডিসক্লোজ করতে চান না। কিন্তু বউ সব কিছু ফেসবুকে দিয়ে দেয়। এই নিয়ে সংসারে শুরু হয় বাকবিতন্ডা।

এই নাটক দেখে গিন্নিতো হাতে চাঁদ পাইলো। আমাকে এই নাকট দেখতে বাধ্য করলো। নাটক শেষে জিজ্ঞাসা করলো
- কী বুঝলা?
আমি বল্লাম, হুম নায়িকাটা তো মারাত্মক সুন্দর!

এরপর কপালে যা ঘটার তাই ঘটলো।
-০-

এবার আমি আমার পক্ষে যুক্তি দেই।
আমি সংসারের সেইসব কথাগুলা বলি, যেগুলো শিক্ষণীয়। যে কথাগুলা আমার বন্ধুদের খুব কাজে লাগবে। কেমন কাজে লাগবো উদাহরণ দেই-
- অবিবাহিত পুরুষ বন্ধুরা বুঝে যাবে, সংসার কী জিনিস। এরা বিয়ে করার আগে তিরিশ বার ভাববে। একা থাকার সুখটা আরো ২৯ বার এরা পাবে।
- অবিবাহিত মেয়ে বন্ধুরা বুঝে যাবে, বিয়ে করলেই এমন করে ঝারি দেওয়ার মানুষ পাওয়া যায়। অতএব যে ছেলেটা পিছনে ঘুরঘুর করছে তাকে একটু পাত্তা দিতে শুরু করবে।

- বিবাহিত পুরুস বন্ধুরা বুঝে যাবে, সংসারে সেই শুধু একটা ভোক্তভুগী না। আমরা সবাই একই রাকম...
- বিবাহিত মেয়ে বন্ধুরা বুঝে যাে, ঝারি দিয়ে স্বামীকে বশে রাখার কোন বিকল্প নাই। ইহা পরিক্ষীত এবং প্রামাণীত।
-০-

ফাঁকে গত পরশু'র একটা ঘটনা বলি।
আমি গৃহীমানুষ। অফিসে আসি শুধুমাত্র ঘর চালানোর টাকা লাগে বলে। যদি ঘর চালাতে টাকা না লাগতো অফিসেও আসতাম না। বউ, বাচ্চা নিয়া ঘরেই থাকতাম।

বাসা আর অফিস ছাড়া আর কোথাও যাই না। অফিসে আসলে একটু পরপর বাসা খোঁজ নেই। ঐদিন প্রায় দুই ঘন্টা ধরে ফোন দিচ্ছি, বউ ফোন ধরেনা!

ভাইয়ের নম্বরে ফোন দিলাম ভাইও ফোন ধরে না! টেনশানে আমার গা আক্ষরিক অর্থে কাঁপতে থাকলো। অনেক্ষণ পরে ভাই ফোন দিয়ে জানালেন যে তিনি বাসার বাইরে, নামাজ পড়ছিলেন। আমার টেনশন আরো বেড়ে গেলো!

ফোন দিয়েই যাচ্ছি। বাসার নম্বরে, গিন্নির নম্বরে। ফোন ধরার কোন নাম নাই। ভাবছি, প্রতিবেশীদের ফোন দিবো কি না। এমন সময় গিন্নি ফোন ধরলেন। গিন্নির শান্তশিষ্ট গলা শুনার পর আমি অশান্ত হয়ে জিজ্ঞাসা করলাম
- বাসায় কি আগুন লাগছে! তোমার কি বাসার সামনে দাঁড়ায়ে দেখতেছো আগুন কেমনে জ্বলে?

ব্যাস্। বাসায় গেলাম। আমার টেনশন কমেছে, কিন্তু রাগ কমে নাই। গিন্নি জানালেন, একটা মোবাইল ব্যাগে আরেকটা বালিশের নীচে ছিলো। কিন্তু কণ্ঠ বেশ শীতল রোমান্টিক।

সারা জীবন ঝারি খাওয়া মানুষটা ঝারি দিচ্ছে তাতো গিন্নির মেনে নেওয়ার কথা না। বিজ্ঞের মত বল্লেন
- কাজের বুয়াকে ঝারতে পারবো না নিয়ম করলা। নিজের ঘরে কথা বলার সময় এই নীতিকথা কই থাকে?

আমি মুখে কোন কিছু বল্লাম না। শুধু মনেমনে বল্লাম, এই ঝারিটা কোন টেনশন থেকে, কোন মায়া থেকে, কোন ভালোবাসা থেকে আসছে এইটা তুমি নিজেও বুঝো।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহালে!!

কেন যে বিবাহিত হইলাম!!!! :P :( :(( ;) =p~ =p~ =p~

অবিবাহিত ছিলাম ছিলাম ভাল
বিয়ের কোন বেলা নাই বেলা নাই..
কোনবা পথে পুরান পথে যাই ;)

০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২০

সুখী মানুষ বলেছেন: ভাই আমার কান্দে না। আমাদের বাপ দাদারাও এই ভুল করছিলেন...

২| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

নুর ইসলাম রফিক বলেছেন: আমার বাপ মরার কালে আমারে কইছিলো,
বাবারে আর যাই করিস বাবা বিয়া করিস না।
আমি ও আমার বাপেরে কইলাম আব্বা এই কথা
খান আমিও আমার পোলারে কইয়া মরুম।
তা আগে মরুমি না।

৩| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

নুর ইসলাম রফিক বলেছেন: ওহ ভাই লেখাটা পরে আমার হিংসা হচ্ছে।
মনে হচ্ছে আজকের ভিতরেই একটা বিয়ে করে ফেলি বাট......

৪| ০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

মীর সজিব বলেছেন: ভাই বিয়া কি জিনিস?????

০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৩

সুখী মানুষ বলেছেন: এইটা বিয়া না করলে বুঝবেন না ভাই, বড়ই আশ্চর্য এক জিনিস...

৫| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:০৮

উল্টা দূরবীন বলেছেন: বিয়াতে কত্ত মজা গো!!
খালি খাওন আর খাওন!! :D

০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৪

সুখী মানুষ বলেছেন: বিয়ার পরেও খাওন আছে ;)

৬| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৯:২৫

ইলুসন বলেছেন: আহা! সেই রকম প্রেম! :P

০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৫

সুখী মানুষ বলেছেন: এর মধ্যে প্রেম দেখলেন! ঝারিগুলার কী হইলো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.