নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

বাবার কথামালা

২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৮

প্রিয়'র স্বভাবে দুইটা জিনিস যোগ হইছে।
প্রথমটা হইলো কনফিডেন্স। গত পরশু প্রিয়'র মা গেছে বেসিনে হাত ধুইতে। রুমের সামনেই বেসিন। হঠাৎ করে গিন্নি দেখে প্রিয় মহা আনন্দে তার দিকে হাপুড় পেড়ে আসছে। তারমানে সে একা একা খাট থেকে নেমে যেতে পেরেছে। আর এই আনন্দ প্রিয়'র চোখেমুখে চকচক করছে।

আমি বাসায় গিয়ে আবার প্রিয়কে খাটে বাসালাম। দেখার চেষ্টা করছি সে কিভাবে খাট থেকে নেমেছিলো। প্রিয় দেখি আস্তে আস্তে খাটের কিনারায় যাচ্ছে। চাদর খামচে ধরে সে একটা পা খাটের বাইরে দেওয়ার চেষ্টা করছে। আমি ভয় পেয়ে গেলাম। আর এগোতে দিলাম না।

স্বভাবের দ্বিতীয়টা হলো, তার মা'কে ফাঁকি দেওয়ার প্রবণতা। গত দিনের ঘটনা। আমি ছিলাম উত্তরা বাসায়। গিন্নি তার বাপের বাড়ী। প্রিয়'র মা সকাল ৭ টার দিকে ঘুমের মধ্যে খেয়াল করলো কী যেন তার পায়ে লাগছে। ধড়মড় করে ঘুম থেকে উঠে দেখে, প্রিয় চুপ করে খাট থেকে নেমে যাওয়ার চেষ্টা করছে। মায়ের চোখে চোখ পড়তেই সেই বিখ্যাত হাসিটা দিয়ে মজে আছে।

প্রিয় একদিন বড় হবে। এইসব টুকরো ঘটনাগুলো তার ছোট্ট মনে স্থায়ী হবেনা। কিন্তু বাবা মায়ের কাছে এইগুলোই পিতৃত্বের, মাতৃত্বের পরম সুখের স্মৃতি।

সন্তান বড় করা হচ্ছে একই সাথে আন্দের এবং পরিশ্রমের কাজ। আচ্ছা মা বাবা কি সন্তানের কাছে বিনিময়ে কিছুই চায় না! চাবে না কেন, অবশ্যই চায়। অন্তত আমি বাবা হিসাবে প্রিয়'র কাছে অবশ্যই চাই সে যেন তার নিজের একটা সুখী জীবন আমাকে দেয়। সন্তানের সুখে থাকার আন্দের চেয়ে বড় প্রাপ্তি আর কীইবা হতে পারে!

ইলেকশানের কাজে অফিসে পড়ে আছি। দুই দিন ধরে প্রিয়কে দেখিনা।আহারে পুত্র আমার, প্রিয় আমার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.