![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
মেয়ে পটানোর একটা বুদ্ধি দিয়েছিলো এক বন্ধু।
তার কথা হইলো
- দোস্ত মাইয়া পটানো আর পাখী ধরা হইলো এক জিনিস।
- বুঝলাম না, বুঝাইয়া বল্।
খুব কনফিডেন্স নিয়ে সে বলা শুরু করলো
- ধর, হাতে খাবার নিয়া দাড়াইয়া আছস। পাখী কি খাইতে আসবো?
আমি বল্লাম, নাহ্ আসবো না। আমার মত মনযোগী শ্রোতা পেয়ে সে আরো আটঘাট বেঁধে নামলো আমাকে বুঝানোর জন্য।
- এইতো তুই ধইরা ফালাইছস্। তোর হাতে আছে খাবার, পাখীটারও খাবার দরকার। কিন্তু পাখী কাছে আসে না। কেন আসেনা?
আমি তাকে ব্যাখ্যা করার সুযোগ দিলাম। বল্লাম, তুইই বল্ কেন আসে না?
- আসেনা কারন, পাখীটা তোকে বিশ্বাস করতে পারছেনা। তোর উপর ভরসা করতে পারছেনা। কারন এমনওতো হইতে পারে, তুই পাখীটারে ফাঁদে ফালাইয়া ধইরা ফেলবি। পরে হয় খাঁচায় আটকাইলি নাহয় জবাই কইরা খাইয়া ফেল্লি।
আমি বোদ্ধার মত বল্লাম, হুম হইতেই পারে। সে এবার কনক্লোশান টানলো।
- যদি পাখীটা তোরে বিশ্বাস করতে পারে, তবেই পাখীটা তোর হাতে এসে খাওয়া খাবে। সো সিম্পল।
তার আদ্দোপান্ত ব্যাখ্যা শুনে বল্লাম
- দোস্ত এত কিছু জানস, কিন্তু তোর কপালে আজও কিছু হইলোনা, ঘটনা কী!
সে খুব মন খারাপ করে বল্লো
- দোস্ত, আমি যে বিশ্বস্ত এই মেসেজটা কী কইরা বুঝাবো তাইতো জানিনা! হাতে দানা লাইয়া খাড়াইয়া থাকলেই কি পাখী খাবার খায় রে!
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৫ সকাল ১০:১২
আহলান বলেছেন: কথা কিন্তু ঠিক .. !