নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

ত্যাগে বহু কষ্ট রে...

১৮ ই জুন, ২০১৫ দুপুর ২:২৫

ত্যাগে সুখ, ভোগে সুখ নাই - এই কথার ভিত্তি নাই।
বরং আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি - ভোগে সুখ, ত্যাগে বহুত কষ্ট। ঘটনা বলার আগে ছোট্ট একটা গল্প বলে নিতেই হবে।

ঝাল খাইতে পারেনা এমন এক ভদ্রলোককে দেওয়া হইলো ঝাল তরকারী। তরকারী এতই মজা হইলো যে, ভদ্রলোক হু হু হা হা করে হলেও খাওয়া শেষ করলেন। পরে ঝালের ঝাঁঝে পাগল হয়ে গেলেন। বাসার লোকজন বুদ্ধি করে আইসক্রিম খাইতে দিলো। ভদ্রলোকের ঝাল ধীরে ধীরে নম্যাল হলো।

কিন্তু ঘটনা ঘটলো পরের দিন সকালে। বাথরুম থেকে ভদ্রলোক চিল্লানী শুরু করলেন, আইসক্রিম নিয়া আয়। শিগ্গির আইসক্রিম নিয়া আয়...। আমার ঘটনা অনেকটা এমনই।

গতদিন সন্ধায় তানজিলের সাথে দেখা। বল্লাম, বাসায় যাই। গিয়া ভাত আর ডাল বসায়ে দিবো। গিন্নিতো বাসায় নাই।
তানজিল বল্লো, বাসায় রান্না করা লাগবোনা। রিমু, আভা এরা সবাই "স্বপ্নে" অপেক্ষা করতেছে, চল খেয়ে যাবি। গেলাম খাইতে। একের পর এক ডিস আসা শুরু করলো। রসনা বিলাসের শান্তি কাহাকে বলে। তাও যদি হয় বন্ধুর টাকায়!

ঘটনা ঘটলো আজ সকালে। ত্যাগের কষ্ট কি এত কষ্ট! আমারতো আইসক্রিমেও কাজ হবে বলে মনে হয়না। মধু লাগবে। মধুতেও হবে না। মধুর সাথে বরফ মিশায়ে দিতে হবে। উফফ... এতেও হবে না। মধু, বরফ, মলম, পেইন কিলার সব মিলায়ে এক সাথে দিতে হবে।

আচ্ছারে দোস্ত খাওয়ার সময়তো এত ঝাল লাগে নাই! তাইলে এখন এত জ্বলে ক্যান!!! :(

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৫ দুপুর ১:২৮

কাবিল বলেছেন:

২| ২৩ শে জুন, ২০১৫ বিকাল ৩:২৪

কানাই স্যার বলেছেন: খুব মজা পাইলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.