নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

বাউল শিল্পী ফকির শাহাবুদ্দিন

১৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৯

বাউল শিল্পী ফকির শাহাবুদ্দিন (ভালো নাম শাহাব উদ্দিন চৌধুরী) ভাইকে নিয়ে আমার একটা মজার স্মৃতি আছে।

এক শীতের দিন সকাল বেলা তার সাথে দেখা। বল্লাম
- ভাই চলেন নীচে যাই। আপনার সাথে রুমে বসে চা খেয়ে পুষাবে না।

গেলাম নীচে। সেই দিন তেমন একটা শীত পড়ে নাই। তিনি জাষ্ট একটা পাঞ্জাবী পড়ে চলে এসেছেন। চা খেতে খেতে বল্লেন
- পগালা শীত লাগতেছেরে, চাদর কিনবো।

বলতে চাচ্ছিলাম, ভাই শীততো আজ একেবারেই নাই! কিন্তু ভাগলাম, শিল্পী মানুষ। তাদের ইচ্ছার বিরুদ্ধে কথা বলা ঠিক না। বল্লাম, চলেন...।

গেলাম চাদরের দোকানে। চাদর একটা পছন্দ করলেন। পকেট থেকে টা্কাও দিলেন দোকানদারকে। আমি তখন শাহাবুদ্দিন ভাইকে রিকোয়েষ্ট করে বল্লাম
- ভাই, আমার খুব ইচ্ছা করতেছে আপনারে এই চাদরটা কিনা দিতে। আপনি খেয়ালী মানুষ, হয়ত আজই কোথাও এইটা ফালায়ে যাবেন। কিন্তু সারা জীবন আমি এই সুখটা অন্তরে বয়ে বেড়াবো। আপনার গান আমি প্রতিদিন শুনি। আপনার গান শোনার সময় আমার মনে হবে, আপনি দূরের কেউ না। আপনি আমার দেয়া একটা চাদর অন্তত একবার হইলেও পড়ছেন।

তিনি দুইটা সেকেন্ড কী যেন ভাবলেন। পরে বল্লেন, দে পাগলা, দে।
-০-

এর পরে এমন অনেক দিন হইছে। হয়ত বাসায় যাচ্ছি। রাস্তায় শাহাবুদ্দিন ভাইয়ের কথা মনে হইলো। দিলাম ফোন। ফোন দিয়েই বলি
- ভাই আমি আপনার ভক্ত, আমার নাম অরুণ...। আমাকে স্মৃতি ঘেটে মনে করে চেনার দরকার নাই। এমনি ফোন দিলাম।

আমর কোন দিনই মনে হয় নাই তিনি আমাকে চিনতে পারেন। দুই একটা কথা বলে ফোন রেখে দেই।

কিন্তু এক দিন সত্যি সত্যি অবাক হয়ে গেলাম। বৈশাখী টিভির সরাসরি সম্প্রচারের একটা অনুষ্ঠানে এসেছিলেন একদিন। কোন একজন ফোনে রিকোয়েষ্ট করলেন "মা" নিয়ে কোন একটা গান করতে।

শাহাবুদ্দিন ভাই মনটা খারাপ করে বল্লেন, আমাদের অরুনের মা মারা গেছে মাত্র কিছু দিন আগে...।
পরে তিনি আমার রুমে এসে বলে গেলেন, পাগলা তোমার কথা তো মাত্র আমি অনস্ক্রিন বলে আসলাম।
-০-
অন স্ক্রিন তিনি আমার কথা বলছেন এতে আমার কিছু যায় আসে না। তিনি যে আমাকে মনে রাখছেন, এই আনন্দের ঘোরই আমি কাটায়ে উঠতে পারতেছি না।
-০-

সৃষ্টি কর্তার দুইটা সৃষ্টিতে নিবিড় একটা সম্পর্ক আছে। তা হইলো, আকাশ আর মানুষ। ফকির শাহাবুদ্দিন ভাই এর মত মানুষগুলোর ছোট্ট মানব দেহে আল্লাহ আকাশের মত একটা বিশাল মন দিয়ে দেন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৬

কাবিল বলেছেন: সৃষ্টি কর্তার দুইটা সৃষ্টিতে নিবিড় একটা সম্পর্ক আছে। তা হইলো, আকাশ আর মানুষ। ফকির শাহাবুদ্দিন ভাই এর মত মানুষগুলোর ছোট্ট মানব দেহে আল্লাহ আকাশের মত একটা বিশাল মন দিয়ে দেন।


ভাল বলেছেন।
ঈদ মোবারক

১৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১১

সুখী মানুষ বলেছেন: ভাই আমার। আপনাকে ঈদ মোবারক।
আপনার মন্তব্য পেয়ে আমি খুশি হই। সাথে সাথে একটা দৃশ্য কল্পনায় দেখতে পাই। তা হইলো...
হাজার, হাজার দোকান। প্রত্যেকটাতেই কাষ্টমারের ভীড়। একটা দোকানে তেমন মালও নাই, কাষ্টমারও নাই। এর পরেও একটা লোক আছে যে নাকি ঐ দোকানটা থেকেই সদাই করে।

হে হে হে.. এত এত ভালো লেখব সামুতে। আপনি মনে করে আমার লেখায় এসে একটা কমেন্ট দিয়ে যান। আমি সেই দোকানদারের একমাত্র কাষ্টমারের মত আপনাকেও মনে রাখি। :)

২| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১:১২

alamin ahmed বলেছেন: ভালো লাগল

২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১০

সুখী মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.