![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
একজনের কথা বলি, যার সাথে খাইতে গেলে কখনোই বিল দেই না। আমারে কিপ্টা, কঞ্জুস কইয়া ডাকে। আমি গায়ে মাখিনা। আবারে আমারে ছাড়া কোথাও খাইতেও যায় না। --- নিঃসন্দেহে সে আমার বন্ধু।
আরেক জনের কথা বলি। তার আর্থিক দূর্দিন যাচ্ছিলো। তাই তারে কোন দিনও বিল দিতে দিতাম না। উল্টা কঞ্জুস, চামার, মাইজাই বইলা গালি দিতাম। --- সে আমার বন্ধু্।
হারামজাদা, বদমাইশ, তোরে আমি ..., বলি, উল্টা মিটমিটাইয়া হাসে। গালি না দিলে টেনশানে পইরা যায়। --- সে আমার বন্ধু।
তোরে দেখতে ইচ্ছা হইছে, কই তুই? এই কথা বলার পর যে বলে, "এইতো তোর অফিসের কাছেই আসছিলাম, আসতেছি" বলে। অথচ পরের দুই ঘন্টা কোন খোঁজ নাই। --- সে আমার বন্ধু। কারন সে আদৌ আমার অফিসের কাছে ছিলো না। সব কাছ ছাইড়া ছুইটা আসছে।
যে একটা কথা বলার সময় কোন দিনও বলে না "কাউরে কইস না"। কারন সে জানে কোন কথাটা গোপন রাখার তা আমি জানি। --- সে আমার বন্ধু।
-০-
প্রিয়'র সাথে আমি একটা ঝপাং খেলা খেলি। ও শুয়ে থাকে। আমি উপর থেকে ঝপাং করে ওর উপর পড়ি। দুই ইঞ্চি দূরে আইসাই থাইমা যাই। প্রিয় একটা বারের জন্যও ভয়ে চোখ বন্ধ করে না। প্রতিটা মুহূর্ত সে খিলখিল করে হাসে। কারন সে জানে, বাবা কখনোই আমাকে ব্যথা দিবে না। আর ঠিক এই বিশ্বাসটাকেই বন্ধুত্ব বলে।
হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩০
অন্তহীন আকাশ বলেছেন: + + ভাল লাগল