![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
আমার এক বন্ধু গলা ছাইড়া গানা গাইতো। গানের আগা, মাথা কিছুই হইতো না। না ঠিক থাকতো সুর, না থাকতো কথা। প্রায়ই গাইতো
মায়াবন হরিণী হরিণী
গহন গহন তুমি চারিণী
ঈ ই ঈ য়ি...ইইই
আর তার কাছে গান মানে প্রথম লাইনটাই। পরে গানের ভিতরে কী আছে না আছে কিছুই খেয়াল করে না। একদিন মজা কইরাই জিজ্ঞাসা করলাম - দোস্ত বল্ তো...
কী আঁচল বিছায়েছ
বটের মূলে,
নদীর কূলে কূলে।
এইটা কোন গানের অংশ। সে আমার দিকে অদ্ভুৎ ভাবে তাকায়ে থেকে বল্লো। আইয়ুব বাচ্চুর কোন গান? কিড়মিড় কইরা বল্লাম, ব-ল-দ।
অথচ দুনিয়া কী নিষ্টূর! এক রুপবতী আমার কাছে একদিন আইসা বলতেছে
- ও কত সুইট করে গায় দেখছো? আহারে পাগল একটা...
কয় দিন পর দেখি এই বল্দার সাথে ঐ রুপবতী ভরা দুপুরে মাঠের দূর্বাঘাস ছিড়ে বইসা বইসা।
তো এই স্মৃতি কথার শিক্ষনীয় পার্ট কোনটা? শিক্ষনীয় অংশ হইলো, বুদ্ধিমান হইয়া মাইয়া পটানো যায় না। মনটা ফ্রেস রাখতে হয়। মনে কোন সুর আসলে গাইয়া ফেলতে হয়। মনে কোন কথা আসলে কইয়া ফেলতে হয়। সো সিম্পল।
©somewhere in net ltd.